।। বৈশাখী মেঘলা আকাশের ফটোগ্রাফি।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

৩০-০৪-২০২২ইং

।। বৈশাখী মেঘলা আকাশের ফটোগ্রাফি।।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab বাংলাদেশ থেকে। হ্যালো "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বন্ধুরা আপনাদের সকলের প্রতি রইল আমার ঈদ শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের দোয়ায় মোটামুটি আছি। কয়েকদিন আগেই আমি ব্রেন স্ট্রোক করেছিলাম। বর্তমানে কোন রকমে বেঁচে আছি। অদ্য আমি কষ্ট করে "বৈশাখী মেঘলা আকাশের ফটোগ্রাফি উপস্থাপনে জন্য হাজির হযেছি।

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০১

IMG_20220410_155620384_AI.jpg
photo location
আমাদের এখানে পহেলা বৈশাখ থেকেই শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। কখনো দিনে, কখন রাতে, কখনো বা বিকেলে। কখন হবে কালবৈশাখী ঝড়, তার কোন ঠিক ঠিকানা নেই। আর কালবৈশাখী মানেই ভিশন একটা ভয়ের ব্যাপার। ঝড় আসলে নিমিষেই চলে যাচ্ছে এবং যখন আসে তখন পুরো আকাশের রুদ্র মূর্তি ধারণ করে আসে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০২

IMG_20220430_053641373_AI.jpg
photo location আমি গত সপ্তাহে স্ট্রোক করেছি। সম্পূর্ণ রেস্টে রয়েছে বাড়িতে। ভাগ্যিস পড়ে যায় নি। কোন রকমের চলাফেরা করছি কিন্তু ঠিকমত কথা বলতে পারছিনা। ফলে বাড়ি থেকে বেরোনো সম্ভব হচ্ছে না। খুব জোর বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যেই একটু হাঁটাহাঁটি করি।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০৩

IMG_20220430_053430762_AI.jpg
photo location অদ্য সকাল দশটায় ফ্রেশ হওয়ার পর বাড়ি থেকে বের হয়ে একটু পায়চারি করছিলাম। এর মধ্যেই লক্ষ্য করলাম চারিদিকে আকাশ একটু মেঘলা হয়ে আসছে। সেই সাথে প্রচন্ড বেগে বাতাস বইছে। মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে এলো। আমি দেরি না করে ধীরে ধীরে বাড়ির দিকে প্রস্থান করছিলাম আর মোবাইল ফোনটা বের করে বৈশাখী মেঘলা আকাশের চিত্র ধারণ করেছিলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী েমআঘলা কাশের চিত্র-০৪

IMG_20220430_053149058_AI.jpg
photo location আমার বাড়িতে আসা এবং বৈশাখী মেঘলা আকাশের চিত্র ধারণ করা ৫-৭মিনস সময় লেগেছে। এরইমধ্যে চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হওয়াসহ প্রচন্ড বেগে শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০৫

IMG_20220430_053018764_AI.jpg
photo location আর সেই ঝড় রইল পুরো ১০ মিনিট জুরে। ঝড়ের সঙ্গে রয়েছে প্রান ঘাতক বজ্রপাত। ভয়ে কেউ ঘরের বাহির হচ্ছেনা, এমনকি আমিও না। আর সেই ঝড়ে শোঁ শোঁ শব্দে কাহারও ঘরের চাল, কাউরো পুরো ঘর, কাহারো বাগান বাড়ী চুরমাড় করে যাচ্ছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০৬

IMG_20220430_052824635_AI.jpg
photo location এমন কি সেই ঝড়ে বাড়ীর বারান্দার চালসহ একটি সদর গেইটও ভেঙ্গে চুরমাড় করে দিয়ে গেল। ১০ মিনিট পর ঝড়বৃষ্টি থামার পর পুরো গ্রামের লোকজন বাহিরে চলে আসলো।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০৭

IMG_20220410_155432819_AI.jpg
photo location তাতে যা জানতে পারলাম, কমবেশী প্রতিটি বাড়ীতে ক্ষতি সাধিত হয়েছে। তবে কোন প্রানহানীর ঘটনা না ঘটলেও আহত হযেছেন অনেকেই।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

কালবৈশাখী মেঘলা আকাশের চিত্র-০৮

IMG_20220430_072148359.jpg
photo location আমরাও গ্রামের লোকজনের সহযোগিতা নিয়ে বারান্দার ক্ষতিগ্রস্ত টিনগুলো জড়ো করে মিস্ত্রি দিয়ে বারান্দাসহ বাড়ীর সদর গেইটটি ঠিক করে নিলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
বন্ধুরা, বর্তমানে বৈশাখ মাস চলছে, প্রয়োজনের তাগিতে আমাদেরকে বাড়ীর বাহীরে যেতে হয়, তবে যেখানে যাবেনএ সময় মেঘলা আকাশ দেখলেই নিজেকে নিরাপদ স্থানে রাখবেন। নইলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়লে প্রানহানীর মত ঘটনা ঘটতে পারে। বন্ধু আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন কন্টেইন নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সকলের জন্য আবারও রইল ঈদের শুভেচ্ছা।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

writing location

Sort:  
 2 years ago 

এ বছরে অন্যান্য বছরের তুলনায় কালবৈশাখী ঝড় বা আকাশে মেঘ অনেকটাই কম। তার পরেও আপনি যেন কালবৈশাখী ঝড়ের ভয়ঙ্কর কালো মেঘের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো প্রকৃতির মাঝে থেকে সংরক্ষন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে এক নাম্বার ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রামীন পরিবেশের এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ফটোগ্রাফি দেখতে পেয়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। শুভকামনা রইল।

 2 years ago 

বৃষ্টির আগের মুহূর্ত আমার কাছে নৈসর্গিক সৌন্দর্য বলেই মনে হয়। মনে হয় এবার পৃথিবীটা পরিবর্তন হবে।আহা বেশ লাগে মেঘ দেখতে। আপনার ছবি দেখে কালবৈশাখী আর গ্রামের অপরূপ সৌন্দর্য অসাধারণ লাগলো।খুবই চমৎকার।

 2 years ago 

স্ট্রোক করেছেনে জেনে বেশ খারাপ লাগলো।আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।আর সাবধানে চলাফেরা করিয়েন।আর ছবিগুলো বেশ সুন্দর।ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি কালবৈশাখী ঝড়ের মেঘলা আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। খুব ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন ভাইয়া কালবৈশাখী ঝড় একবার আসলে সবকিছু নিয়ে যায়। তখন কৃষকের মুখে হাসি বন্ধ হয়ে যায়। এখনো অনেক কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কালবৈশাখী ঝড় অনেকের অনেক কিছু কেড়ে নিয়েছে। আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে আকাশ হোক সেটা মেঘলা কিংবা রৌদ্রোজ্জ্বল চকচকে। আকাশের চিত্র যে রকমই হোক না কেন আমার কাছে দেখতে খুব ভালো লাগে। যাইহোক আপনি খুব চমৎকার করে বৈশাখী মেঘলা আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করেছেন এবং আমাদের মাঝে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।এত অসাধারণ পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আকাশের ছবি দেখতে আমার খুব ভালো লাগে। একেক ঋতুতে আকাশ একেক রূপ ধারণ করে। বৈশাখ মাসের মেঘের আকাশের এক বিশেষ সৌন্দর্য আছে আমার কাছে। সাত নম্বর ছবিটি দেখতে আসলেই অনেক ভালো হয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রত্যাশা রইল।

 2 years ago 

বৈশাখ মাসে বৈশাখী মেঘলা আকাশ দেখলেই ভয় করে কারণ প্রচন্ড ঝড়ের সম্ভাবনা থাকে ।যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। আপনার করা বৈশাখী ঝড়ে ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30