।। স্বরচিত কবিতা-"অন্তর জ্বালা" ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১০ই অক্টোবর/২০২২ইং।
রোজঃ-সোমবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে এক রকম আছি। আজ আমি আপনাদের সামনে আমার একটি স্বরচিত কবিতা:- " অন্তর জ্বালা " নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলকে ভাল লাগবে।

Picsart_22-10-10_20-17-42-648.jpg
Image source

চর্চা ও অনুশীলন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সব ইউজারদের চর্চা ও অনুশীলন এর মাধ্যমে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা রচনা, গল্প লেখার অভ্যাস, রেসিপি, চিত্রাঙ্কুন সহ ইত্যাদি বিষয়ে অনুশীলন সহ দক্ষ করে তোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি নিজেও চেষ্টা করে যাচ্ছি মাত্র। আজকে আপনাদের সামনে আমার স্বরচিত কবিতাটি উপস্থাপন করলাম। যদি ভালো লাগে তাহলে মনে করব এর পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মের। কারন আমি কখনোই কবিতা লিখতে পারতাম না সাথে চিত্রাংকনও করতে পারতাম না। যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তোবা কোনদিন লিখতেও পারতাম না। যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি তা শুধু এই প্লাটফর্মের জন্যই।

।। অন্তর জ্বালা।।

লেখক-ফনি ভূষণ রায় অমিতাব

আমাকে গ্রাস করেছে বিশাল হা, মুখ সর্বগ্রাসী কালো মেঘ,
সমুদ্র কুসুমের কালো কীট পতঙ্গ শাশ্বত শঙ্খকুল,
হা, হা, ভীষণ দানব কুল।।
বিধ্বস্ত আর বিশ্বাসভঙ্গের খেলা,
সেই খেলায় শুধু ভাঙছে আর ভাঙছে,
আমাকেও গ্রাস করেছে অবিনাশী সেই পূর্ণ গ্রাস বলয় "গ্রহণ"।।
বাসর শয্যার কন্ঠক জ্বালা নিদ্রাভোগ রাত্রি দহন,
কখন যে কে জ্বলবে জানে না কেউ কখন।।
মনের এই গ্রহণ চলবে অনন্তকালের ন্যায় অমাবস্যার রাতের মত,
নিরাশ হয়ে আকাশ প্রাণে চেয়ে গুনবো আমি আকাশের তারা যত,
শূন্যতায় জন্ম নেবে আমার নিষ্পাপ হৃদয়ে অবাঞ্চিত আবর্জনা,
অনন্তকালের জন্য তুমি এ শূন্য হৃদয় অন্তর জ্বালা।।
তুমিহীন রাতের বিশাল কালো ভয়াল দানব পুরি দহিত দংশন,
হাসিমুখে মেনে নিব আমি সপ্তর্ষি প্রহর,
চাইনা জীবনে আসুক আবার কোন কাঙ্ক্ষিত ভোর।।
প্রতীক্ষা, অভিমান, অপ্রাপ্তি, প্রত্যাশা, হৃদয়ের গহীনে অপ্রত্যাশিত নিত্যদিনের গলার মালা,
তাইতো হৃদয়ের মরুভূমিতে প্রতিনিয়ত বইছে তোমার জন্য শুধু "অন্তর জ্বালা"।।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার স্বরচিত কবিতা অন্তর জ্বালা। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনায় শুভরাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo designPicsart Photo & Video Editor.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

আরে বাহ্ দাদা বেশ দারুণ লিখেন 🙏👌। আজ প্রথমবার পড়লাম আপনার লেখা। অসম্ভব ভালো লাগলো আপনার শব্দচয়ন গুলো। আপনি যে লেখা পড়েন সেটা বেশ ভালই বোঝা গেল। আর দাদা অন্তরের এই জ্বালা এখনো মিটেনি? এখনো কি প্রতীক্ষায় প্রহর গুনছেন? 🤪। হিহিহিহি। সুন্দর লিখেছেন দাদা।

 2 years ago 

খুব বেশি ভালো পারি না দাদা। তবে একটু একটু করে চেষ্টা করছি। হৃদয়ের অতীতের যন্ত্রণা আর বেদনা থেকেই কবিতার বহিঃপ্রকাশ আর কি ! তবে এখন আর প্রতীক্ষার পালা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই চর্চা ও অনুশীলন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।আপনার শব্দচয়নগুলো অসাধারণ। প্রতিটি লাইন বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু । অনুশীলন ও চর্চা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ অন্তর জ্বালা কবিতা লিখেছেন। আসলে চর্চা এবং অনুসরণ মানুষকে অনেক দূর নিয়ে যায়। আপনার কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। প্রতিটি লাইন খুবই অসাধারণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু, আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্ল্যাটফর্ম যে সকল ব্লগারকে অলরাউন্ডার করে তোলে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ দাদা দারুণ কবিতা লিখেছেন। আসলে চর্চা ও অনুশীলন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।আপনার কবিতাটি চমৎকার ছিল।আসলে কবিতার ভিতর অন্তরের জ্বালা ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

যারাই আজকে কবি বা সাহিত্যিকের কাতারে গেছেন তাদের প্রত্যেকেরই জীবনের ঘাত প্রতিঘাত থেকেই লেখার সৃষ্টি হয়েছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অন্তরে সত্যি জ্বালা না থাকলে এ ধরনের কবিতা লেখা সম্ভব নয়। কারণ খুবই কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এই কবিতাতে। আপনার লেখনী বেশ ভালো হয়েছে। কবিতাটি পড়ে অনেক সুন্দর লাগলো। এরকম কবিতা তৈরি করে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন পরবর্তীতে।

 2 years ago 

কবিতা লিখতে উৎসাহ উদ্দীপনা দিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চেষ্টা করব ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আরে বাহ!!!
দাদা অতি চমৎকার ছিল প্রতিটি লাইন আর বেশ কঠিন কথা যেগুলো বোঝার অনেক কিছু আছে ৷ অন্তর জ্বালা যেটাকে কাউকে বললেও শেষ করার মতো না ৷

আর এটা ঠিক বলেছেন যে আমার বাংলা ব্লগে না আসলে এতো কিছু সম্পর্কে জানতাম না ৷
আমার বাংলা ব্লগ কমিউনিটি আরও এগিয়ে যাগ এটাই কামনা করি ৷

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 64535.04
ETH 3462.08
USDT 1.00
SBD 2.49