Amelia from Amelia

in Bulls Mind2 years ago

Henry Fielding রচিত আবেগধর্মী উপন্যাস Amelia এর কেন্দ্রীয় চরিত্র হলো Amelia। অ্যামেলিয়া একজন যুবতী ও একগুঁয়ে স্বভাবের মেয়ে। যে Captain William Booth নামে এক সেনা কর্মকর্তার প্রেমে পড়ে। মায়ের মতের বিরুদ্ধে অ্যামেলিয়া তাকে বিয়ে করে এবং তাকে নিয়ে লন্ডনে পালিয়ে যায়। পুরো উপন্যাস জুড়ে অ্যামেলিয়া তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন, কিন্তু তার স্বামী Captain Booth পরনারী Miss Mathews এ আসক্ত হয়ে পড়েন। স্বামীর পরকীয়া উপেক্ষা করে Amelia স্বামীকেই সব সময় ভালোবাসে। উপন্যাসে আরও দেখা যায়, মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদশালী হয়ে Amelia নিজ অর্থ দিয়ে স্বামীর ঋণ শোধ করে।

image.png

সমকালীন সমাজের আদর্শ নারীত্বের প্রতিচ্ছবি এই Amelia। পুরুষতান্ত্রিক সে সমাজে পুরুষের যে কোনো আচরণই নারীকে মাথা পেতে নিতে হতো। পিতৃপরিচয়ে অভিজাত ও সম্পদর্শীলা Ameliaও নারীত্বের সেই বক্র জীবনধারণা থেকে বের হতে পারেনি। বরং আরেক নারী Miss Mathews কে নিজের দুর্গতির জন্য দায়ী করেছে। আধুনিক দৃষ্টিকোণ থেকে Miss Mathews চরিত্রটি একটি উত্তম প্রতিনায়িকা। নিজের আনন্দের জন্য সে তার নিজস্ব পথ খুঁজে নিয়েছে আর Amelia বারবার স্বামীর কাছে ফিরে গিয়েছে হাজার বঞ্চনা সত্যেও।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63818.94
ETH 2624.28
USDT 1.00
SBD 2.78