ট্রন স্টেকিং || 20 TRX STAKING

in আমার বাংলা ব্লগ4 months ago

20240219_123006_0000.png

আমাদের প্রত্যেকের উচিত সঞ্জয় করা, ভবিষ্যতের কথা চিন্তা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু সঞ্চয়ে রেখে যাওয়া। আসলে বিপদ কখনো বলে আসে না, যখন তখন বিপদ চলে আসতে পারে, এই সঞ্জয় থাকলে হয়তো আপনি সেই বিপদ থেকে খুব সহজেই উদ্ধার পেতে পারেন। সেই বিষয়কে সামনে রেখে এই প্রতিনিয়তই আমি টি আর এক্স স্টেকিং করে যাচ্ছি। এই সপ্তাহ 20 TRX টেকিং করেছি। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহেই একটু করে টি আর এক্স জমানোর জন্য। যাতে করে পরবর্তী ভবিষ্যতে এই বিষয়ে গুলো আমি কাজে লাগাতে পারি।

আশা করছি আপনাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের একটি অপশন রয়েছে,, সঞ্চয় পত্র। এখানে আপনি কিছু সংখ্যক টাকার স্থায়ী কিছু সময়ের জন্য রাখতে পারবেন। এর বিনিময় আপনার টাকা থেকে কিছু লভ্যাংশ আপনাকে দেয়া হবে। ঠিক একইভাবে এই সিস্টেমটা কাজ করেন। অর্থাৎ আপনি কিছুদিনের জন্য ট্রন স্টেকিং করে রাখবেন এবং সেখান থেকে ভোট দেওয়ার মাধ্যমে আপনি কিছু রিওয়াড আর্ন করতে পারেন অর্থাৎ আপনি যে স্টেকিং করে পাওয়ার আর্ন করেছেন সেই পাওয়ার থেকে আপনার রিপেজেনটিভ কে ভোট দিতে পারবেন এবং আপনার রিপ্রেজেন্টিভ সেখান থেকে মাইনিং করে তার রিওয়াডের কিছু অংশ আপনার সাথে শেয়ার করবে। সহজ ভাষায় বুঝানোর চেস্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আজ আমি ২২ ট্রন স্টেকিং করেছি, সেই পদ্ধতি গুলো নিচে দিয়ে দিলাম।

siam 2.png

চলুন শুরু করি:


১ম ধাপ

  • স্টেকিং করার আগে আমার ওয়ালেট। এখানে ১৫০৩ trx স্টেক করা ছিলো। আমি আরো 20 trx ওয়ালেটে এনে রেখেছিলাম।

Screenshot_20240219-122722_TronLink Pro.jpg


২য় ধাপ

  • অবশিষ্ট ২০ ট্রন স্টেক করলাম।

Screenshot_20240219-122751_TronLink Pro.jpg

Screenshot_20240219-122758_TronLink Pro.jpg


৩য় ধাপ

  • স্টেকড Tron দিয়ে ভোট প্রদানের পর স্টেকিং সম্পন্ন করলাম।

Screenshot_20240219-122825_TronLink Pro.jpg

Screenshot_20240219-122855_TronLink Pro.jpg


আজ ২০ trx স্টেক করেছি। এই স্টেক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের @rme দাদার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" পোস্টটি দেখুন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ট্রন স্টেকিং || 20 TRX STAKING

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 4 months ago 

আমাদের জীবনে কার কখন কি ঘটে যায় সেটা আমরা কখনোই জানিনা ভাইয়া কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। ঠিক সে বিষয়টিকে আপনি আজকের পোস্ট এর মাধ্যমে সাবলীল ভাবে বুঝিয়েছেন। আজকে আপনি 20 trx জমা করার মধ্য দিয়ে মোট 1523 trx জমা করে ফেললেন।

 4 months ago 

অবশ্যই আমাদের সবার উচিত ভবিষ্যতের জন্য যথাসম্ভব সঞ্চয় করা। কারণ অনাকাঙ্খিত বিভিন্ন ধরনের বিপদ সামলাতে হলে অর্থের কোনো বিকল্প নেই। যাইহোক আপনি নিয়মিত ট্রন জমানোর মাধ্যমে ১৫২৩ ট্রন জমিয়ে ফেললেন। আশা করি ট্রন স্টেকিং এর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64841.11
ETH 3523.97
USDT 1.00
SBD 2.36