মহাউৎসব || আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ♥

in আমার বাংলা ব্লগ8 days ago
আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান

New Year's Traditions Presentation In Blue and Orange Illustrative Style_20240614_150148_0000.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। গত তিন দিন ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান চলছিলো। গত অনুষ্ঠান শেষ হয়েছিলো। বর্তমানে আমার বাংলা ব্লগ আমাদের রক্তের সাথে মিশে আছে। ঘুম থেকে উঠেই প্রথমেই মোবাইলটা হাতে নিয়ে Discord এ যাওয়া। সবার সাথে কথাবার্তা বলে পরবর্তী দিনের কার্যক্রম শুরু করা। এটা আমার গত তিন বছরের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই আমার বাংলা ব্লগ পরিবারের মাধ্যমে পেয়েছি শান্তি, চেতনা এবং ঘুরে দাঁড়ানোর সাহস।

সব মিলিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার পরিবারের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবারের সাথে সুখ-দুঃখে একসাথে কাটিয়েছি এবং অনেকটা সময় অতিবাহিত করেছি। কত তাড়াতাড়ি যে এই সুখের সময় গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে তা আমরা কেউ টের পাচ্ছিনা। এইতো গতকাল রাতেই আমাদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ হলো। এই অনুষ্ঠানকে ঘিরে আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম এবং আমরা সবাই মিলেই যে একই সাথে একই পথে চলছি এর একটি দুর্দান্ত উদাহরণ আমরা সৃষ্টি করতে পেরেছি বলে আমি মনে করি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোন ভেদাভেদ নেই, এমনকি এডমিন মডারেটর এবং সাধারণ ইউজার আমরা সকলেই সমান।

Purple Anniversary Celebrating Instagram Post_20240614_145856_0000.png

এই বিষয়টি প্রমাণ করতেই আমাদের তৃতীয় দিনের আয়োজনগুলো ছিল। বিশেষ করে সকল এডমিন মডারেটর নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করেছেন। আমরা কবিতা আবৃত্তি কিংবা গান পারি কি না পারি সেটা বড় বিষয় নয়, তবে সবার অংশগ্রহণ করাটাই ছিল মূল উদ্দেশ্য। এতে করে আমরা বোঝাতে চেয়েছি আমরাও আপনাদের মত এখানে সাধারণ উইজার। আমরা শুধু কমিউনিটির ব্যক্তিগত কিছু কাজ করি এবং কিছু দায়িত্ব পালন করি। এছাড়া আমরা সকলেই সমান। আপনাদেরকে নিয়েই আমাদের এই কমিউনিটি আরও এগিয়ে যাবে দূরে, বহু দূরে।

প্রত্যেকটি মানুষের মধ্যেই কোন না কোন গুন থাকে। যে বিষয়টি গতকাল রাতে দাদা ও আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধরেন আপনি অনেক ভালো আবৃত্তি করতে পারেন সে ক্ষেত্রে আপনি আবৃত্তি করবেন বা গান গাইতে পারলে শুধুমাত্র গানই গাইবেন। কিন্তু আমাদের এডমিন এবং মডারেটর প্যানেলে ভালো কোনো আবৃত্তিকার কিংবা গায়ক বা গায়িকা নেই। তারপরও আপনাদেরকে এন্টারটেন্ট করার জন্য আমরা অপ্রান চেষ্টা করে গেছি। এটাই হচ্ছে ভালোবাসার বন্ধন।

New Year's Traditions Presentation In Blue and Orange Illustrative Style_20240614_150148_0001.png

সবকিছু মিলিয়ে এই তিনদিন অনেকটাই এনজয় করেছিলাম এবং এই তিনদিন আপনাদের এত কাছাকাছি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সেই সাথে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তিনি এত চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রত্যেকটি ইউজার কমিউনিটির মডারেটর এডমিন গান সবাই নিজ নিজ জায়গা থেকে বেস্ট টা করার চেষ্টা করেছেন। তাই তো এই অনুষ্ঠানটি অনেক সফলতার সাথেই সমাপ্ত করতে পেরেছি আমরা। এই অনুষ্ঠানের মধ্যে সবকিছুই ছিল। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে কেন্দ্র করে অফিশিয়াল থিম সং তৈরি করা হয়েছিল, সকল ইউজারদের কাছ থেকে তাদের ব্যক্তিগত অভিমত গুলো নেওয়া হয়েছিল, এছাড়াও কমিউনিটিতে লাইভ প্রোগ্রামে ও তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করেছিলো, প্রত্যেকটি ইউজাররা (যারা নাম দিয়েছিলেন) তাদের কাছ থেকে গান কবিতা আবৃত্তি এসব শোনা হয়েছিল এবং বিভিন্ন ধরনের কুইজের ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন ধরনের কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেছিলো। মোটকথা অনেক চমৎকার ভাবেই সেই দিনগুলো আমরা আতিবাহিত করেছিলা।

অনুষ্ঠানের তৃতীয় দিনে মূল আকর্ষণ ছিল, সকল এডমিন মডারেটররা বিভিন্ন ধরনের এন্টিটেন্ট করার চেষ্টা করেছিল। এছাড়াও সবথেকে বড় প্রাপ্তি দাদা ও এবার আমাদেরকে গান শুনিয়েছিলো। এই কমিউনিটিতে যে সকল ইউজাররা সবথেকে বেশি অবদান রেখেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এবং ফিজিক্যালিও তাদের জন্য পুরস্কার চলে যাবে। তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বিশেষ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সে সকল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এই তৃতীয় দিনে। সর্বোপরি আমাদের বড়দাদাকে বেস্ট কন্ট্রিবিউটার কিংবা বেস্ট ফাউন্ডার হিসেবেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই বিষয়টা আমরা সকলেই অনেকটা ইনজয় করেছি এবং অনেকটা গর্ববোধ করেছি। দাদার মতো একটি মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি।

New Year's Traditions Presentation In Blue and Orange Illustrative Style_20240614_150148_0002.png

অনুষ্ঠানের সর্বশেষে ডিজে পার্টির আয়োজন করা হয়। যেটা আমি পরিচারণা করেছিলাম। এই ডিজে পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন এবং পুরো সময়টা অনেকটা এনজয় করেছিলেন। সেখানে সব ধরনের গান বাজানো হয় এবং ইউজারদের রিকুয়েস্টের গান বাজানো হয়। সব মিলিয়ে অনেকটা চমৎকার সময় অতিবাহিত করেছিলাম আমরা এই তিন দিনে। অনেকটা আবেগ এবং ভালোবাসা দিয়েই এই পোস্টটি লেখার চেষ্টা করছি। হয়তো কয়েক বছর পরে এই পোস্টটা আবারো চোখে পরবে। তখন এই স্মৃতিগুলো আবারো তর-তাজা হয়ে উঠবে বলে আমি মনে করছি। এরকম দিন আমরা যেন প্রতি বছরেই অতিবাহিত করতে পারি সৃষ্টিকর্তার কাছে এটাই অকুল আবেদন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথেই থাকবেন। ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: মহাউৎসব || আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 8 days ago 

তৃতীয় দিনের অনুষ্ঠানটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আমার মতে। বাকি দুইদিনও আমরা খুব এনজয় করেছি। তবে গতকালকের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল দাদার কন্ঠে গান শোনা। আর আপনাদের সবার পারফরম্যান্স অসাধারণ ছিল। এতদিন নিজেদের এই ট্যালেন্ট গুলো লুকিয়ে রেখেছিলেন। গতকাল আপনারা সবাই দারুন পারফরম্যান্স করেছেন। পুরো সময়টা এনজয় করেছি।

 8 days ago 

হাহাহা, আমরা তো কিছুই পারি না আপু। তবে আমরা ও অনেক ইনজয় করেছিলাম।

 8 days ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন সব সেগমেন্ট রাখা হয়েছিল।সব গুলো সেগমেন্ট খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এডমিন প্যানেল।দারুন এনজয় করেছিলাম বিশেষ উৎসব।ভালো লাগলো আপনার পোস্টটি ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 8 days ago 

সব কিছু শুধু মাত্র আপনাদেরেই জন্য।

 8 days ago 

আমার বাংলা ব্লগ এর মহা উৎসবের মাঝে কালকের দিনটি ছিল ভীষন ভালো। এতো এতো অবাক হওয়ার মতো বিষয় ছিল কাল।সত্যিই আপনাদের কে নিয়ে আয়োজনটি ছিল মনোমুগ্ধকর। অনেক ভালো লেগেছে সকলের পারফরম্যান্স। বিশেষ করে দাদার।এই প্রথম শুনতে পেলাম।আপনারা সকলেই দারুন করেছেন।আপনাদের জন্য অনেক বেশী ভালো লেগেছিল কালকের আয়োজনটি।

 8 days ago 

আসলেই ভাই দাদার মতো এমন একজন মহান মানুষকে পাশে পেয়ে আমরা ভীষণ খুশি। যাইহোক তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদার গান এবং আমাদের সকল এডমিন মডারেটরদের পারফরম্যান্স। এই মজার মজার ঘটনাগুলো সারাজীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। আমাদের কমিউনিটি যুগের পর যুগ টিকে থাকবে,সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আসলেই ভালো সময় খুব জলদিই চলে যায়! কমিউনিটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পূর্ণ টিই আমরা ভীষণ ভাবে ইঞ্জয় করেছি। ৩য় দিনের আয়োজন আসলেই অসাধারণ ছিলো। আমাদের শ্রদ্ধেয় এডমিন, মডারেটর দের মাঝে যে এত লুকায়িত সৃজনশীলতা প্রভিভা লুজিয়ে ছিলো, আমাদের আগে সে বিষয় এ আইডিয়াই ছিলো না! আপনার স্বরচিত কবিতা আবৃত্তি ও দারুণ হয়েছিলো ভাই। সকলের পারফরম্যান্স ই মুগ্ধ করার মতোন ছিলো! আর সবচেয়ে বড় পাওনা ছিল দাদার কাছ থেকে গান শোনা! ❤️❤️

 7 days ago 

আমার কাছেও এবারে সবচাইতে আনন্দের মূহূর্ত ছিল দাদার কন্ঠে গান। দাদা বেশ দারুণ করেছিল। এই কবছরে যে আমার বাংলা ব্লগ আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে সেটা এই তিনটা দিন অন‍্যদের উৎসাহ আর উদ্দীপনা দেখলেই বোঝা যায়। দারুণ লিখেছেন ভাই। বেশ ভালো লাগল পড়ে। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54