আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

in আমার বাংলা ব্লগlast month (edited)
ছাত্র আন্দোলন

1000019985.png

বাংলাদেশ, যেই সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে ১৯৫২ সালের ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো তরুণ তাদের নিজের জীবন দিয়েছিল। তার মধ্যে সালাম, রফিক, জব্বার, বরকত আরো নাম না জানা অনেক শিক্ষার্থী তাদের জীবন দিয়েছিলো, এই ভাষাকে নিজের করে নেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে পড়ে থাকা নিধর দেহ আমাদেরকে সেসব ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট মোটেও সুবিধাজনক নয়। যে সব মানুষেরা সাধারণ শিক্ষার্থীর উপর যে ধরনের জুলুম চালিয়ে যাচ্ছে সেটা আসলেই কোনভাবে মেনে নেওয়া ঠিক যায় না।

জাতির কাছে আমার একটি বড় প্রশ্ন রয়েছে, আমরা কি এখনো স্বাধীনতা অর্জন করতে পেরেছি? যে দেশে নিজের মনের কথাগুলো আমি প্রকাশ্যে বলতে পারব না, সেই দেশকে তো কোনোভাবেই স্বাধীন দেশ হিসেবে বলা যায় না। আপনারা সকলেই জানেন কােটা বিরোধী আন্দোলন বর্তমানে সারাদেশেই চলছে এবং গত এক দুই দিনে যেরকম ভয়াবহ পরিস্থিতি হয়েছে এতে করে মনে হচ্ছে সামনের দিনগুলো আরো অবনতি হবে।

আমরা বাংলাদেশের নাগরিক তবে আমাদের কোন কিছু বলার অধিকার নেই। যেটা যেভাবে চলছে সেভাবেই চলছে দিতে হবে। বাংলাদেশের মেধার কোন মূল্য নেই। আছে শুধুমাত্র কোটার মূল্যায়ন এত বড় পার্সেন্টের কোটা বিশ্বের কোন কোন দেশে নেই। সব মিলিয়ে ৫৬% কোটার অধিকারে চাকরি দেওয়া হয়, এবং সাধারণ মেধার ভিত্তিতে মাত্র ৪৪% সাধারণ নাগরিককে দেওয়া হয়। তাহলে কি এটা বৈষম্য হলো না? যেই বৈষম্যের বিরুদ্ধে ১৯৫২ সালে ছাত্র আন্দোলন হয়েছিল, হাজার হাজার ছাত্ররা নিজের জীবন দিয়ে এই ভাষা আন্দোলন চালিয়ে গেয়েছিলো। ঠিক তারই একটি বাস্তব চিত্র আমরা বর্তমানে দেখতে পারছি। যেখানে পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালির ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাক বাহিনী নেই। কিন্তু তারপরও এই হামলা গুলো কারা করছে! ইতিমধ্যে বিভিন্ন নিউজ এবং খবরের মধ্যে জানতে পারলাম, চার-পাঁচজন ইতিমধ্যেই মারা গিয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।

যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে ভাষা আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সেটা মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়, সেই একই বিষয়টা এখন আমি লক্ষ্য করতে পারছি। আমাদের বাঙ্গালীদের ইতিহাস রয়েছে ছাত্রদের কখনো দমিয়ে রাখা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। যতই বড়ই বাঁধা থাকুক না কেন ছাত্ররা সব বাধা উপেক্ষা করে নিজের অধিকার আদায় করেই ছাড়ে। এর বাস্তব প্রমাণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। বিশ্বাস করুন, মন মেজাজ কোনটাই ভালো নেই। যখন সেই চিত্রগুলো দেখছি, যখন দেখছি সাধারণ শিক্ষার্থীর উপর হামলা হচ্ছে। মাথা ফেটে রক্ত পড়ছে, সবমিলিয়ে গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে। যদি তাদেরকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার থাকতো তাহলে সবাইকে শাস্তি দিয়ে দিতাম।

বিভিন্ন ধরনের দেশীয় অস্তের ব্যবহারে সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় ফেলে মারছে, এমনকি রক্ষা পায়নি আমাদের বোনেরাও। এ কেমন সমাজে বসবাস করছি। আমাদের দেখার মত কেউ নেই। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এভাবে করে নির্যাতন চালাচ্ছে এবং অনেককে মেরেও ফেলেছে। কিন্তু পুলিশ কিংবা প্রশাসন সবকিছু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও সেই জায়গায় উপস্থিত ছিলেন না। কোন জায়গায় আমরা বসবাস করছি, কোন দেশে আমরা রয়েছি, যে দেশে আমাদের জীবনের নিরাপত্তা নেই।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাজনৈতিক বিষয় নিয়ে কোন ধরনের পোস্ট করা যায় না। এটা নিয়মের মধ্যেই রয়েছে। তবে এটা কোন রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করিনি। এটা শুধুমাত্র আমার মনের খোপ থেকে এই পোস্টটা লিখেছি। যখন দেখছি বড় ভাই /বন্ধুদের অবস্থা এরকম তখন কোনভাবেই নিজেকে চুপ রাখতে পারছে না। রক্ত টগবগ করে উঠছে, জানিনা আরো কয়েকদিন পরে কি হবে! যে সোনার বাংলা গঠনের জন্য লাখ লাখ মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, সেই দেশের অবস্থা যদি তারা এরকম দেখতেন তাহলে আমি বিশ্বাস করি তারা কোনদিনও মুক্তিযুদ্ধ করতেন না।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমার সোনার বাংলা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 last month 

সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গনে গিয়ে লেখাপড়া করছে । আর বাবা মায়েরা রক্ত ক্ষরণ করে তাদের অর্থের যোগান দিচ্ছে। বাবা-মায়ের সেই কোমলমতি সন্তানদের যখন মাথা ফাটছে জীবন যাচ্ছে, রাজপথ আবারো রক্তে রঙিন হচ্ছে। তখন বাংলার ঘরে ঘরে বাবা-মায়ের অবস্থাটা কি হচ্ছে একবারও কেউ উপলব্ধি করতে পারছে না। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এই আন্দোলনের খুব দ্রুত সমাধান হোক। 🙏

 last month 

কিছুই বলার নেই ভাই, শুধু একটাই কথা জাতির বিবেক আজ অন্ধ, চারপাশে শুকছি শুধু আপন রক্তের গন্ধ।

 last month 

সাধারণ শিক্ষার্থীদের উপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে বেশ কয়েকটি ভিডিও দেখে নিজের কাছে এতটাই খারাপ লেগেছিল যে,চোখ দিয়ে পানি পড়ছিলো আমার। আমাদের দেশ আসলেই স্বাধীন হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করছে, তাদেরকে দেখে মনে হচ্ছে পাক-হানাদার বাহিনী আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে। তবে শিক্ষার্থীরা মোটেই আপোষ করবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44