আমার বাগান

in আমার বাংলা ব্লগ7 days ago
আমার বাগান

IMG_20240615_125159.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সবুজ প্রকৃতি ভালোবাসা না এমন মানুষ অনেক কমই রয়েছে এবং যেসব মানুষ গাছ পছন্দ করে তাদের মন অনেক সুন্দর হয় এই বিষয়টি আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই তো কয়েকদিন আগে যখন আমি নীলফামারীতে এসেছিলাম তখন বাসায় বেশকিছু ফুলের গাছ লাগিয়েছিলাম। এখন যখন আবারও বাসায় আসলাম সেসব ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং দেখতে ও অসাধারণ লাগছে।

ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি একটি বিশেষ আকর্ষণ আমার কাজ করত। সেই থেকেই প্রতিনিয়ত গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু যখন আবার ঢাকায় ব্যাক করি তখন সেই বিষয়টা খুব একটা বেশি করে ওঠা হয় না কিন্তু যখন আবার ঢাকা থেকে কোন কাজে নীলফামারীতে আসি তখন আমি আবার সেই বাগানের পরিচর্যা করি নতুন নতুন গাছ লাগাই। বর্তমানে আমার বাগানে বেশ কিছু ধরনের গাছ রয়েছে। তার মধ্যে ঔষধি গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ রয়েছে এবং এছাড়াও প্রচুর পরিমাণে ফুলের গাছ রয়েছে। বর্তমানে বাগানে বেলি ফুলের গাছগুলোতে প্রচুর পরিমাণে বেলিফুল হয়েছে, এছাড়াও নয়ন তারা গাছের অনেকগুলো ফুল হয়েছে। যেগুলো আসলে গুনে শেষ করা সম্ভব হবে না।

IMG_20240615_141440.jpg

IMG_20240615_141427.jpg

IMG_20240615_125155.jpg

IMG_20240615_125151.jpg

IMG_20240615_125138.jpg

বাসায় আসার পরে সকাল বেলা ঘুম থেকে ওঠা খুব একটা বেশি হয় না। আটটা নটার পরেই ঘুম থেকে ওঠা হয়। তবে সন্ধ্যার আগ মুহূর্তে বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটি ফুল নিয়ে জায়গা থেকে সুবাস ছড়াতে থাকে এবং পুরো বাসায় ফুলের সুবাসের আবরণ সৃষ্টি করে যা সত্যি অনেকটা অসাধারণ লাগে আমার কাছে। গতবার যখন এসেছিলাম তখন নার্সারি থেকেই বেশ কয়েকটি গাছ নিয়ে এসেছিলাম। যে কয়েকটি গাছের নাম গুলো ইদানিং ভুলে গিয়েছি তবে সেই সব গাছ থেকেও নানা ধরনের ফুল হয়েছে। আসলে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও। তবে মজার বিষয় হচ্ছে আমাদের বাসায় বড় একটি জামরুল গাছ রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে ফল হয়েছে। এছাড়াও পেয়ারা গাছে অনেক ধরনের ফুল ফুটেছে আশা করছি এবার ভালো পেয়ারা হবে।

গত কয়েকদিন থেকে দিনের বেলা গরম থাকলেও রাতের বেলা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যার কারণে গাছগুলো আরো সতেজ হয়ে উঠেছে। তবে গতকাল থেকে নীলফামারীর পরিবেশটা অনেকটা ঠান্ডাই আছে এবং এখান গাছ রোপন করার জন্য উপযুক্ত একটি সময়ের সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এ সময় যে কোন গাছ লাগালে তা বেচে থাকবে ও বড় হবে। আমার বাগানেই শুধুমাত্র যে গাছ রয়েছে তা কিন্তু নয়। আমাদের বাসার যতগুলো বারান্দা রয়েছে ছাদ রয়েছে, সিঁড়ি রয়েছে সেসব জায়গাতেই কোনো না কোনো গাছ রয়েছে। তার মধ্যে ফুলের গাছগুলোই বেশি বিশেষ করে যখন বিকেলবেলা বারান্দায় এসে বসা যায় তখন চারিপাশে ফুলের পরিবেশটা দেখতে অনেক চমৎকার লাগে। সেখানে কয়েকটি বেলি ফুলের গাছ হয়েছে এবং নয়ন তারা ফুলের গাছ রয়েছে সেগুলো সুভাষ গুলো অন্যরকম লাগে।

IMG_20240614_125355.jpg

IMG_20240614_125348.jpg

IMG_20240614_125340.jpg

IMG_20240611_124331.jpg

IMG_20240611_124328.jpg

বর্তমানে বিশ্বের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের দৈনন্দিন কার্যক্রম করতে অনেকটাই সমস্যা হচ্ছে। আমরা দেখেছি প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই গরম থেকে একমাত্র গাছেই পারে আমাদেরকে রক্ষা করতে। তাই আপনারা যে যেখানে রয়েছেন এই সময়টাতে বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। এই পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করবেন। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমার বাগান

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 7 days ago 

বাহ! বেশ ভালো লাগলো আপনার বাগান দেখে। বাড়ীর ছাঁদ,বারান্দা ও সিড়ি প্রতিটি জায়গায় বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছেন দেখে ভালো লাগলো। বাগান করা আমারও শখ। যেটুকু জায়গা ফাঁকা পাই সেটুকুই কাজে লাগাতে চেষ্টা করি। আপনার লেখা-ফটোগ্রাফি সবমিলে আপনার পোস্টটি ভালো লেগেছে। আপনি ঠিকেই বলেছেন ভাইয়া, গাছেই পারে এই গরম থেকে রক্ষা করতে। তাই আসুন সবাই বেশি করে গাছ লাগাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 days ago 

অনেক ভালো লাগলো আপু, এভাবেই গাছ লাগাতে থাকুন।

 7 days ago 

আপনার বাগান তো দেখছি ফুলে ফুলে ভরে উঠেছে। নিজেদের বাগানে ফুল বা ফল যেকোনো কিছু হলে সত্যিই খুব ভালো লাগে। প্রত্যেকটা গাছেই দেখছি ফুল ফুটেছে। সাদা ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো। ছোট ছোট ফুলগুলোও দেখছি অনেক ফুটেছে। বাড়ির প্রত্যেকটা জায়গায় গাছ লাগিয়েছেন তাহলে। জামরুল ফল গুলো দেখেও ভালো লেগেছে। আপনার বাগানের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 days ago 

হ্যা, বাগানে অনেক ফুল হয়েছে, দেখতে ও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।।

 7 days ago 

ভাইয়া আপনার বাগান করার গল্প পড়ে খুব ভালো লাগলো। বাড়ির বিভিন্ন জায়গায় যদি ফুলের গাছ কিংবা অন্য সব গাছ থাকে তাহলে সময় কাটাতে খুব ভালো লাগে। বেলি ফুলের ঘ্রাণে নিশ্চয়ই বাড়িটা মৌ মৌ করে উঠে। রাতের বেলা বারান্দায় বসে ফুলের ঘ্রাণ নিতে ভালোই লাগে। যেই পরিমান গরম শুরু হয়েছে এতে যত বেশি গাছ লাগানো যায় ততই আমাদের জন্য ভালো। আপনাদের দিকে বেশ কিছুদিন ধরে পরিবেশ একটু ঠান্ডা রয়েছে জেনে ভালো লাগলো। বাড়িতে থাকলে সব কিছু একটা নিয়মের মধ্যে চলে আসে। কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকলে তা আর হয় না। আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমার কাছে বেলি ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 7 days ago 

আপনার বাগানটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। বাগানের মধ্যে দেখছি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। জামরুল তো দেখছি বেশ ভালোই ধরেছে। তাছাড়া বেলীফুল গুলো দেখতে দারুণ লাগছে। বেলীফুলের ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে। যাইহোক আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে যথাসম্ভব গাছ লাগানো। আর বর্ষাকালে গাছ লাগালে সবচেয়ে ভালো হয়। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 days ago 

ভাইয়া আপনি অনেক সৌখিন মানুষ বুঝতেই পারছি। গাছ লাগানো আপনার অনেক শখের।তাইতো আপনি সবসময় গাছ লাগান আর পরিচর্যা করেন। আপনার বাগানের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া প্রকৃতির এই বিপর্যয় থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে বেশি করে গাছ লাগাতে হবে আর প্রকৃতি ভালো রাখতে হবে।

 7 days ago 

আপনাদের বাগানে তো বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে দেখছি। যেখানে নয়নতারা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ফুলের গাছ। এদিকে জামরুল ফল দেখলাম। সুন্দর একটি বাগান থেকে অসাধারণ সবকটা ফটো ধারণ করে শেয়ার করেছেন। বাড়ির বাগানে ফুলের গাছ থাকলে সুবাস ছড়াবে এটাই স্বাভাবিক। আর এতো বেশ ভালো লাগে। নিজেদের বাসা বাড়িতে এমন ফুলের গাছ থাকা ভালো।

 6 days ago 

আপনার বাগানটি দেখে অনেক ভালো লাগলো। আসলে বাড়িতে যদি এরকম বাগান থাকে তাহলে অনেক ভালো লাগে মনের মধ্যেও একটি শান্তি কাজ করে। বাড়ির ছাদ বারান্দায় প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর কিছু ফুলের গাছ লাগিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ছাদ বাগান করা আমারও অনেক শখ। চেষ্টা করি গাছ লাগানোর কারণ গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। বেলি ফুল আমার অনেক প্রিয়।প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে বৃষ্টির দেখা নেই অনেক দিন। বৃষ্টির পরে যেকোনো গাছ যেন একেবারে অনন‍্য সুন্দর একটা রুপ ধারণ করে। আপনার বাগানের বিষয়টি জেনে ভালো লাগল। বাগান করার শখটা অনেকেরই থাকে। তবে সেটা বাস্তবায়ন করা আর হয় না। বাগান নিয়ে আপনার অনূভুতি টা দারুণ ভাবে শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

 6 days ago 

আপনার ব্লগটি পড়তে পড়তে অসাধারণভাবে আপনার বাগানটিও দেখে নিলাম। আপনার বাগানটি দেখে অসাধারণ লেগেছে। ফুল গাছগুলো বাড়ির পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। নয়নতারা ফুল আমার খুব পছন্দের ফুল। আপনার বাগানের নয়নতারা ফুল দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53