গভীরভাবে শোকাহত আমার বাংলা ব্লগ পরিবার
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আশা করছি। আপনারা সকলেই ভালো আছেন তবে বর্তমানে কমিউনিটির যে অবস্থা কারোরই ভালো থাকার কথা নয়। কমিউনিটিতে এখন শোকময় পরিবেশ বিরাজ করছে। বিদায় বিষয়টা আমাদের বরাবরই কাঁদায় এবং বিদায় দিয়ে যায় প্রচুর ব্যথা। আসলে কেউ সাধারণত এই পৃথিবী থেকে যেতে চায় না কিন্তু সৃষ্টিকর্তার এই নিয়মকে কেউ ভঙ্গ করতে পারে না। কেউ আগে চলে যায় কিংবা পরে কিন্তু কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো অস্বাভাবিক হয়ে থাকে হঠাৎ করেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়।
আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কমিউনিটির ফাউন্ডার প্রিয় দাদার কাছের মানুষ হারিয়েছেন। বাবা নামক সেই মাথার উপরের ছাতাটিও তিনি হারিয়ে ফেলেছেন গতকাল। মানুষের জীবনে বাবা থাকাটাই সবথেকে বড় বিষয়। এই বিষয়টি সাধারণ কোন মানুষেরা বুঝতে পারবে না শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যাদের মাথার উপর থেকে বাবা নামক নামটি চির বিদায় নিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে দাদার বাবার অসুস্থতার কথা কখনোই আমরা শুনিনি। তিনি মোটামুটি ভালোই ছিলেন। কিন্তু গতকাল দুদিন আগের রাতে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন, তার সুগার লেভেল অনেকটাই কমে গিয়েছিল। দাদারা অনেক টেনশন করছিল। সাথে সাথেই দাদার বাবাকে হাসপাতালে নেওয়া হয়। আমরা মনে করেছিলাম তিনি সকালে মধ্যে সুস্থ হয়ে যাবেন, ঠিক তেমনটাই হয়েছিল। সকালের মধ্যেই শরীরটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই হার্টের অ্যাটাক হয় এবং তখনই সেই অঘটন টা ঘটে যায়।
সকালে মডারেশন প্যানেলে ঢুকেই দাদার মেসেজটি পড়ে অনেক খারাপ লেগেছিল এবং এমন একটি ধাক্কা অনুভব করেছিলাম যেটা হয়তো আগে কখনো অনুধাবন করি নি। দাদার মেসেজগুলো পড়ছিলাম আর বুকের মধ্যে কেমন যেন একটি মচোর দিয়ে উঠল এবং চোখের কোন দিয়ে কেন জানি অঝোর পানি ঝড়তে লাগলো। আসলে এই বিষয়টা শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যাদের এত বড় একটি ক্ষতি হয়েছে। আমরা সকলেই দাদার বাবার আত্মার মাগফিরাত কামনা করব এবং আর সৃষ্টিকর্তার কাছে তার জন্য বেশি বেশি দোয়া করব, তিনি যেন ওপারে অনেক ভালো থাকেন।
গতরাতেও মডারেশন প্যানেলে দাদার সাথে করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আমাদের সাথে শেয়ার করেছিলেন। বলেছিলেন, এই বয়সেও দাদার বাবা সকলের কথা বেশি চিন্তা করেন। আসলে বাবা তো, যারা বাবা হয়েছে শুধুমাত্র তারাই এই বিষয়গুলো অনুধাবন করতে পারবেন। বাবারা যতই সমস্যার মধ্যে থাকুক না কেন সন্তানদের প্রতি তাদের স্নেহ, মায়া, মমতা কখনোই কম হবে না।
বেশ কিছু সময় আগে দাদা কিন্তু পোষ্টের মধ্যে উনার বাবাকে নিয়ে বেশ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা ইতিমধ্যেই জেনেছিলাম তিনি কত মহান এবং উদারতার একটি উদাহরণ ছিলেন। যে মানুষটি নিজের ক্ষতি করেও অন্যের উপকার করে তাকে কি মহান না বলে থাকা যায়, বলুন। সেই বিষয়টি আমরা দাদার পোস্ট থেকেই জেনেছিলাম এবং বর্তমানে এমন মানুষ অনেক কম রয়েছে যারা নিজের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করে এবং অন্যকে সবসময় ভালো রাখার চেষ্টা করেন। এমন মানুষ আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে গেছে এটা মানতেই অনেক কষ্ট হচ্ছে।
আসলে অনেক কিছু লিখতে ইচ্ছা করছিল কিন্তু কেন জানি লিখতে চাচ্ছি তা লিখতে পারছি না। তারপরও সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, ওনার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সৃষ্টিকর্তার কাছে অনেক ভালো থাকেন এই প্রত্যাশাই আমরা সকলে করবো। নিজ নিজ ধর্ম অনুসারে দাদার বাবার জন্য দোয়া করব এবং সৃষ্টিকর্তা যেন দাদা ও দাদার পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধারণ করার এবং শান্ত থাকার ক্ষমতা দান করেন।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: গভীরভাবে শোকাহত আমার বাংলা ব্লগ পরিবার
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
গতকাল আমার বাংলা পরিবারের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন ছিল। দুপুরের দিকে নিউজটি দেখতে পেয়ে অনেক খারাপ লাগলো।দাদা তার নিজের সবচেয়ে কাছের মানুষ হারিয়ে ফেললেন।যতই শান্তনা দেওয়া হোক না কেন যার হারাই সেই আসলে বুঝে আপনজন হারানোর দুঃখ।দাদার বাবার আত্মার শান্তি কামনা করি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, এই ক্ষত পূরন হবার নয়।
দাদার বাবার মৃত্যুর কথাটা আমরা নিজেরাই মেনে নিতে পারিনি, দাদা কিভাবে পারবে মেনে নিতে। বিষয়গুলো ভাবতে সত্যি অনেক কষ্ট লাগতেছে। আসলে যার মাথার উপরের ছাদটা হারিয়েছে সেই বুঝে এটার কষ্ট কতটা বেশি। দাদার বাবার কথাটা শুনে আমার নিজেরও চোখের জল আটকিয়ে রাখতে পারিনি। আপনজন হারানোর কষ্টটা সব থেকে বেশি হয়। আর সে যদি হয় বাবা নামক সেই মানুষটা তাহলে আরও বেশি কষ্ট হবে। কারণ আমরা আমাদের মাথার ছাদটাকেই হারিয়ে ফেলেছি। এটাই কামনা করি যেন দাদার বাবা ওপারে ভালো থাকে।
আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে ভাই।
দাদার বাবা অনেক মহান মানুষ ছিলেন। তাইতো তিনি অন্যের অপরাধ ক্ষমা করে দিতেন। আর সেই মহান মানুষটি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জেনে খুবই খারাপ লেগেছে। দাদার মানসিক অবস্থা বুঝতে পারছি ভাইয়া। এই অবস্থায় নিজেকে সামলানো খুবই কঠিন।
দোয়া করি তিনি যেন ওপারে অনেক ভালো থাকেন।
জীবনের বাস্তব সত্য হচ্ছে মৃত্যু। কোন না কোন ভাবে মৃত্যুর কাছে মানুষ আত্মসমর্পণ করতে হয়। বাবা এক বটবৃক্ষ যার ছায়া সব সময় পাওয়া যায়। এমন বটবৃক্ষকে যে হারায় সে বুঝে হারানোর ব্যথা। দাদা এবং দাদার পরিবারের সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে সেই জন্য দোয়া রইল।
ঠিক বলেছেন ভাই, জীবনের বাস্তব সত্য হচ্ছে মৃত্যু।
ভালো মানুষগুলো পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেয় এবং এটা আরও একবার প্রমাণিত হলো। শুক্রবার জুম্মার নামাজ আদায় করে মোবাইলটা হাতে নিয়ে এই খবরটি পাওয়ার পর,সত্যি বলতে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারণ দাদার মায়ের অসুস্থতার কথা শুনেছিলাম,কিন্তু দাদার বাবার অসুস্থতার কথা কখনোই শুনিনি। এমন হঠাৎ মৃত্যু মেনে নিতে ভীষণ কষ্ট হয়। দোয়া করি উনি যাতে ওপারে খুব ভালো থাকেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
আজকের ব্লগটি পড়ে খুবই মর্মাহত হলাম। প্রিয় দাদার বাবার মৃত্যুর খবর সত্যিই আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। আমরা সবাই জানি, বাবা হচ্ছেন সেই ছাতা যিনি সবসময় আমাদের রক্ষা করেন, আমাদের ভালোবাসা এবং স্নেহে বেঁধে রাখেন। দাদার বাবার মতো একজন মহান মানুষকে হারানো আমাদের সবার জন্য একটি বড় ক্ষতি।
তার আত্মাকে শান্তিতে রাখুন এই প্রার্থনা করি। আমরা সবাই দাদার এবং তার পরিবারের জন্য দোয়া করি, তাদেরকে এই শোক সহ্য করার শক্তি এবং ধৈর্য দান করুন। দাদার বাবার মতো মহান ব্যক্তিত্বের কাজ এবং উদারতা আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
[@redwanhossain]
বাবা রা এমনই হয় ভাই। তারা সবসময় অন্যের কথা বেশি চিন্তা করেন। বাবা হলো একটা বটগাছ। এই বটগাছ যতদিন থাকবে সেই ছায়া টাও থাকবে। এটা বোঝা যায় যখন সেই ছায়া সরে যায় আমাদের জীবন থেকে। ব্যাপার টা কষ্টের কিন্তু বিদায় টা মেনে নিতে হয় আমাদের।
মৃত্যু জীবনে চিরন্তন সত্য। আমরা মেনে নিতে না পারলেও এর অন্যথা হয় না। আর বাবা চলে যাওয়া মানে ছাতা চলে যাওয়া৷ ছাতা না থাকা মানুষগুলিই জানে ছাতার কতো প্রয়োজন জীবনে।
হঠাৎ এমন একটা খবরে নড়ে গিয়েছিলাম। স্বপ্নেও বার বার এর ওর মৃত্যু দেখছি৷
আসলে মৃত্যু এমন একটা ঘটনক যার কোন রিপ্লেসমেন্ট নেই, রিপেয়ারও করা যায় না৷
দাদা পরিবার সমেত সামলে উঠুন এই ভাঙন।