শুভ জন্মদিন ♥ আমার বাংলা ব্লগ ♥

in আমার বাংলা ব্লগ11 days ago
শুভ জন্মদিন ♥ আমার বাংলা ব্লগ ♥

birthday-1.png

আমার বাংলা ব্লক শুধু মাত্র একটি কমিউনিটি নয় বরং এটি একটি বড় পরিবারে রূপান্তরিত হয়েছে। এ পরিবারের সকল মানুষ একে অপরের পরিপূরক হয়ে উঠছে। আজ ১১ই জুন, আমার বাংলা ব্লগ কমিউনিটির জম্নদিন। আজ থেকে তিন বছর আগে এই কমিউনিটির যাত্রা শুরু হয়। এই যাত্রা শুরু হয় কিছু স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন গুলো একটু একটু করে পূরন করে আমার বাংলা ব্লগ একটি পরিপূর্ন কমিউনিটি হয়ে উঠেছে।

এই আমার বাংলা ব্লগকে ঘিরে রয়েছে অনেক আবেগ, স্মৃতি এবং ভালোবাসা। যেসব ভালবাসাগুলোই আজ একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার বাংলা ব্লগ কমিউনিটি যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করি এবং প্রায় শুরু থেকেই এই কমিউনিটির সাথে রয়েছি অক্লান্ত পরিশ্রম করে কমিউনিটির জন্য কাজ করে গেছি এবং কমিউনিটিও আমার জন্য যা করেছে সেই ঋণ কখনো শোধ করার মত নয়। এক সময় আমি ভেবেছিলাম আমার দ্বারা হয়তো কোন কিছু করা সম্ভব নয় কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির বদৌলতে আমি আলহামদুলিল্লাহ একটি ভালো পর্যায়ে বর্তমানে রয়েছি।

3.1-1.png

এইতো আজ দেখতে দেখতে তিন বছর অতিক্রম হয়ে গেল। এই তিন বছর সময়টা কিভাবে অতিক্রম করে হয়ে গেল সেটা বুঝতেই পারেনি। এতটা আনন্দের মাঝে সময় গুলো কাটিয়েছি। এছাড়াও আমাদের কমিউনিটিতে কোন ধরনের সমস্যা হলেই দুই দাদা বট গাছের মতো আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আমাদেরকে সামলে নিয়েছেন। আমার বাংলা ব্লগ ব্যতীত আর অন্য কোন কমিউনিটি নেই যেখানে এত কিছুর আয়োজন রয়েছে এবং ইউজারদের সাপোর্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমি মনে করি এই কমিউনিটি আমাদের এই প্লাটফর্মের একটি অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটি এই প্লাটফর্মের মধ্যে সেরা হয়ে উঠেছে এবং এর পিছনে সবথেকে বড় অবদান আমাদের বড় দাদার।

বড় দাদার এই ঋণ আমরা কোনদিনও শোধ করতে পারবোনা, কোনভাবেই পারবো না। বড় দাদা আমাদের জন্য সব সময় চিন্তাভাবনা করে গিয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। এমন অনেক দিন ছিল উনার পরিবারের অনেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তারপরও তিনি কিউরেশন বন্ধ করেনি। এমন একটি মানুষকে আমরা পেয়েছি যা আমাদের ভাগ্য বলা চলে। বড় দাদা এমন একটি মানুষ যেকোনো পরিস্থিতিতে শান্ত ভাবে সব ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন এবং এর জন্যই আমাদের এই কমিউনিটি এতটা এগিয়ে গিয়েছে।

এই কমিউনিটিকে প্রাণবন্ত করে তোলার জন্য কত ধরনের ইভেন্ট চালু করা হয়েছে সেগুলো আপনারা অনেক ভালোই জানেন। তার মধ্যে এবিবি ফান, এবিবি কবিতা। এছাড়াও বেস্ট ব্লগার অব দ্য উইক, টুইটার অফ দা উইক, বেস্ট ব্লগার অফ দ্য উইক ফাউন্ডার চয়েস, স্কুলের মত আরো অনেক ইভেন্ট বর্তমানে রয়েছে। এছাড়া যেসব ইউজাররা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাচ্ছে না এটা দেখার জন্য আলাদা একটি টিম গঠন করা হয়েছে। তাহলে চিন্তা করুন আমাদের বড়দাদা আমাদের জন্য কতটা চিন্তাভাবনা করেন। আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি ব্যতীত অন্য আর কোন কমিউনিটি পাওয়া যাবে না এরকম গ্যারান্টেড সাপোর্ট। কারণ এখানে কাজ করলেই আপনি সাপোর্ট পাবেন, এটা নিশ্চিত।

অন্যান্য কমিউনিটিতে বিভিন্ন রিলেটিভ এবং রক্তের সম্পর্কে যারা রয়েছে তাদেরকে বেশি সাপোর্ট দেওয়া হয়। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এবং এই কমিউনিটিতে কাকে কোথায় কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো রিপোর্ট আকারে প্রকাশ করা হয়। এতটা ট্রান্সপারেন্ট রেখেছে আমাদের বড় দাদা। আমি এই কমিউনিটির একটি অংশ হতে পেরে গর্ববোধ করছি। আশা করছি আপনার সকলেই এরকম মনোভাব রাখেন।

3.3-1.png

আজ আমার বাংলা ব্লগ কমিউনিটি শুভ জন্মদিন। এই জন্মদিন ঘিরেই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী একটি মহা উৎসব হবে, এই উৎসবে আপনার সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের এই কমিউনিটির প্রোগ্রামগুলোকে আরো প্রাণবন্ত করে তুলবেন, এটাই প্রত্যাশা করি।

আমার বাংলা ব্লগ মানেই
আবেগের জায়গা,
আমার বাংলা ব্লগ মানেই
স্বপ্ন পূরণ,
আমার বাংলা ব্লগ মানেই
সত্যের পথে এগিয়ে যাওয়া।
জয় হোক আমার বাংলা ব্লগ,
যাত্রা হবে বহুদূর।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: শুভ জন্মদিন ♥ আমার বাংলা ব্লগ ♥

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 11 days ago 

আমার বাংলা ব্লগের জন্মদিনে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলে আমার বাংলা ব্লগের মত এরকম কমিউনিটি আর দ্বিতীয়টি নেই ।যেখানে আমাদের সবার কথা চিন্তা করে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে ।সত্যি আমার বাংলা ব্লগ সবার সেরা ।শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

 11 days ago 

আজকে আমার বাংলা ব্লগের তৃতীয় বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে আজকের এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ব্লগে আমি যেদিন এসেছি বা যুক্ত হয়েছি সেদিন থেকে আমার একটা ভালোবাসা জন্ম হয়েছে। এখানে বাংলা ভাষায় লেখালেখি করে খুবই ভালো লাগে আমার। আমাদের মাঝে এভাবে আমার বাংলা ব্লগ এ কমিউনিটি আরো বড় হোক এর বিস্তৃত আরো বেশি ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ ভাইয়া আজকের এই শুভ দিনে শুভ জন্মদিন বার্তা দিয়ে আমার বাংলা ব্লগ এই কমিউনিটিকে ঘিরে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া আপনি। আসলেই এই কমিউনিটির মতো আর কোন কমিউনিটি বা প্ল্যাটফর্ম নেই। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে দাদার। এখানে সবাই সবার আপন প্রিয় খুব কাছের খুব চেনা একটা পরিবার। আমি চাই এভাবে অনেক জন্মদিন পালন করি আমার বাংলা ব্লগের। বিশেষ করে আমরা যে আমাদের মাতৃভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারছি এটাই অনেক । ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

সত্যিই দাদার ঋণ আমরা কোনদিনও শোধ করতে পারবো না। এই কমিউনিটির সাথে আমার জার্নিও প্রায় তিন বছরের কাছাকাছি। আমাদের এই কমিউনিটি আমাদের আবেগের জায়গা। এখানে আমরা সবাই একটা পরিবারের মত। আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া।

 11 days ago 

আমরা আসলেই খুব লাকী যে, বড় দাদার মতো এমন একজন অভিভাবক পেয়েছি। কারণ দাদা আমাদেরকে নিয়ে সবসময়ই ভাবেন। ইউজারদের বাড়তি ইনকামের জন্য দাদা দারুণ সব ইনিশিয়েটিভ চালু করেছে। তাছাড়া আমাদের কমিউনিটিতে কোনো স্বজনপ্রীতি চলে না। সবাই কমবেশি সাপোর্ট সবসময়ই পেয়ে থাকে। আমাদের কমিউনিটি এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে, সেই কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53