স্বরচিত কবিতা || শুধু তোমাকে চাই 💖
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ বেশ কিছুদিন পর একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতাটি অনেকটাই রোমান্টিক এবং হাস্যকর!! হাস্যকর কেন বললাম সেটি কবিতাটি পড়লেই আপনারা বুঝতে পারবেন। মনের মধ্যে কিছু আবেগ রয়েছে, সেগুলো কবিতার মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানিনা কেমন লাগবে। যদিও আমি ভালো লিখতে পারিনা। তারপরও আজ অনেকদিন পর একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করছি কবিতাটি পড়ে আপনারা মজা পাবেন। তবে চলুন কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসা যাক।
সুখে দুঃখে সব সময়
শুধু তোমাকে চাই,
রাতের মিস্টি চাদের জোসনায়
শুধু তোমাকে চাই।
তোমাকে নিয়ে যেতে চাই
সমুদ্র সৈকতে,
সমুদ্রের প্রতিটা ঢেউ খেলানো
মূহুর্ত গুলো উপভোগ করতে চাই,
শুধু তোমায় নিয়ে।
তোমাকে চাই আমি সব সময়,
তোমায় নিয়ে কত স্বপ্ন,
বুঝতে কি পারো না-কো!
তুমি আমার স্বপ্ন, তুমি ভালোবাসা
তোমায় নিয়ে দেখি কত স্বপ্ন আর আশা।
তুমি আমার টুম্পা মনি
তুমিই ভালোবাসা,
তোমায় নিয়ে পালাবো আমি
এটাই আমার আশা।
জীবনে আর চাই না কিছু
যদি তুমি থাকো,
বাঁচতে চাই তোমাকে নিয়ে
যদি পাশে থাকো।
তোমাকে চাই সারা জীবন
আমার বুকের মাঝে,
তোমায় নিয়ে বাঁচতে চাই,
এই পৃথিবীতে।।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: স্বরচিত কবিতার নাম "শুধু তোমাকে চাই"✨
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
হিহিহি, 😃এখানে ও টুম্পা? কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া।ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা। প্রতিটি লাইন দারুন হয়েছে।ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখ অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতাটিতে ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই টুম্পা মনির কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
টুম্পা তো সব খানেই আছে, হাহাহা।
ভাইয়া 😂 কবিতার মধ্যেও টুম্পা? তবে টুম্পা ভাবিকে নিয়ে পালালে চলবে না। আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার সামনে বিয়ে করতে হবে 😂। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। বেশ ভালো কবিতা লিখেন আপনি। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর কবিতা দেখতে পাবো আপনার কাছ থেকে। আপনার জন্য শুভকামনা রইল।
হাহাহা, পালিয়ে বিয়ে করলে খরচ কম। ধন্যবাদ।
আমাদের কমিউনিটির সবচেয়ে আলোচিত নাম হচ্ছে টুম্পা। আর টুম্পা ভাবি পালিয়ে বিয়ে করবে, সেটা কোনমতেই মেনে নেওয়া যায় না ভাইয়া😂।
হাহাহা, সময় কথা বলবে ভাই।
হাহাহা,ভাইয়া ডিপ্লোমেটিক উত্তর দিলেন।
ভাইয়া আপনার কবিতা লেখার ভূমিকা পড়েই কেন যেন মনে হয়েছিল যে কবিতার কোথাও না কোথাও এই টুম্পা চলে এসেছে। হি হি হি। যা ভাবনা তাই দেখলাম। এখানেও টুম্পা। হায়রে সুভাগ্যবতী টুম্পা রানী। একবার পেলে পায়েল ধুলো নিতাম। তা যাই হোক- টুম্পা কে নিয়ে আমার মনের স্বপ্ন গুলো কবিতার মাধ্যমে বেশ সুন্দর আর রোমান্টিক ভাবে প্রকাশ করতে পেরেছেন। কিন্তু হায়! আপনার যে এ অবস্থা সেটা কি সাথী ম্যাডাম জানেন?
হাহাহা,ধন্যবাদ আপনাকে।।।
শুধু তোমাকে চাই কবিতার নাম শুনেই ভালো লাগলো। চমৎকার একটি কবিতা লিখেছেন। মিষ্টি একটা কবিতা লিখেছেন পুরো আবেগ দিয়ে। ভালো লাগলো ভাইয়া কবিতার লাইন গুলো পরে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনাকেও ধন্যবাদ ভাই।
হাহাহা ভালোই লেগেছে ভাইয়া। আমরা সবাই জানি তো যে টুম্পা আপনার মনের মানুষ তাই পালানোর তো কোন দরকার নাই। যাইহোক খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে বেশ ভালই লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সেটা ও ঠিক বলছেন আপু, হাহাহা। ধন্যবাদ আপনাকে।
"শুধু তোমাকে চাই" ভাইয়া আপনার লেখা এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ভালোবাসার প্রিয় মানুষকে প্রতিটি মানুষ সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সবখানেই পেতে চাই। প্রতিটি মানুষের প্রত্যাশা থাকে তার ভালোবাসার মানুষটির জন্য সব সময় এবং সব অবস্থাতেই যেন তার পাশে থাকে। আর ভাইয়া, আপনি যদি টুম্পাকে নিয়ে পালিয়ে যান, তাহলে আমরা ভাবী বলে ডাকবো কাকে। তাই টুম্পাকে বিয়ে করে ঘরে তোলেন, পালিয়ে যাওয়ার প্রয়োজন নাই, এমন আশা পরিত্যাগ করা উচিত,হা হা হা।
ঘরে তো তুতলেই চাই রে ভাই, হাহাহা। ধন্যবাদ আপনাকে।।
খুবই চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা তোমার কাছে প্রত্যাশা করছি। ♥♥
ধন্যবাদ তোমাকে আম্মু।