মহাউৎসব || আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান- (১ম দিন)

in আমার বাংলা ব্লগ11 days ago
আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান

3_Years_Cover.png

ব্যানার ক্রেডিট @hafizullah ভাই

হ্যালো আমি বাংলা ব্লগ পরিবারস আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গতকাল ১১ই জুন ছিল আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মবার্ষিকী অর্থাৎ আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন। এই জন্মদিন কে ঘিরেই নানান ধরনের আয়োজনে মেটে উঠেছি আমার বাংলা ব্লগ বাসি। প্রতিবছরের ন্যায় এবারও কিন্তু বিশেষ বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। এই আয়োজনের প্রথম দিন আমরা অতিবাহিত করেছি এবং প্রথম দিনেই অনেকটা জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

আমার বাংলা ব্লগ মানেই আনন্দ, আমার বাংলা ব্লগ মানেই স্বপ্ন পূরণ, আমার বাংলা ব্লগ মানেই আত্মবিশ্বাস, আমার বাংলা ব্লগকে ঘিরেই নানান ধরনের আয়োজন। আমার বাংলা ব্লগ কমিউনিটি কে ঘিরেই কিন্তু অনেক ধরনের মিটিং করা হয়েছিল। এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য এবং অনেক অনেক পরিকল্পনার নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমদিন অতিবাহিত হলো। প্রথম দিনেই যে সেগমেন্টগুলো ছিল সেই সেগমেন্টগুলো অনেক চমৎকার ভাবেই কিন্তু উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাতা এবং সহ প্রতিষ্ঠাতার কাছ থেকে পারমিশন নেওয়ার মাধ্যমেই গতকালের অনুষ্ঠান শুরু হয়েছিল। এর পরেই ভার্চুয়াল কেক কাটা হয়েছিল এবং ফিচার ভিডিও যেটা সুমন ভাই তৈরি করেছে সেটা প্রদর্শনী হয়েছিল।

পরবর্তীতে আমার বাংলা ব্লগ কমিউনিটির থিম সং প্লে করা হয় এবং এই থিম সং এর পিছনে আমাদের এডমিন প্যানেল এবং মডারেটেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। তবে সবথেকে বেশি পরিশ্রম করেছে সুমন ভাই। এছাড়াও এই গানটি লিখেছন আমার মা সেলিনা সাথী এবং তিনি এই গানটির সুরকার ছিলেন। এছাড়াও এই গানটির রেকর্ড করার জন্য বেশ কিছু পরিশ্রম আমাকেও করতে হয়েছিল। সব মিলে সকলের প্রচেস্টায় চমৎকার একটি গান আমরা সবাইকে উপহার দিতে পেরেছি এজন্য নিজের কাছে অনেক ভালো লাগছে।

birthday-2.png

পরবর্তীতে সকল এডমিন এবং মডারেটরের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাই নিজেদের কথাগুলো সবার সামনে উপস্থাপন করেন। আসলে আমিও কিছু কথা উপস্থাপন করতে চেয়েছিলাম। আগে থেকেই অনেক কিছু কথা বলব বলে ভেবে রেখেছিলাম কিন্তু আসলে আবেগের কথাগুলো সব সময় প্রকাশ করতে পারি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তারপর যতটুকু পারি বলার চেষ্টা করেছিলাম। আমাদের দাদার কথার উপর ভিত্তি করেই কিছু কিছু ইউজারদের ভিডিও বার্তা সংগ্রহ করে সেটা নিয়ে আরো একটি ভিডিও তৈরি করেছিলাম। সেটা সবার বক্তব্যের পরে উপস্থাপন করা হয়েছিল। তবে এই কাজটি খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছিল, অনেকটা কম সময়ের মধ্যেই যতটুকু পারি আউটপুট দেওয়ার চেষ্টা করেছিলাম।

পরবর্তীতে আমার বাংলা ব্লগ কমিউনিটির সিলেক্টিভ ১৫ জনদের কাছ থেকে বক্তব্য শুনি। প্রত্যেকটি ইউজারই তাদের মনের কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন এবং আমরা বুঝতে পারি তারা সকলেই আমার বাংলা ব্লগ পরিবারকে কতটা ভালোবাসে এবং এই পরিবারের প্রতি কতটা আবেগপ্রবন। তবে হ্যাংআউট চলাকালীন অবস্থাতেই প্রচুর গিভাওয়ে করা হয় এবং প্রচুর ইউজার সেই গিভাওয়ে তে অংশগ্রহণ করেছিলেন। আমার বাংলা ব্লগ ভার্চুয়ালি যতটুকু সম্ভব সবাইকে আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করে এবং এই বিষয়টি তাদেরই জ্বলন্ত প্রমাণ।

সর্বশেষে কুইজ সেগমেন্ট রাখা হয়েছিল। এখানে এডমিন মডারেটরের কাছ থেকে ৯ টি প্রশ্ন করা হয়েছিল এবং দাদার কাছ থেকে আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল. এই সেগমেন্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারই অনেক পছন্দ করে। কুইজ খেলা শেষে আরো গিভাওয়ের আয়োজন করা হয় এবং এর মধ্য দিয়েই প্রথম দিনের মহা উৎসব শেষ হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি ব্যতিক্রমধর্মী কমিউনিটি। এই কমিউনিটির শুরু থেকেই ইউজারদের জন্য অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে আসছে, যাতে করে ইজাররা আনন্দের সাথে এই প্লাটফর্মে কাজ করে যেতে পারেন।

3.3-1.png

প্রথম দিনে সময় একটু বেশি লাগলেও এনজয় অনেক বেশি করেছি। সময়টা কোন দিক দিয়ে অতিবাহিত হয়েছে সেই বিষয়টি টেরি পাইনি। তবে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখাশোনা করছিলাম তাই আমাকে এই তিন সাড়ে তিন ঘণ্টা সম্পূর্ণটাই অ্যালার্ট থাকতে হয়েছিল। যা একটু কষ্টকর বিষয় হলেও এর মধ্যে অনেকটাই আনন্দ খুঁজে পেয়েছে। সব মিলিয়ে আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষের প্রথম দিন অনেক ধুমধাম ভাবেই উদযাপন হয়ে গেল। আশা করছি পরবর্তী দুইদিনও আরো বেশি ইনজয় করব এবং সর্বশেষ দিনে কিন্তু ডিজে সিয়াম আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে অপেক্ষা করছে, আপনারা প্রস্তুত তো?


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: মহাউৎসব || আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান- (১ম দিন)

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 10 days ago 

প্রথম দিনের উৎসবটা খুবই ভালো লেগেছিল আমার কাছে। অনেক সুন্দর ভাবে সাজানো বোঝানো একটা অনুষ্ঠান আমরা সকলে কালকে রাতে আমরা পালন করেছি। পরবর্তী সময়ে আমরা সকলে যুক্ত হয়ে এই কমিউনিটির সকল বিষয়গুলোকে আরো সুন্দর করে তুলবো।

 10 days ago 

ঠিক একইভাবে তিন ঘন্টা সময় আমি যে কিভাবে পার করেছি বুঝতেই পারিনি পুরোটা সময় এনজয় করেছি। আশা করি আজকেও একই ভাবে সময়টা উপভোগ করতে পারবো সবাই মিলে।

 10 days ago 

তৃতীয় বর্ষপূর্তির প্রথম দিনের অনুষ্ঠানটি দারুণ কেটেছে আমাদের সকলের।এইবারের আয়োজন একেবারেই ভিন্ন ধরনের ছিল।আর বেশি ভালো লেগেছে সবথেকে যে,আমি নিজের অনুভূতিও তুলে ধরতে পেরেছি এই অনুষ্ঠানে।সুন্দর উপস্থাপন করেছেন প্রথম দিনের অনুভূতিগুলি।ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

ভাই গতকাল রাতে সাড়ে তিন ঘন্টা কিভাবে অতিবাহিত হয়ে গিয়েছে, সেটা আসলেই টেরই পাইনি। এককথায় বেশ উপভোগ করেছি পুরোটা সময়। পুরো অনুষ্ঠানকে জমজমাট করতে আপনারা প্রচুর পরিশ্রম করেছেন এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে। বাকি ২ দিন তো আরও বেশি মজা করবো। তাছাড়া স্পেশাল সেগমেন্ট ডিজে পার্টি তো রয়েছেই। অধীর আগ্রহে অপেক্ষা করছি বাকি ২ দিনের অনুষ্ঠানের জন্য। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

বর্ষপূর্তি উপলক্ষে সত্যি অনেক সুন্দর সময় কেটেছে। আর সবাই মিলে একসাথে ভার্চুয়ালি কেক কাটা, থিম সং শোনা, আর ভিডিও দেখা সব কিছু মিলে দারুন ছিল মুহূর্তগুলো। ভাইয়া আপনি অনেক সুন্দর করে প্রতিটি মুহূর্ত আবারো আপনার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে নতুন নতুন আয়োজন। গতকাল থিম সংটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন বেশ ভালো জমে গেছে ভাই। গতকাল আমরা সকলেই মিলে ভীষণ আনন্দ উপভোগ করেছি। গতকাল সময়টা খুব দ্রুত চলে গিয়েছে বুঝতেই পারিনি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54