টার্গেট ডিসেম্বর সিজন ৪ || ৫০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ2 months ago

Monotone Assignment Presentation_20240426_052416_0000.png


হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পাওয়ার আপ মানেই হলো নিজের সক্ষমতা বৃদ্ধি এবং এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অনেকেই প্রতিনিয়ত কিছু কিছু করে নিজের পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করছি। সেই উদ্যোগকে সামনে রেখেই আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।

টার্গেট ডিসেম্বরের নতুন সিজন চলে এসেছে। এ সিজনে আমার লক্ষ্যমাত্রা ৩৫০০০ স্টিম পাওয়ার রাখলাম। আশা করছি প্রতিনিয়ত অল্প অল্প করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে টার্গেট ছাড়া কোন কিছুই এচিভ করা সম্ভব নয়। তাই টার্গেট নিয়ে কোন কিছুতে আগালে সেই টার্গেটে পুরন না হলেও সেই টার্গেটের কাছাকাছি অব্দি যাওয়া যায়, এই বিষয়টা আমি বিশ্বাস করি। আজ ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। ৫০ স্টিম পাওয়ার আপের বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হল।

siam,.png

পূর্বের এস পি২৪৪৯১
পাওয়ার আপ৫০ এস পি
বর্তমান এস পি২৪৫৪১

siam,.png

পাওয়ার আপ


  • পাওয়ার আপের আগে ২৪৪৯১ স্টিম পাওয়ার ছিলো।

Screenshot_20240426_055430.jpg


  • আরো ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।

Screenshot_20240426_055452.jpg


  • পাওয়ার আপের পর মোট স্টিম পাওয়ার ২৪৫৪১ SP

Screenshot_20240426_055506.jpg


#abb-powerup #targetdecember #welovepowerups


photo_2021-06-30_13-14-56.jpg



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: পাওয়ার আপ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  
 2 months ago 

ভাইয়া আপনার পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত স্টিম পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত ৩৫ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছাতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 months ago 

আশা করছি সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো

 2 months ago 

৩৫০০০ হাজার স্টিম পাওয়া আপ এর লক্ষণ নিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আজকে আপনি আবারো পাওয়ার আপ পোস্ট করলেন। এভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

 2 months ago 

তাই যেন হয় ভাই, আমি চেস্টা চালিয়ে যাবো।

 2 months ago 

ভাই আপনি ৩৫ হাজার স্টিম পাওয়ার আপ এর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহে আপনি অনেক বড় বড় এমাউন্ট পাওয়ার আপ করে যাচ্ছেন। এভাবে খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনার জন্য দোয়া রইল।

 2 months ago 

চেস্টা তো চালিয়েই যাচ্ছি, দেখা কি হয়।

 2 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ৫০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। স্টিমেট এই প্লাটফর্মে নিজের অবস্থান শক্ত করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনি খুব দ্রুত ৩৫০০০ স্টিম পাওয়ার পুরন করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই, তাই তো প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেস্টা করছি।

 2 months ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে যেমন খুবই ভালো লেগেছে, তেমনি আপনার পাওয়ার আপ দেখে অনেক বেশি উৎসাহিত হয়েছি। পাওয়ার আপ মানেই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই সিজনে আপনি ৩৫ হাজার স্টিম পাওয়ার পূরণের লক্ষ্য নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে ভাইয়া। প্রতিনিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করলে আশা করছি খুব তাড়াতাড়ি আপনি ৩৫ হাজার স্টিম পাওয়ার পূরণ করে নিতে পারবেন।

 2 months ago 

আমাদের সকলের উচিত প্রতিনিয়ত পাওয়ার আপ করা।

 2 months ago 

আমাদের সকলেরই উচিত টার্গেট অনুযায়ী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।কেননা লক্ষ্য ছাড়া সফলতা মেলানো মুশকিল।আপনার এইবারের লক্ষ্য আপনি নির্ধারণ করেছেন 35000 স্টিম পাওয়ার।সেই লক্ষ্য কে পুঁজি করে আজকে আপনি 50 স্টিম পাওয়ার আপ করেছেন।আপনার জন্যে শুভ কামনা রইলো ভাইয়া যেনো আপনার লক্ষ্যে আপনি পৌছাতে পারেন।

 2 months ago 

আশা করছি সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

৩৫০০০ হাজার স্টিম পাওয়ারের লক্ষ্য মাত্রা নিয়ে আপনি কিন্তু প্রতি সপ্তাহেই ৫০স্টিম করে পাওয়ার আপ করে যাচ্ছেন। যা কিনা আপনাকে অনেক তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। আশা করি আপনি এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 months ago 

জি আপু, যখন যতটুকু পারছি পাওয়ার আপ করার চেস্টা করছি।

 2 months ago 

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আর এই জন্য আমাদের প্রতিনিয়তই পাওয়ার আপ করে যেতে হবে। আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই আমরা পারবো নিজের একাউন্টের স্থান আরো অনেক বেশি শক্ত করতে, এমনকি নিজের কাঙ্খিত লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছাতে। আপনি আজকেও 50 স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন, ৩৫ হাজার স্টিম পাওয়ার পূরণ করার জন্য। এটা দেখে ভালো লেগেছে, আবার উৎসাহিত হয়েছি। এভাবেই এগিয়ে যেতে থাকুন। দোয়া করি ভাই, যেন তাড়াতাড়ি ৩৫ হাজার স্টিম পাওয়ার পূরণ করতে পারেন।

 2 months ago 

চেস্টা চালিয়ে যাচ্ছি ভাই।

 2 months ago 

আসলেই আমিও সেটাই মনে করি টার্গেট ছাড়া কোন কিছু আসলে এচিড করা যায় না। কোন কিছু অ্যাচিভ করতে হলে আমাদের আগে থেকেই নির্দিষ্ট একটা লক্ষ্য রাখতে হবে। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থানটা অনেকটাই শক্ত করে নিয়েছেন, আমি মনে করি আপনি যদি আপনার এই ধারাবাহিকতা প্রতি সপ্তাহে অব্যাহত রাখেন তাহলে খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার পাওয়ার আপ করতে ভালোবাসেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগে। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। দিন শেষে পাওয়ার ছাড়া মূল্যহীন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65342.69
ETH 3543.20
USDT 1.00
SBD 2.39