গরমে অতিষ্ঠ জীবন 🔥

in আমার বাংলা ব্লগ2 months ago
গরমে অতিষ্ঠ জীবন 🔥

summer-7434392_1280.png

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত কয়েকদিন থেকে ভালোই গরম পড়েছিল। সপ্তাখানেক আগেও বেশ ঠান্ডা পরিবেশ বিরাজ করছিল এবং গত ২-৩ দিন আগেও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছিল। তবে নীলফামারী এলাকায় মেঘলা আকাশ ছিল। বৃষ্টি হয়নি বরঞ্চ আরো ভেবসা গরম করতে শুরু হয়। গতকাল ঢাকায় আসার পর থেকে ওর ঢাকায়ও প্রচন্ড গরম অনুভব করছি, অপর দিকে তো লোডশেডিং চলছে।

ইদানিং কেন জানি গরমটা একটু বেশি অনুভব করছি। আগের তুলনায় একটু বেশি মোটা হয়ে গেছি এর জন্যই হয়তো গরম সহ্য করতে পারছি না। এতটাই গরম লাগছে দিনে ৪-৫ বার গোসল করতে হচ্ছে। এছাড়াও আমি একটু টেনশন এর মধ্যে আছি আশা করা যায় খুব দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে। গতকাল এতটা জার্নি হয়েছে যার কারণে শরীরটাও একটু অসুস্থ অনুভব করছি। আজকে সারাদিন প্রায় শুয়ে ছিলাম এখন পর্যন্ত কোন কাজ করতে পারিনি। অনেকটা জ্বর চলে এসেছিল। যদিও ওষুধ সেবন করেছি আশা করা যায় খুব দ্রুত সুস্থ হয়ে যাব। আবার আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আগামীকাল নতুন সেমিস্টার এ ক্লাস শুরু হবে।

মাঝে মাঝে নিজেকে বড় একা এবং অসহায় মনে হয় এবং মনে হয় আমি হয়তো এখন পর্যন্ত ভালো কিছু করতে পারিনি। তবে ছোটখাটো যে সব ভুল করেছি সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত। জীবনের ছোট সিদ্ধান্তগুলো একপর্যায়ে গিয়ে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং সেই সমস্যার শিকার বর্তমানে আমি হয়েছি। আশা করা যায় খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারবো। যাইহোক এসব বিষয় আর কথা না বলি। বর্তমানে যে গরমের অবস্থায় এতে করে পরবর্তী বছর এর থেকে ভয়াবহ গরম এই পৃথিবী বাসি দেখতে পারে। এর বিষয়গুলো এর আগেও কয়েকটা পোস্টে আমি বিস্তারিত বর্ণনা করেছি।

বর্তমানে পৃথিবীর সাউথ পোল এবং নর্থ পোলের বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। পৃথিবীর সব গরম বরফ যদি জলে পরিণত হয় তাহলে পৃথিবীর বহু শহর পানির তলে তলিয়ে যাবে। প্রতিবছর কত বন যে কেটে উজাড় করা হচ্ছে তা আমাদের কল্পনার বাইরে কিন্তু তার বিপরীতে কতগুলো নতুন গাছ আপনার রোপণ করছেন সে বিষয়ে আমরা কেউ ভাবি না বরঞ্চ এই বিষয়ে আমরা সকলেই উদাসীন। আপনারা জেনে অবাক হবেন এই মহাবিশ্বের সবথেকে মূল্যবান বস্তু হচ্ছে গাছ। আপনারা অনেকেই ভাবতে পারেন সোনা রুপা কিংবা হীরা হতে পারে কিন্তু বিজ্ঞানীরা এইটাও প্রমাণ করেছেন।

campfire-8084064_1920.jpg

Source

এমন অনেক গ্রহ এবং উপগ্রহ খুঁজে পাওয়া গেছে যে সবটাই হীরা কিংবা সোনা দ্বারা তৈরি কিংবা অন্যান্য মূল্যবান বস্তু দ্বারা তৈরি কিন্তু বিজ্ঞানীরা লাখো কোটিবার খোঁজার পরেও এমন কোন গ্রহ সন্ধান পায়নি যেই গ্রহে কোন জীবিত কাজ রয়েছে। সে হিসাবে এই মহাবিশ্বের এখন পর্যন্ত আবিষ্কৃত একমাত্র গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। যে পৃথিবীতে গাছের অস্তিত্ব রয়েছে। সেই হিসেবে আমরা বলতেই পারি মহাবিশ্বের সবথেকে মূল্যবান বস্তু হচ্ছে গাছ কারণ এই গাছের কারণেই আমরা বেঁচে আছি। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী বেঁচে আছে। গাছ না থাকলে আমাদের অবস্থাও হয়তো অন্যান্য গ্রহের মত হয়ে যাবে। তাই আমরা গাছের বিষয়টাকে একটু সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি সকলেই গাছ লাগাতে পারি সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্য কিছুটা হলেও রক্ষা পেতে পারে।

আর যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব বেশি দূরে নয় পৃথিবীর অবস্থা ও অন্যান্য গ্রহের মত হয়ে যেতে শুরু করবে। এখনই যা গরম পড়া শুরু করেছে তা আমাদের সহ্য হচ্ছে না তাহলে আজ থেকে ১০ বছর পরে পৃথিবীর অবস্থা কি রকম হবে একটু নিজেরাই কল্পনা করে দেখুন। এমত অবস্থায় সবাই সাবধানে থাকবেন। বর্তমানে বিভিন্ন ধরনের রোগ বালাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। একটু সতর্কতার কারণে হয়তো আপনি বিভিন্ন রোগ বা জ্বর সর্দি থেকে আপনি রেহাই পেতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

1000023390.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: গরমে অতিষ্ঠ জীবন 🔥

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 months ago 

কয়েকদিন বৃষ্টির কারণে আবহাওয়া শীতল ছিল। এরপর আবারো আগের চেয়ে বেশি গরম পড়তে শুরু করেছে। ভাইয়া আপনি অসুস্থ হয়ে পড়েছেন শুনে খুবই খারাপ লাগছে। আপনার সুস্থতা কামনা করছি।

 2 months ago 

ধন্যবাদ ভাই।

 2 months ago 

ভাই গরমের কথা আর বইলেন না। ২/৩ দিন ধরে যে কি গরম পড়েছে, কোথাও গিয়ে শান্তি পাই না। আমার মনে হয় এই বছর চৈত্র মাসেও এমন গরম পড়েনি। সামনে যে কি হবে সেটাই ভাবছি। এখন আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এখনই গরম সহ্য হচ্ছে না তাহলে একটু কল্পনা করে দেখুন আসছে গরমে আমাদের কি অবস্থা হবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35