~"|| সরে যাওয়া মানেই প্রস্থান নয় ||"~ (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
১৫ জৈষ্ঠ্য , ১৪২৯ খ্রিষ্টাব্দ
২৯ মে,২০২২সাল
কীর্তিমানের মৃত্যু নেই ।
হ্যালো
কিছুকিছু জিনিসের কখনো সমাপ্তি হয় না
ছোট্ট এই জীবনে আমাদের কত রকমের ব্যস্ততা। আমরা যেন ছোট্ট এই জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অনন্তকালের জীবন আছে সেটাকে প্রায় ভুলেই গেছি। আমরা এই ছোট্ট জীবন কে গতিশীল করার জন্য কত অপকর্ম পাপ কাজ করতে দ্বিধাবোধ করিনা। আমাদের জীবনকে আমরা যেন দিনকে দিন বিপদগ্রস্ত এবং জটিল করে তুলছি। অথচ জীবন কত সহজ জীবনকে কত সুন্দর ভাবে এগিয়ে নেওয়া যায় চাইলে কিন্তু আমরা কখনো সেটা করতে চেষ্টা করি না। আমরা সব সময় মনে হয় জটিল এই জীবনকে বেছে নিতে পছন্দ করি।
আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমরা সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং এই ভালো থাকার অর্থ মনে করি শুধুই ভোগ এবং বিলাসিতা। আসলে এই দুইটা জিনিস কি আমাদেরকে ভালো রাখতে পারে? ভালো থাকতে হলে প্রয়োজন সবথেকে বেশি সেটা হলো মানুষের ভালোবাসা এবং ভালো কাজের মধ্যে থাকা। আমার কাছে একটি পরিপূর্ণ জীবন মনে হয় সেটাই যে জীবনে মানুষের ভালবাসার অধিকার পাওয়া যায় এবং মানুষের ভালো কাজের সাক্ষী হয়ে থাকা যায় এমন জীবন আমার কাছে একটি পরিপূর্ণ জীবন বলে মনে হয়। তবে আরেকটি কথা আমরা আমাদের জীবনকে যত সেক্রিফাইস করে এগিয়ে নিতে পারব ততটা সুখে থাকতে পারবে বলে আমি মনে করি। আরো একভাবে সুখে থাকা যায় তাহলে দুনিয়ার বুকে ভালো কর্মের মাধ্যমে।
বাংলায় একটা কথা আছে যে কীর্তিমানের মৃত্যু নেই। এই কথাটি আমার হৃদয়ে ধারণ করেছে। কেননা সত্যিই কীর্তিমানের মৃত্যু নেই যারা দুনিয়ার বুকে ভালো কিছু করে যেতে পারে তাদের কোন মৃত্যু নেই। ধরা যাক কোন একজন ভালো লেখক খুব সুন্দর একটি বই লিখে ভিলেন এই দুনিয়াতে। কিন্তু তার এই বইটি প্রকাশিত হওয়ার পর যদি সে মৃত্যুবরণ করে তার এই বইয়ের তো আর মৃত্যু হবে না। মোটিভেশনাল টাইপ একটি বই যদি হয় সেই বইটি এবং এই বইটি পরিধি হাজারো মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। তাহলে হাজারো মানুষ এগিয়ে যাবার যে পথ দেখানো পথিক তিনি হয়ে গেলেন আর এভাবে সে তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সারা জীবন ধরে।
বন্ধুরা এজন্যই আমরা চেষ্টা করব যথাসম্ভব যতটা পারি নিজ অবস্থান থেকে ভালো ভালো কিছু কাজ করার। তাতে দেখা যাবে ভালো কাজের মাধ্যমে আমরা আমৃত্যু হয়ে থাকতে পেরে এই পৃথিবীতে। চেষ্টা করব সব সময় এমন কোনো ভালো কাজ কেন করে দিতে পারি এই পৃথিবীর বুকে যে কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারবো ততদিন পৃথিবীর বুকে যতদিন। সত্যি কথা বলতে কি একটি ভালো কাজে পারে আমাদেরকে চিরঞ্জিত করে রাখতে একটি ভালো কাজে পারে আমাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অনুগ্রহ পূর্বক আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
খুব ভালো লিখেছেন একদম বাস্তব সম্মত। মানুষ মরে গেলেও বেঁচে থাকে তার কর্ম। পৃথিবীতে যে ভাল কাজ করে যাবে তাকে সবাই সম্মানের সাথে স্মরণ করবে। আর যারা খারাপ কাজ করবে তারা মারা যাওয়ার পরেও মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। ধন্যবাদ এই কথা গুলো গুছিয়ে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল ভাইয়া।
আসলে মানুষ তার মহৎ কর্মের মাধ্যমে বেঁচে থাকে তাকে যুগ যুগ ধরে স্মরণ করে তার কর্মের মাধ্যমে। এত অসাধারণ পোস্ট দেখে সত্যিই খুব ভাল লাগলো। এত অসাধারন লেখনি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।