The Diary Game//Betterlife//A Beautiful day -18-6-2024

in Steem For Bangladeshlast month

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আমি @alomgir121প্রথমেই সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । বন্ধুরা আজকে আপনাদেরকে আমার সারাদিন কেমন কেটেছে, সেই ব্লগ শেয়ার করব। আশাকরি শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
প্রিয় বন্ধুরা, আজকে হোচ্ছে ঈদের দ্বিতীয় দিন।সকাল বেলায় ঘুম থেকে উঠে, প্রথমে ইস্টিমেট নোটিফিকেশন চেক করলাম। তারপরে বিছানা থেকে উঠে ব্রাশ করতে গেলাম,ব্রাশ করে ফ্রেশ হয়ে।নাস্তা সেরে নিলাম
IMG_20240618_091927.jpgনাস্তা তে নুডুলস, সেমাই, পিঠা, ও আঙ্গুর ফল, মালটা, আপেল,ইত্যাদি খেলাম। তারপরে বন্ধুদের সাথে, ঘুরতে যাওয়ার প্লান করলাম।তো আজকে আমরা, গন্তব্য ঠিক করলাম, আমাদের এই দিকের বিখ্যাত বালিশ মিষ্টি খেতে যাব।তো যেভাবা সেই কাজ।সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম।
IMG_20240618_162044.jpg
তো আমরা যেখানে যাব তার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার দূরে। তাই আর দেরি না করে সবাই রওনা দিয়ে দিলাম। যেহেতু দূরের রাস্তা।তাই যাদের যাদের মোটরসাইকেলে তেল ভরা দরকার ছিল। তারা তেল পাম্পে গিয়ে তেল ভরে নিলাম।
IMG_20240618_162551.jpgএরপরে আমরা রওনা দিয়ে দিলাম,গন্তব্যের উদ্দেশ্যে। আমরা সব বন্ধুরা মিলে বেশ আনন্দের সাথে,
যেতে শুরু করলাম। গ্রামের রাস্তাটা খুব সুন্দর ছিল
IMG_20240618_173141.jpg

IMG_20240618_173121.jpg

IMG_20240618_164653.jpg
তো বেশ কিছু দুর যাওয়ার পরে আমরা একটা চা ব্রেক নিলাম
IMG_20240618_171230.jpgতারপরে চা খেতে খেতে গল্প করে, আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রায় কাছাকাছি যাওয়ার পরে। একটি বাজার দেখতে পেলাম। সেখানে গিয়ে আমরা একটু ঘুরাঘুরি করলাম।বাজারটা খুব সুন্দর ছিল। অনেক রকম জিনিস নিয়ে বিক্রেতারাও বসেছিল বিক্রি করতে
IMG_20240618_174210.jpg
IMG_20240618_173909.jpgএখানে একটু ঘুরাঘুরি করে আবার আমরা রওনা দিয়ে দিলাম।আমাদের সেই কাঙ্খিত জায়গাতে। আমরা যে বাজারে গেছিলাম। সেখান থেকে ওই জায়গার দ্রুত্ব প্রায় তিন কিলোমিটার। তো আমরা আস্তে আস্তে করে চলে গেলাম সেই জায়গাতে। বিখ্যাত বালিশ মিষ্টি খেতে
IMG_20240618_180021.jpgএটা হলো সেই বিখ্যাত বালিশ মিষ্টি। যার ওজন এক কেজি। মিষ্টি খুবই সুস্বাদু ছিল। আমরা সব ফ্রেন্ডরা মিলে খেয়ে নিলাম। এবং মিষ্টি তারা কিভাবে তৈরি করে। সেগুলো বসে বসে দেখলাম। সত্যি খুব যত্ন সহকারে মিষ্টি গুলো তারা তৈরি করে।
IMG_20240618_180441.jpg
তারপর মিষ্টি খেয়ে পাশেই একটা মাঠ ছিল। সেখানে আমরা বন্ধুরা সবাই একটু রিল্যাক্স করার জন্য ঘুরতে বের হলাম।জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখার মতো সেখানে ফুলের বাগান দেখলাম একটা। তারাএখানে ফুল চাষ করে । ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল
IMG_20240618_181039.jpg

IMG_20240618_181014.jpgসবাই মিলে অনেক মজা এবং আনন্দ উপভোগ করে। আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম।
আজকে এ পর্যন্তই, বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
লেখক @alomgir121

Sort:  

STEEM DREAM TEAM

Your post has been successfully curated by our team via @steemdoctor1 at 30%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high-quality content for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote later this week in our top selection.



sir thank you so much. I will my best try.

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67