Betterlife // The Diarygame 20-06-2024 // A very nice day

in Steem For Bangladeshlast month

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি সারা দিন, কি কি করেছি সেই বিসয়ে একটি ব্লগ শেয়ার করবো।আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।
বন্ধুরা প্রতিদিন এর মতো আমি সকালে ঘুম থেকে উঠে,steemit নোটিফিকেশন চেক করলাম। এরপরে ব্রাশ কোরে সকালে নাস্তা সেরে ফেললাম। নাস্তা শেষে আমাদের জমিতে আজকে তিল কাটা হবে তাই সেগুলো দেখতে গেলাম।
IMG_20240620_093054.jpgকারন সকাল ভোর বেলা তিনজন লোক নেওয়া হয়েছিল, আমাদের তিল গুলো কেটে তোলার জন্য। তো তারা কতটুকু কাজ আগালো সেটা দেখার জন্য গিয়েছিলাম।
IMG_20240620_093549.jpg

IMG_20240620_093515.jpgআমি নয়টা বাজে গিয়ে দেখি, তারা পুরো খেতের তিল গুলো কেটে ফেলেছে। এখন তারা সেগুলো মাথায় কোরে নিয়ে এক যায়গায় সাজাচ্ছে। এর পরে একটি গরুর গাড়ি ঠিক করা হলো।যার মাধ্যমে এই সবগুলো ফসল আমাদের বাড়িতে পৌঁছানো হবে । আমাদের এইদিকে গরুর গাড়ির চলন এখনো রয়ে গেছে। আমাদের এদিকে মাঠ থেকে যত রকমের ফসল বাসায় আনা হয়।
IMG_20240620_093622.jpg

IMG_20240620_093620.jpg

IMG_20240620_093602.jpg
সবাই গরুর গাড়ি বেশি ব্যবহার করে। তো যাই হোক সবাই এরপরে গরুর গাড়িতে ফসলগুলো সুন্দর করে সাজাচ্ছিলো বাড়িতে নিয়ে জাওয়ার জন্য। আর এই ফাকে আমরা এদিক দিয়ে একটু মাঠে ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম।সত্যি বলতে আমাদের মাঠটা খুবই সুন্দর, পরিবেশটা অনেক মনোরম। তো ঘুরতে ঘুরতে সামনে দেখলাম, একটা খেজুর গাছে অনেকগুলো খেজুর ধোরে আছে । দেখতে খুব সুন্দর লাগছিল
IMG_20240620_094332.jpg

IMG_20240620_094049.jpgতারপরে আমরা সেগুলো দেখে গাছের সামনে গেলাম।গিয়ে দেখলাম যে অনেকগুলো খেজুর পেকে গেছে । তারপরে আমরা গাছে উঠলাম, ওঠে বেশি কিছু খেজুর নিলাম। এগুলো বেশ পাকা ছিল এবং খুবই সুমিষ্ট ও সুস্বাদু ছিল।
IMG_20240620_095255.jpg

IMG_20240620_095249.jpg
আপনারা যারা গ্রামের দেশি খেজুর খেয়েছেন অবশ্য তারা এই মজাটা বুঝতে পারবেন। তারপরে আমরা অনেকগুলো খেজুর বাড়ির জন্য নিলাম এবং নিজেরাও খেলাম। তারপরে গ্রামের মাঠে, অনেক কৃষকদের কাজ করা দেখতেছিলাম। এবংকিভাবে কাজ করে এগুলো উপভোগ করতেছিলাম
IMG_20240620_094714.jpg

IMG_20240620_093820.jpgএগুলো দেখেতে দেখতে বাড়ির দিকে ফেরার পথে। খুব খারাপ লেগেছিল একটা জিনিস দেখে। সেটা হচ্ছে কে বা কারা এই মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময়, একটা কাঠবিড়ালি কে মেরে ফেলে। দেখে খুব খারাপ লেগেছিল, আমি এগিয়ে গিয়েছিলাম, যে এটা আহত আছে কিনা, পরে দেখি যে না এটা মারা গিয়েছে।
IMG_20240620_095406.jpgকি সুন্দর একটা কিউট প্রাণী, এটাকে কে বা কারা মেরে ফেলেছে। সত্যি এটা দেখার পরে সারাটা দিন আমার খুব খারাপ কেটেছে। কোন কিছুই আর ভালো লাগেনি। শুধু এটার ছবি চোখে ভাসতে ছিল। এভাবে মন খারাপ নিয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তোই ব্লকটা ছিলো। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
লেখক @alomgir121

Sort:  
 last month 

Hi, Greetings, Good to see you Here:)

@alomgir121 ভাই, আমি আপনাকে বলব আপনি সর্বপ্রথম আপনার Achievement 1 পোস্টটি সঠিক তথ্য দ্বারা ভেরিফাই করুন এবং ভেরিফাইড পোস্ট লিংকটি আপনার পোস্টের নিচে শেয়ার করুন। মনে রাখবেন এই platform এ কাজ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই Achievement 1 পোস্টটি ভেরিফাইড হতে হবে।



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI[ ? ] ( 6.67 % self, 15 upvotes, 10 accounts, last 7d )
Period2024-06-20
ResultNo Club

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67