জাপানিজ ডিজাইনের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে


আশা করি সবাই-ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি একটি জাপানিজ বুকমার্ক ডিজাইন নিয়ে। এই ডিজাইনটি জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডিমন স্লেয়ার থেকে অনুপ্রাণিত। আশা করি আপনাদের এটা ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণতালিকা
কাগজ
কলম
মার্কার
স্কেল
পেন্সিল
ইরেজার
শার্পনার

ধাপসমূহ

ধাপ ১

কার্যপদ্ধতিছবি
প্রথমই আমরা একটি কাগজ নেব। আমি এখানে আমার একটি ডায়রির কাগজ নিয়েছি।IMG_20240705_212126.jpg

ধাপ ২

কার্যপদ্ধতিছবি
এবার সেই কাগজটিকে সমান ৪ ভাগে ভাগ করে নিবোIMG_20240705_212437.jpg

ধাপ ৩

কার্যপদ্ধতিছবি
এবার সেই ভাগ করা অংশগুলোকে কেটে আলাদা করে নিবো।IMG_20240705_215913.jpg

ধাপ ৪

কার্যপদ্ধতিছবি
এবার আমরা সেই অংশগুলোকে স্ট্যাপলার দিয়ে জুড়ে দিবো, আর উপরে মার্কার দিয়ে ডিজাইন করে নিবো।IMG_20240705_213307.jpg

ধাপ ৫

কার্যপদ্ধতিছবি
এবার আমরা একটা জাপানিজ ডিজাইন করে নিবো। এজন্য লাল সূর্য এঁকে এর রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে এমন একটা চিত্র এঁকে নিচ্ছি। ব্যাস! আমাদের বুকমার্ক তৈরি!IMG_20240705_215559.jpg


আশা করি আমার এই ছবিটি আপনাদের ভালো লেগেছে। আমি এই বিষয়ে এখনও অভিজ্ঞ নই, অনিচ্ছাকৃতভাবে কোন ভুল করে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।





আমি অলক রায়। আমি একজন বাংলাদেশী। বর্তমানে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি টুকটাক লেখালেখি করতে বেশ ভালোবাসি। এছাড়া রান্না, গান করা, বই পড়া ও সিনেমা দেখা, ছবি তুলতে ও নিজের বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ঘোরাঘুরি করা আমার অন্যতম প্রিয় একটি কাজ, যখনই সময় পাই আমি বেরিয়ে যাই অজানার উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, তাই কোন কাজ করলে সেখানে নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি। নিজের এই এতো রকম শখ ও আমার অভিজ্ঞতা সবার সাথে ভাগাভগি করতেই আমার স্টিমিট যাত্রা।




VOTE @bangla.witness as witness


OR

SET @rme as your proxy



JOIN WITH US ON OUR DISCORD SERVER



Follow @amarbanglablog for latest updates


যদি আপনাদের আমার পোস্টটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।


💗ধন্যবাদ💗


Sort:  
 last month 

জাপানিজ ডিজাইনের বুকমার্ক তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এই ধরনের বুকমার্ক কখনো তৈরি করা হয়নি। আজকে ইউনিক ধরনের একটি বুকমার্ক ডিজাইন দেখলাম। দারুন হয়েছে।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

বর্তমানে বেশিরভাগ ছেলে মেয়েরাই অ্যানিমে সিরিজ গুলো দেখতে অত্যন্ত পছন্দ করে। আমিও অবশ্য দুই একবার বান্ধবীদের সাথে দেখেছি। অ্যানিমে সিরিজ ডিমন স্লেয়ার থেকে অনুপ্রাণিত হয়ে বেশ নতুনত্ব একটি বুকমার্ক তৈরি করেছেন দেখছি। বেশ ভালো লাগছে দেখতে বুকমার্কটি।

 27 days ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 27 days ago (edited)

শব্দের সংখ্যা খুবই কম। কমপক্ষে ২৫০+শব্দের ব্যবহার করতে হবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23