🖋️🖍️লেভেল ২ হতে আমার অর্জন 📝- By-@alif111 ||♥ [১০% লাজুক খ্যাঁক-কের জন্য]📝

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম/ আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের থেকে।

আমি আমার #abb-level01 এর ভেরিফিকেশন পোস্ট করে #abb-level01 পাশ করেছি। তাই এখন আমি #abb-level02 এর জন্য লিখিত পরীক্ষা দিচ্ছি📝

IMG_20211119_234627.jpg

abb-level02 এর প্রথম ক্লাসে আমি যা শিখলাম👇

IMG_20211119_233613.jpg

প্রথম ক্লাসে key Security নিয়ে খুব সুন্দর ভাবে সুমন ভাই আলোচনা করেছেন।

ভাই কাছে থেকে ৫টি key security সম্পর্কে জানতে পেরেছি।👇

১)post key.
২)active key.
৩)memo key.
৪)owner key.
৫)master key.
👉এই ৫টি security key সম্পর্কে আমি যা শিখতে পেরেছি তা আলোচনা করছি👇

Post key👇

আমি পোস্ট key বলতে যা বুঝতে পেরেছি তা হল পোস্ট করার জন্য পোস্ট key দিয়ে লগইন করতে হয়। কমেন্ট অথবা কমেন্টের উত্তর দিতে হলেও পোস্ট key দিয়ে লগইন করতে হয়।অন্যের পোস্ট রিস্টিম করার জন্য পোস্ট key দিয়ে লগইন করতে হয়। এটা আমি জানতে পেরেছি।

Active key

Active key দিয়ে ট্রানজাকশন করা হয়।আমার একাউন্ট থেকে কাউকে ট্রানস্ফার করতে প্রাইভেট Active key এর ব্যবহার করা হয়, যেমনঃ SBD থেকে Steem এ রূপান্তর করতে এবং Steem থেকে SBD রূপান্তর করতে ও Active key প্রয়োজন হয়। এছাড়াও পাওয়ার আপ করতে এবং পাওয়ার ডাউন দিতে গেলেও অ্যাক্টিভ কী এর প্রয়োজন হয়।ডেলিগেশন করতে এবং ডেলিগেশন ক্যানসেল করতে active key ব্যবহার করা হয়।

Memo key

মেমো কি সম্পর্কে যা বুঝলাম আমি যদি কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে চায় এবং যেটাকে যদি একটা সংকেতে পরিবর্তন করে পাঠায়। তা যদি পরবর্তীতে আমি দেখতে চায় তাহলে এই মেমো কি য়ের দরকার হবে।তখন আমি মেমো কি ব্যবহার করবো। এই মেমো কি য়ের ব্যবহার খুব সীমিত। তাই বিস্তারিত ভাবে আমার জানা ততটা গুরুত্বপূর্ণ নয়।
তবে এটা বুজলাম মেমো কি মুলত ব্যবহার করা হয়
১) এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।ও
২)কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

Owner key

পাসওয়ার্ড পরিবর্তন করতে আমরা owner key ব্যবহার করবো। আর owner key দিয়ে অন্য অন্য key গুলো পরিবর্তন করা যাবে। কিন্তু মাস্টার পাসওয়ার্ড পরিবর্তন করা যায় না।

Master password

সমস্ত কিছু নিয়ন্ত্রন করতে master password এর প্রয়োজন হয়। মাস্টার পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় তাহলে একাউন্টটি হ্যাক করতে পারবে। master পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে।তাই আমাদের master password টি খুবি গুরুত্বপূর্ণ ভাবে নিরাপদে রাখতে হবে।

abb-level02 এর দ্বিতীয় ক্লাসে আমি যা শিখলাম👇

IMG_20211119_233547.jpg

দ্বিতীয় ক্লাসে যে যে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তা হল👇

১) পাওয়ার আপ,
২)ট্রান্সফার,
৩)স্টিম থেকে এসবিডি
৪)এসবিডি থেকে স্টিম কনভার্ট

পাওয়ার আপ করা জরুরী কারণ পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার আপ করলে নিজস্ব শক্তি অর্জ হয়।এই শক্তির মাধ্যমে অন্যকে চাইলে ভোটিং সাপোর্ট দেওয়া যায়। পাওয়ার আপ করলে অন্যনের পোস্টয়ে বেশি কমেন্ট করতে পারব। পাওয়া আপ বেশি করলে বেশি আপভোট দিতে পরবো।

পাওয়া আপ থেকে যদি আমি উইথড্র দেয়,মোট অ্যামাউন্ট আসতে 28 দিন সময় লাগে। প্রতি 7 দিন পর পর চার ভাগে একাউন্টে চলে আসবে।

পাওয়ার আপ কিভাবে করবো👇

আমার ওয়ালেটয়ে গিয়েছি ব্যালেন্সয়ের একটি স্ক্রীনশট নেবো ।

তারপর আমি কত স্টিম পাওয়ার আপ করলাম তার একটি স্ক্রীনশট দেবো।

শেষের ধাপে আরও একটি স্ক্রিনশট দেবো।আমি কতো স্টিম পাওয়ার আপ করেছি তা দেখার জন্য । এভাবে আমি পাওয়ার আপ করবো তিনটি স্ক্রীনশটয়ের মাধ্যমে।

তিনদিন পর ট্রান্সফার ব্যালেন্সে যোগ হয়।সেভিংসয়ে থাকা STEEM অথবা SBD এটা আমি জানতে পারেছি।

abb-level02 এর তৃতীয় ক্লাসে আমি যা শিখলাম👇

IMG_20211119_234303.jpg

ডেলিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি তৃতীয় ক্লাসে।

#Delegation
ডেলিগেশন মানে নিজের পাওয়ার অন্যকে ব্যবহার করতে দেওয়া। আমার পাওয়া যাকে ডেলিগেশন করব সে এই পাওয়ার ব্যবহার করবে। অন্যকে আপভোট এবং ডাউন ভোট দিতে পারবে। আমি এই ডেলিগেশন যেকোন সময় ফিরিয়ে আনতে পারবো,তবে ফিরিয়ে আনার জন্য আমার ৫ দিন অপেক্ষা করতে হবে।

আমি যদি @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করি । কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চায়। তখুন আমার ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমি ৩০০ এস.পি লিখবো।

ডেলিগেশন করলে আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিদিনই পাব। এটি আমার জন্য খুবই ভালো। তাই আমাদের প্রত্যেকেরই এসপি নিজের একাউন্টে না রেখে ডেলিগেশন করাটাই গুরুত্বপূর্ণ এবং ভাল হবে। তাই ডেলিগেশন সম্পর্কে আমি জানতে পেরে আমার খুবই ভালো লাগছে।

@abb-school খোলার মাধ্যমে আমরা স্টিম ব্লগ সম্পর্কে সকল বিষয় গুলো সুন্দর ভাবে জানে পারছি।তাই ধন্যবাদ জানাই @rme দাদাকে আমাদের শেখার জন্য সুন্দর ক্লাসের ব্যবস্থা করেছেন।

💖🌼💖ধন্যবাদ সকল এডমিন ও মডারেটরদের যারা কঠোর পরিশ্রম করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। 🌹🌺🌹

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দর পরীক্ষাটি দিয়েছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সামনের দিনগুলো যেন আরো ভাল করেন সেই আশায় রইলাম।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

খুবই সুন্দর একটি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবো। আপনি এই ক্লাসের মাধ্যমে যা শিখেছেন তা আপনার পোস্টে সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। আশা করি এই ক্লাসের মধ্যে দিয়ে আপনি আরো অনেক তথ‍্য সম্পর্কে জানতে পারবেন। শুভকামনা আপনার জন‍্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

লেভেল টু এর জন্য খুবই সুন্দর করে আপনার শিখা বিষয়গুলো উপস্থাপন করেছেন। আপনার উপস্থিতিতে বিষয়গুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল ভাই আপনার সামনের পথ চলা অনেক সহজ হোক এই কামনাই করি।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছে যা ভবিষ্যতে আপনার কাজে আসবে। সততার সাথে কাজ করতে থাকুন সফলতা আসবে ইনশাআল্লাহ 💚

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি, প্রশ্ন গুলো ভালো ভাবে পড়েছেন? মেমো কি য়ের কাজ কি লিখলেন? প্রশ্ন পড়ে উত্তর গুলো দিন

 3 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া , আমি পড়ে ঠিক করবো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63315.23
ETH 2545.47
USDT 1.00
SBD 2.67