আমার লেখা কবিতা// শুভ জন্মদিন

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমাদের সবার প্রিয় বড় দাদার জন্মদিন। জন্মদিনে দাদার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন দাদা। আপনার জন্য মনের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করছি। আর এই দিনটি আপনার জীবনে বারবার ফিরে আসুক এই দোয়া করি। পরিবারকে সাথে নিয়ে পরিবারের সকলকে সাথে নিয়ে যেন আপনি সবসময় সুস্থ এবং শান্তিতে থাকতে পারেন এই দোয়া করি। আপনার জীবনটা আলোকিত হোক ভালোবাসায় পরিপূর্ণ হোক এটাই দোয়া করি। আসলে জন্মদিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, এই দিনেই মহান সৃষ্টিকর্তা আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যার কারণে এই দিনটি আপনার কাছেই অনেক গুরুত্বপূর্ণ। তাই মানুষ জন্মগ্রহণ করে, সারা জীবন বেঁচে থাকে না। কিন্তু কর্মের মাধ্যমে সারা জীবন বেঁচে থাকে। আর দাদা তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবে হাজার হাজার বছর ধরে। ভালোবাসা রইল দাদা তোমার প্রতি মনের গভীর থেকে। তাই দাদার জন্মদিনে আমি ভালোবেসে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


couple-8435096_1280.png

Source

“ শুভ জন্মদিন ”
মোঃ আলিফ আহমেদ


শুভ হোক আজকের দিন।
আমাদের প্রিয় দাদার যে আজ জন্মদিন।
দাদার জন্মদিনে কি আর দেবো,
আমি তোমায় উপহার।

ভালোবাসা দিয়েছি তোমার নামে,
গ্রহণ করে নিও শতবার।
তুমি ছিলে হৃদয়ের কোঠায়,
আছো হৃদয়ের মাঝে।

ভালবাসায় পূর্ণ হোক,
তোমার জীবন মাঝে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখি আমরা সবাই মিলে।

স্বপ্নগুলো পূরণ করে দাও,
দাদা তোমার ভালোবাসা দিয়ে।
তোমার জন্য দোয়া রইল,
মনের গভীর থেকে।

জীবন তোমার আলোকিত হোক,
এটাই চাই আমরা সবাই মিলে।
শুভ হোক আজকের দিন,
আমাদের প্রিয় বড় দাদার যে আজ জন্মদিন।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 3 months ago 

GridArt_20241205_203222891.jpg

 3 months ago 

দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর ভাবে লেখা কবিতা আবৃত্তি করে।

 3 months ago 

বাহ্ ভাই দাদার জন্মদিন উপলক্ষে অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো। আসলে ভালোবাসা ব্যতীত দাদার জন্মদিন আমাদের কিছুই আর দেওয়ার নেই। আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমাদের প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কবিতা লিখেছেন। শুভ জন্মদিন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমাদের প্রিয় দাদার জন্মদিন মানেই তো আমাদের কাছে ভিন্ন কিছু। আর আপনি দাদার জন্মদিনে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

 2 months ago 

আমাদের দাদার শুভ জন্মদিন উপলক্ষ্যে অসাধারণ একটা কবিতা লিখে নিয়েছেন আপনি। অনেক সুন্দর ভাবে কবিতার মাধ্যমে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমার তো আপনার কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে পড়তে। আশা করি দাদা পড়লে দাদার কাছেও অনেক ভালো লাগবে। এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। দাদার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখার কারণে বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

অনেক দারুন কবিতা লিখেছেন ভাই। দাদার জন্মদিন উপলক্ষে আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন ছন্দের সাথে মিলিয়ে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62