🖼️ছুটির দিনে পার্কে ভ্রমণের সুন্দর কিছু ফটোগ্রাফি🖼️ //@alif111// [১০% লাজুক খ্যাঁকের এর জন্য]

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

  • হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমি@alif111, আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম সিরাজগঞ্জ (রাসেল পার্কে) কাটানো সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। আমরা ঘোরাঘুরি করতে কে না ভালোবাসি,ছোট বড় সবাই ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসে।আর দিনটা যদি হয় ছুটির দিন তাহলে তো ঘোরাঘুরি করার আনন্দটাই অন্যরকম হয়। বেশ কয়েকদিন হলো ঘুরতে যাওয়া হয় না। তাই আমরা বন্ধু মিলে রাসেল পার্কে ঘুরতে গেলাম। এই ছুটির দিনে রাসেল পার্কে ভ্রমণ করার অনুভূতি এবং রাসেল পার্কে কি কি রয়েছে তা আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ফটোগ্রাফি🖼️ -১👇
20240226_144831~2.jpg

এই পার্কটির নাম হলো রাসেল পার্ক।এই পার্কটি সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে সময় অতিবাহিত করার জন্য।এই পার্কটি স্থাপিত হয়েছে ৩০ নভেম্বর ১৯৯৯ সালে।

অবস্থান
ফটোগ্রাফি🖼️ -২👇
20240226_145105~2.jpg
20240226_145235~2.jpg
20240226_145437~2.jpg

পার্কে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয়, তাই আমরা টিকিট কেটে পার্কের ভিতর ঢুকলাম।পার্কের ভিতর ঢুকতেই আমার নজরে একটি সুন্দর বিড়াল পরলো। তাই আমি সুন্দর বিড়ালটির ছবি তুললাম।বিড়াল আমার পছন্দের একটি প্রাণী।আমি নিজেও আগে বিড়াল পোষতাম।বিড়ালটিকে দেখে আমার পোষা বিড়ালের কথা মনে পড়ছিল তার নাম ছিল (অগি)।

ফটোগ্রাফি🖼️ -৩👇
20240226_145403~2.jpg
20240226_145615~2.jpg

পার্কের ভেতর ঢুকতেই আমরা একটি (বন মানুষের) মূর্তিকে দেখতে পেলাম, যেখানে বন মানুষটি গিটার বাজাচ্ছে এবং অপরদিকে একটি (সারস পাখির) মূর্তি দেখতে পেলাম যেখানে সারস পাখিটি একটি মাছ ধরেছে।

ফটোগ্রাফি🖼️ -৪👇
20240226_145539~2.jpg

এই ছবিতে আমার পিছনে যে দুটি ছেলেকে দেখছেন এনারাই এই পুরো সুন্দর পার্কটির দেখাশোনা করে থাকেন। একটি পার্ক সুন্দর এবং রুচিশীল তখনি হয় যখন পার্কের সৌন্দর্য বজায় থাকে। আর এই সৌন্দর্য বজায় থাকার পেছনে উনাদের অবদান অনেক, বলে আমি মনে করি।

ফটোগ্রাফি🖼️ -৫👇
20240226_153906~2.jpg
20240226_154017~2.jpg

এরপর আমরা সামনে আগাতেই এই দুটি রাইটস আমাদের চোখের সামনে পড়েছিল। এই রাইটস গুলো হল ছোটদের সবচেয়ে প্রিয় রাইটস। ছোটবেলায় এগুলো অনেক ভালো লাগতো আমার কাছে ।কোথাও মেলা হলে আমি সবার প্রথমে এগুলোতেই উঠতাম ।

স্পেশাল ফটোগ্রাফি🖼️ -৫👇
enhanced-image (7)~3.png

এই ছবিটি তোলা হয়েছে রাসেল পার্কের সব থেকে আকর্ষণীয় রাইটস( নাগরদোলা) থেকে। এই ছবিটির মাধ্যমে পুরো পার্কের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে।আমরা পুরো বিকাল পার্কে ঘোরাঘুরি করলাম এবং অনেক মজা করলাম।এরপর সন্ধ্যা হয়ে আসলো সন্ধ্যার সময় হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি আজকের দিনটি অনেক ভাল ছিলো।পার্কে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। পার্কে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে আমার অনেক ভালো লাগছে।আপনাদের কাছে পার্কের এই ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন।আমাদের সকলকে সিরাজগঞ্জ আসার আমন্ত্রণ রইল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণ🖼️ছুটির দিনে পার্কে ভ্রমণের সুন্দর কিছু ফটোগ্রাফি🖼️
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 5 months ago 

রাসেল পার্কে ভ্রমণের মুহূর্ত অসাধারণ ছিল। আপনি ভ্রমণের মুহূর্ত গুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। একদম পার্কের ভিতরে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত, বিশেষ করে নাগরদোলাতে উঠে পার্কের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47