The Dairy Game | 04-09-2020

in Steem Bangladesh5 years ago

অনেকদিন পর হঠাৎ গতকাল রাতে আব্বুর সাথে কথা কাটাকাটি।
তাই ফজরে নামাজ পড়তে যাওয়ার সময় আর কথা হয়নি আব্বুর সাথে।
যাইহোক নামাজের জন্য মসজিদে ঢুকেই দেখি ছোটভাই রাকিব।
নামাজ শেষে তার সঙ্গে কিছুক্ষণ হাটার জন্য বের হলাম নামাজ পড়েই।
স্টেশন হয়ে, মাঠ হয়ে বাড়ি ফিরতেই দেখা সাগর ভাইয়ের সঙ্গে।
অনেকের চোখে উনি খারাপ মানুষ আর ওনার চোখেও অনেকে ভালো মানুষ না হলেও এই ভাই আমাকে অনেক বেশি সম্মান করে আলহামদুলিল্লাহ।
তার সঙ্গে সকালে দেখা তাই সে নাস্তা না করিয়ে ছাড়বেই নাহ।
বসলাম ছোটভাই রাকিবকে নিয়ে নাস্তা করতে।
তখনই ভাই হঠাৎ বললেন আজ ভাইয়ের বিয়ে।
দুপুরে আমি যেনো তার সঙ্গে যাই বিয়েতে।
খানিক অবাক হলাম।
পরে দাওয়াত গ্রহণ করলাম।
তারপর অনেকক্ষণ তিনজন আড্ডা দিয়ে বাসায় এসেই শুয়ে পড়লাম।
ঘুম থেকে উঠে গেলাম ছোটভাইদের সঙ্গে খেলতে।
খেলা শেষ করে বাড়ি ফিরে গোসল করেই গেলাম নামাজে।
তবে একটা ব্যাপার হলো আমাদের মধ্যেই অনেকে আছেন যারা পুরো সপ্তাহে নামাজ না পড়ে শুক্রবারে নামাজ পড়ে "জুম্মা মোবারক" দিয়ে নিজের ছবি পোস্ট করেন৷
দয়াকরে এটা করবেন না।
১. আপনি পুরো সপ্তাহ নামাজ পড়েননি।
আর ২. তারপরও শুক্রবারে নামাজ পড়ার আগে কিংবা পড়ে আপনি যে নামাজ পড়লেন সেটাই মানুষের কাছে প্রকাশ করাটাই অনেকটা মুখ্য বিষয় হয়ে দাড়ায়।
দয়াকরে এটা করবেন নাহ।
আল্লাহ আমাদের সবাইকে সুবুদ্ধি দিক।
যাইহোক তারপর নামাজ পড়েই গেলাম সাগর ভাইয়ের বাড়িতে।
গ্রামের বিয়েতে সাধারণত যেই ঝামেলা গুলো হয়।
সব ঠিক করা থাকলেও হঠাৎ করেই পরিবার কিংবা আত্মীয়স্বজনদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়।
ঝামেলা দেখে ভাইয়ের বাড়ির পাশের বিলের দিকে যেয়ে কিছুক্ষণ সময় কাটালাম। 20200904_13405001.jpeg

অনেক সময় যায় কিন্তু ঝামেলা শেষ হয়না তাই আমি বাসায় চলে আসি।
তারপর বিশ্রাম নিয়ে আছর নামাজ পড়বো তখন সাগর ভাই কল দিয়ে বললো কিছুক্ষণের মধ্যেই বের হবে।
শুনে আমি সাথেসাথে বের হলাম।
কিন্তু বিয়ে গেলো মাগরিবের নামাজের পর।
যাইহোক কিছু করার নাই।
তাই বিকেল কাটালাম পাশে একটা মাঠে নতুন পুলিশ ক্যাম্প হচ্ছে সেখানে।
একসময় এই মাঠে আমরা সকাল, বিকাল,রাত খেলাধুলা করতাম। 20200904_18024501.jpeg

তারপর বিয়েতে যেয়ে বিয়ে পড়ানো হলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম ৯ টার পর।
এসেই গোসল দিলাম।
নামাজ পড়লাম।
তারপর দেখলাম "money heist" এর ৪ নাম্বার সিজনের শেষ এপিসোড।
Screenshot_20200904153240_MX Player.jpg
এটা দেখা শেষ করেই ঘুমানোর চেষ্টা করলাম।
আবার কথা হবে।
শুভ রাত্রি 💙

Sort:  

আপনার বাড়ির পাশের বিলটি খুবেই সুন্দর।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.033
BTC 116972.28
ETH 4535.60
SBD 0.86