The Dairy Game | 03-09-2020

in Steem Bangladesh4 years ago

গতকাল রাতে হঠাৎ শুনলাম আমার এক বন্ধু সুইসাইড করবে।
শুনেই ভাইয়া সহ ওর বাড়িতে গেলাম।
তারপর ওকে সাথে নিয়ে আসলাম আমাদের বাসায় রাতে থাকার জন্য বাসায় এসে জিজ্ঞেস করলাম সুইসাইড করতে চাওয়ার কারণ কি!!

বললো রেজাল্ট খারাপ করছে তাই বাসা থেকে যাতা বলে যাচ্ছে।
তারপর সারারাত ওই বন্ধুর সাথে এসব নিয়েই কথা হলো।

কিছুদিন আগেই একটা প্রতিযোগিতার জন্য ভিডিও বানালাম।
world suicide prevention day 2020!
বিষয় আত্মহত্যা প্রতিরোধমূলক ভিডিও বানিয়ে পাঠাতে হবে।
আলহামদুলিল্লাহ আমি আমার ভিডিও টা বানিয়ে সাবমিট করতে পারছি।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সেরা তিনের মধ্যে থাকতে পারি!received_619145275705637.jpeg
সারারাত এসব নিয়ে কথা বলতে বলতে ঘুমাইলাম ভোরে তাই ফরজ নামাজ মিস হয়ে গেলো।
আল্লাহ মাফ করুক আমাকে আর হেদায়েত দান করুক।
আমিন!

যাইহোক তারপর সকালে উঠেই গেলাম নাহিদের বাড়িতে ফাঁসির দড়ি দেয়ার জন্য।
আমি যেই ভিডিও টা বানাইছি সেখানে ফাঁসি দেয়ার জন্য দড়ির প্রয়োজন ছিল কিন্তু আমার কাছে দড়ি ছিল না আবার দড়ি কেনার টাকাও ছিল না।
তাই নাহিদকে বলেছিলাম ওদের কোরবানির সময় ব্যবহার করা দড়িটা আমাকে দিতে।
কাজ শেষ হইছে দুইদিন আগে। তাই আজকে দিয়ে আসলাম।
নাহিদের বাড়ির পাশে সুন্দর খোলা জায়গা।
বন্যায় সেখানে পানি চলে আসছিল।
এখন শুকিয়ে গেছে।
20200903_09332501.jpeg
তারপর বাসায় এসে আমাদের বাড়ির পাশের স্কুলে গেলাম।
যেয়ে ছোটভাইদের সাথে ক্রিকেট খেললাম দুপুর অব্দি।
তারপর বাড়ি এসে গোসল করে গেলাম নামাজ পড়তে।
নামাজ পড়ে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিলাম।
তারপর বিকেল হয়ে গেলো।
তখন গেলাম আছর নামাজ পড়তে।
হঠাৎ আকাশ দেখে ভালো লাগলো।
তার সূর্যকে পিলারের আড়ালে রেখে একটা ছবি তুলে মসজিদে ঢুকে পড়লাম। 20200903_16103401.jpeg
তারপর নামাজ শেষ হলে গেলাম মাঠে।

আজকে কোয়াটার ফাইনালের একটা ম্যাচ ছিল।
সেই খেলা দেখলাম সন্ধ্যা পর্যন্ত। 20200827_18191701.jpeg

তারপর মাগরিবের নামাজ পড়ে গেলাম এক স্যারের বাড়িতে।
স্যারের ছোট্ট একটা মেয়ে আছে।
সে আমার কাছে আরবি শিখবে।
আজ থেকে তাকে পড়ানো শুরু করলাম।
তাকে পড়িয়ে বাসায় এসে হালকা নাস্তা করে অজু করে গেলাম নামাজ পড়তে।
নামাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি প্রাইজ পাবো তো??

কারণ আমার নিজের কোনো ইন্সট্রুমেন্ট নাই।
মানুষের কাছে চেয়ে চেয়ে কাজ করতে হয়।
সেখানেও এবার আবার একই কাজ ৪ বার করতে হইছে।

আল্লাহ যা ভালো বোঝেন সেটাই হবে।
সবাই দোয়া করবেন।
আবার কথা হবে।
শুভ রাত্রি সবাইকে 💙

Sort:  

thank you so much for your nice post.You have presented your post in very elegant language.Hopefully soon @steemcurator01 @steemcurator07 will vote on your post.
Thanks so much for staying with @steemitblog.

thanks brother

আপনি আপনার বন্ধুকে ভাল পরামর্শ দিয়েছেন দেখে ভাল লাগল।আর আপনার পোস্ট এ ক্রিকেট খেলার কথা তুলে ধরেছেন দেখে ভাল লাগল।বাসার বাহিরে থাকার কারনে অনেক দিন ক্রিকেট খেলা সম্ভব হয় না।যদিও আমি তেমন ক্রিকেটখেলতে পারি না তারপর ও খেলাটা খেলতে আমার অনেক ভাল লাগে।

পারা না পারা ব্যাপার না!!
খেলার জন্য খেলবেন! জেতার জন্য খেলার প্রয়োজন নাই!
ধন্যবাদ

অনেক দামি একটা কথা বলছেন ভাই।

শুকরিয়া ভাই💙

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92112.64
ETH 3217.90
USDT 1.00
SBD 7.75