You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৫
শূন্যতার মাঝে তবুও ভেসে আসে,
তোমার স্পর্শের অদৃশ্য ছোঁয়া।
নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ব্যথা,
বুকের গভীরে দহন হয়ে রয়।
তোমার অনুপস্থিতি, এক নিঃশ্বাসে বাঁচি,
তবু তোমায় হারানোর ভয়টা প্রখর।
কখনোই ফিরে পাবে না আগের দিনগুলো,
তবুও আমি তোমায় ভালোবেসে যাবো নিরন্তর।
নীরবতার মাঝে হাজার ব্যাথা লুকিয়ে থাকে। বেঁচে থাকার মাঝে যেন দীর্ঘশ্বাস খুঁজে পাওয়া যায়। অনেক ভালো কবিতা লিখেছেন আপনি।
মনিরা আপু নীরবতার মাঝে অনেক বেশি ব্যাথা লুকিয়ে থাকে যা কখনও প্রকাশ করা যাই না। অনেক ধন্যবাদ আপনাকে।
ইদানিং আপনার লেখাগুলোও বেশ সুন্দর হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো হচ্ছে।
সবই আপনার দোয়ার কারনের হচ্ছে। আপনি যেভাবে সার্পোট করেন সেটা বলে বোঝান যাবে না। তাই আরো বেশি উদ্যমের সাথে সুন্দর করে লেখার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর করে একটি মতামত দেওয়ার জন্য।
যতই দিন যাচ্ছে ততই আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ হচ্ছে। এভাবেই সামনের দিকে এগিয়ে চলুন ভাই।
দোয়া করবেন যেন আরও সুন্দর করে লিখতে পারি। ধন্যবাদ ভাই।