✌✌My travels history of srimongol🌹🌹🌹🌹

in #wafrica7 years ago

হাম-হাম,শ্রীমঙ্গল।

যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য ১দিনের ট্যুর এর জন্য হাম হাম সেরা।তবে অবশ্যই ৬-৭ ঘন্টা ট্রেকিং করার এনার্জি থাকতে হবে।
image
যাওয়ার সময় ঝিরি পথে যেতে পারেন,আমাদের ঝিরি পথে জেতে ৪ ঘন্টার মত লেগেছিল।আমার মতে ঝিরি পথে না গেলে ট্রেকিং এর আসল মজা পাওয়া যাবে না।
ফেরার পথে আমারা পাহাড়ি পথে ফিরেছিলাম,প্রায় ২ ঘন্টার মত লাগে পাহাড়ি পথে।

image

এখন অবশ্য খুব বেশি পানি নাই।

যে ভাবে যাবেনঃ
*ঢাকা-শ্রীমঙ্গল উপবন এক্সপ্রেস এ শোভন চেয়ার ২৪০/-(রাত ১০.২০ এয়ারপোর্ট স্টেশন)
*শ্রীমঙ্গল স্টেশন এ নামায় দিবে রাত ৩.৩০/৪ টায়।স্টেশনেই কিছুক্ষন রেস্ট করে নিতে পারেন।
*ভোর হতে হতে স্টেশন এর আসে পাশে জিপ পেয়ে যাবেন । দাম দর করলে ২০০০-২১০০ টাকায় রাজী হয়ে যাবে সারা দিনের জন্য।(হাম-হাম,মাধবপুর লেক,নুরজাহান চা বাগান,৭ লেয়ার চা এগুলা জায়গায় নিয়ে যাবে)
*জিপে করে পানসী তে সকালের নাস্তা করে নিতে পারবেন।
*হাম হাম এর মেইন পয়েন্ট এ গিয়ে গাইড পেয়ে যাবেন ২০০-৩০০ টাকায়।
*সাথে দুপুরের খাবার এর বুকিং ও দিয়ে যাবেন(ভাত,দেশি মুরগি,আলু ভর্তা,ডাল ১১০-১৩০ টাকা)
*জনপ্রতি ১০ টাকা করে দিয়ে না এন্ট্রি করে বনে প্রবেশ করতে হয় বনে।
*ঢাকা বেক করার জন্য ট্রেনের টিকেট পাওয়া কষ্টকর তাই বাসে ফিরতে পারেন।রাত ১০ তা থেকে এনা এবং হানিফের বাস পাবেন ভাড়া ৩৮০-৪০০ টাকা।

****ট্রেকিং শুরু করার আগে অবশ্যই পর্যাপ্ত পানি,স্যালাইন,শুকনা খাবার সাথে নিবেন।

*****খাবারের প্যাকেট ,বোতল অবশ্যই সাথে করে নিয়ে আসবেন।

Sort:  

nice writing... keep it

nice writing...

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 93863.56
ETH 3421.99
USDT 1.00
SBD 3.30