জেনারেল রাইটিং : পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। পথ পথিকের সৃষ্টি করে না কিন্তু পথিক পথের সৃষ্টি করে এই বিষয়টি নিয়ে আমি আমার কিছু ধারণা ও আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, জেনারেল রাইটিং এর এই বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে।

woman-5718089_1280.jpg

source

আমরা যেমন প্রতিটি মানুষ আলাদা ঠিক তেমনি ভাবে আমাদের সকলের জীবনধারাও আলাদা। আমরা এক একজন জীবন টাকে একেক ভাবে উপভোগ করতে পছন্দ করি। আমাদের মধ্যে কেউ জীবনটাকে খুব সহজভাবে উপভোগ করতে পছন্দ করে আবার কেউ জীবনটাকে পরিশ্রমের সঙ্গে উপভোগ করতে পছন্দ করে। আমাদের এই জগতে এখনো পর্যন্ত যারা স্মরণীয় ও বরনীয় হয়ে রয়েছেন তারা নিজেরা খুবই পরিশ্রমী ছিলেন এবং তারা তাদের জীবনে চলার গন্তব্য, নিজেদের জীবনে চলার পথ তারা নিজেরাই তৈরি করে নিয়েছিলেন। আমরা জীবনে যাদেরকে আইডল হিসেবে মানি তারা কিন্তু নিজেরাই নিজের পথ তৈরি করে নিয়েছিল ঠিক তেমনি ভাবে আমরা সেই পথটাকে অনুসরণ করতে পারি আবার আমরা নিজেকে তাদের মতো স্মরণীয় ও বরণীয় করে তোলার জন্য নিজের পথ নিজেও তৈরি করে নিতে পারি। আমি মনে করি, অন্যের তৈরি করা পথে হাঁটার চেয়ে নিজের পথ নিজে তৈরি করে নেওয়াটাই উত্তম। তবে সেক্ষেত্রে নিজেকে অবশ্যই গুণী হতে হবে এবং ভালো ও মন্দের তফাৎ বুঝতে হবে।

আলোকপিয়াসী মানুষ কখনো গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না। ভুল পথ কখনো তাকে মোহগ্রস্ত করতে পারে না। সে তার নিজস্ব জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সত্য ও কল্যাণের পথপ্রাপ্ত হয়। অন্যদেরও সেই কল্যাণের পথে আহ্বান জানায়। এই ধরনের মানুষ কখনো পথের সন্ধান করে না। তারা পথিক হয়ে নতুন পথ সৃষ্টি করে। জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা নিজেরা নিজেদের পথ খুঁজে নেয়। আঁকাবাঁকা এই জীবনে চলার পথে তারা অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়, জীবনে চলার পথে তাদের জীবনে অন্ধকারও নেমে আসে কিন্তু তারা কখনো থেমে থাকে না। সেই অন্ধকারকে দূর করে আলোর মশাল জ্বেলে এক নতুন পথের সৃষ্টি করে জীবন যুদ্ধে এগিয়ে যায়। ঠিক এভাবেই পথিকের দ্বারা পথ সৃষ্টি হয়।

আমাদের এই পৃথিবীতে এমন অনেক গুণী মানুষ এবং মহামানব এসেছেন যারা তাদের জীবনে চলার পথে নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন। যেমন: হযরত মুহাম্মদ (স.), ঈশা‌ (আ.), সক্রেটিস , অ্যারিস্টোটল ও আরো অনেকে। যাঁরা তাদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে পথ হারা মানুষদের জন্য তৈরি করে গেছেন নতুন পথ। তারা তাদের যে জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা আমাদের পরম পাথেয়। তাদের জীবনী থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি যে জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন ভেঙে পড়লে চলবে না‌। এই অন্ধকারের মাঝেই নতুন পথের সৃষ্টি নিজেকেই করে নিতে হবে।

তাই আমি মনে করি পথ কখনোই পথিকের সৃষ্টি করে না বরং পথিক পথের সৃষ্টি করে। ঠিক তেমনি আমরা মানুষ জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে আটকে যায় কিন্তু আমরা নিজেরাই সেই সমস্যার সমাধান নিমেষেই বের করে ফেলি। জীবনটাকে আরো বেশী সুন্দর ও উন্নত করার জন্য আমরা সব সময় নতুন নতুন পন্থা অবলম্বন করি। এভাবে আমরা পথিক হয়ে নতুন পথ খুঁজে বের করি। আমাদের সকলেরই উচিত পথ না খুঁজে নতুন পথের সৃষ্টি করা।

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 last year 

আমরা হয়তো অনেক সময় ভুল পথে পা বাড়াই। সঠিক পথের সন্ধান করতে গিয়ে হয়তো অনেক সময় ভুল পথে এগিয়ে যাই। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা সততার সাথে এগিয়ে যাই এবং সঠিক পথ নির্বাচন করার চেষ্টা করি তাহলে সঠিক পথ সৃষ্টি হবে। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90