ভূতের গল্প : মেছো ভূত - পর্ব :০১ | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। ভূতের গল্প পড়তে আমরা সবাই কমবেশি অনেক ভালোবাসি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি মেছো ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি, গল্পটি আপনাদের খুব ভালো লাগবে।

girl-5530348_1280.jpg

Source

একটি ছোট্ট গ্রামে হারুন নামের একটি জেলে তার পরিবার নিয়ে থাকে। হারুন নদীতে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। হারুনের পরিবারে রয়েছে তার স্ত্রী এবং দুই সন্তান। হারুনের দুই সন্তান গ্রামের একটি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। এবং হারুনের স্ত্রী বাড়িতে পশুপাখি লালন পালন করে। সব মিলিয়ে হারুন একজন দরিদ্র জেলে হলেও সে তার পরিবার নিয়ে খুবই সুখে শান্তিতে বসবাস করে। এভাবেই সুখে শান্তিতে হারুনের দিনকাল ভালোই কেটে যাচ্ছিল।

হারুন প্রতিদিনের মতোই ভোর হলে নৌকা নিয়ে মাঝ নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে। হারুনের সাথে মাছ ধরতে তার অন্যান্য জেলে সঙ্গী সাথীরাও যায়। তারা বেশ ভালো পরিমাণে মাছ ধরে, এবং দুপুরের আগ দিয়ে আবারো কিনারায় ফিরে আসে এবং যে যে যার যার ভাগের মাছ বাজারে বিক্রি করে দেয়। এভাবেই তাদের জীবন চলতে থাকে। একদিন একটি চায়ের দোকানে বসে হারুন এবং তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ হারুনের এক জেলে বন্ধু তাকে বলে, শুনেছি নাকি ভৈরব নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে তবে সেই মাছ দিনের বেলাতে দেখা যায় না, ভৈরব নদীর মাছ রাত্রে উপরে উঠে আসে। তাই রাত্রে মাছ ধরতে গেলে অনেক মাছ পাওয়া যাবে। এই কথা শুনে হারুন তার সেই বন্ধুকে বলে, তাহলে তো আমরা প্রতিদিন রাত্রে ভৈরব নদীতে যেয়ে মাছ ধরে আনতে পারি, এতে করে আমরা প্রচুর মাছ ধরতে পারবো এবং বেশি টাকা উপার্জন করতে পারবো।

তখন একথা শুনে হারুনের আরেক বন্ধু রশিদ বলে ওঠে, ভৈরব নদীতে কিছুতেই মাছ ধরতে যাওয়া যাবেনা তাও আবার রাত্রিবেলাতে তো একদমই নয়।। ভৈরব নদীতে নাকি জীনের বসবাস, না জীন নয় ভৈরব নদীতে নাকি রাত্রিবেলা মেছো ভূত থাকে। মেছো ভুতেরা ভৈরব নদীতে রাত্রিবেলা মাছ খেতে আসে। তাই আমাদের মোটেও রাত্রিবেলা ভৈরব নদীতে যাওয়া উচিত নয়।এ কথা শুনে হারুন এবং তার বন্ধুরা বেশ হাসাহাসি করে এবং রশিদকে বলে যে তুই ভীতু তুই থাক, আমরা সবাই আজ রাতেই নদীতে মাছ ধরতে যাব। এ কথা বলেই তারা রশিদকে রেখে মাছ ধরার প্রস্তুতি নিয়ে ভৈরব নদীর উদ্দেশ্যে বেরিয়ে যায়।

তারা তাদের নৌকা নিয়ে ভৈরব নদীর তীরে পৌঁছে যায়। তীরে গিয়ে তারা তাদের নৌকা ঠিক করে নদীর সামনে এগোতে থাকে এবং তারা দেখে কোথাও কোন মাছ নেই। তারপর তারা মাছের সন্ধানে আস্তে আস্তে একেবারে ভৈরব নদীর মাঝখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে নৌকার চারিপাশে প্রচুর মাছ। এত মাছ দেখে হারুন এবং তার বন্ধুরা বেশ খুশি হয় এবং তারা তাদের জাল ফেলে অনেক মাছ ধরে। মাছ ধরতে ধরতে তারা মেছো ভূত নিয়ে অনেক হাসি তামাশাও করতে থাকে। ঠিক এমন সময় তারা নদীতে কোন কিছুর একটা গর্জন শুনতে পাই। গর্জন শুনে হারুন এবং তার বন্ধুরা বেশ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে তারা আওয়াজটা কোথা থেকে আসছে তা খোঁজার চেষ্টা করে কিন্তু ক্ষনিকের মধ্যে আওয়াজটা বাতাসের সঙ্গে নিঃশেষ হয়ে যায় এবং চারিদিক স্তব্ধ হয়ে যায়। তবে বিষয়টি তারা গুরুতরভাবে নেয় না। এরপর তারা দ্রুত তাদের নৌকা নিয়ে পারে ফিরে আসে।

এরপর তারা পরদিন সকালে ভৈরব নদীর মাছ অনেক বেশি দামে , প্রচুর লাভে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করে। এই টাকার লোভে তারা আবারও পরিকল্পনা করে যে তারা প্রতিদিন রাত্রে ভৈরব নদীতে গিয়ে মাছ ধরে আনবে। সেই কথা মত হারুন ও তার জেলে বন্ধুরা মিলে আবারো তারপর দিন গভীর রাতে ভৈরব নদীর মাঝ নদীতে মাছ ধরার জন্য পৌঁছে যায়। তবে সেদিন তারা সেখানে গিয়ে একটা মাছও খুঁজে পায় না। পানিতে জাল ফেলে ২ ঘন্টা পার হয়ে গেলেও একটা মাছও তাদের জালে বাঁধেনা। এরপর জাল তুলে এনে আবারো নতুন করে তারা নদীতে জাল ফেলে এবং তখন তারা লক্ষ্য করে জালের মধ্যে যেন ভারী কিছু একটা আটকে গেছে। এরপর তারা আর দেরি না করে জাল উপরে তুলে আনে এবং তারা দেখতে পায় জালের সাথে সাদা কাপড়ে আবৃত একটি লাশ উঠে এসেছে। এটা দেখে তারা ভীষণই ঘাবড়ে যায়। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর হারুন ভয়ে সেই লাশের দিকে এগিয়ে যায়।

চলবে..........।

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 last year 

বাহ বেশ অসাধারণ ভূতের গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গল্পটি পড়ে ভালোই লাগলো। মাঝে মাঝে নিজের মধ্যে ভয় কাজ করতেছে। আসলে ভূতের গল্প গুলো পড়তে অন্যরকম অনুভূতি কাজ করে। জালে মাছ না উঠে লাশ উঠলো ব্যাপারটা খুবই অন্যরকম।আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। এত সুন্দর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67