নীরব ঘাতক| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

man-3915438_1280.jpg

Source

মানুষের জীবনে যত ধরনের কষ্ট রয়েছে তার থেকে সবচেয়ে ভয়ংকর এবং নীরব ঘাতক রোগ হচ্ছে মানসিক যন্ত্রণা। মানসিক যন্ত্রণা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মানসিক যন্ত্রণা ধীরে ধীরে মানুষকে সমাজ এবং পরিবার থেকে আলাদা করে ফেলে। মানসিক যন্ত্রণার কারণে মানুষ ধীরে ধীরে নিজের কাছে নিজে অচেনা হয়ে ওঠে। আর ঠিক এই নীরব ঘাতকের সম্মুখীন হয়েছিল আমার বন্ধু শফিক।

শফিককে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই শফিকের বাড়ি। আমরা ছোট থেকেই স্কুল কলেজ একসাথেই শেষ করেছি। সেই সুবাদে আমাদের মধ্যে বন্ধুত্বটা বেশ ভালই ছিল। বন্ধু হিসেবে আমরা একে অন্যের ব্যাপারে অনেক কিছুই শেয়ার করতাম মাঝে মধ্যে। এভাবে করেই আমাদের কলেজ জীবন পার হয়ে যায়। এরপর আমরা যে যে যার যার মতো আলাদা হয়ে গেছি। আমি ঢাকায় চাকরির জন্য চলে এসেছিলাম এবং শফিক তার জবের জন্য থাকতো কুমারখালীতে। এরপর আমরা সাধারণভাবেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর এভাবে সময়ের সাথে সাথে আমাদের দেখা-সাক্ষাৎ কমতে থাকে। আর যোগাযোগ কমে গেলে বন্ধুত্বের বন্ডিংটা আর আগের মতো থাকে না এটাই স্বাভাবিক।

আজ প্রায় তিন বছর পর শফিকের সাথে দেখা হলো। আমি প্রথমে শফিককে দেখে অনেকটাই হতবাক হয়েছিলাম‌ কারণ শফিক ছোটবেলা থেকেই খুবই হাস্যোজ্জ্বল স্বভাবের একটি ছেলে ছিল। তাকে আমি কখনো মন খারাপ করে থাকতে দেখিনি ‌‌। কিন্তু আজ যখন তাকে দেখলাম দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমি প্রথম পাঁচ মিনিট শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে ছিলাম এই ভেবে যে এই কি আমার সেই বন্ধু শফিক। শফিক দেখতে খুবই সুন্দর এবং প্রানোচ্ছল কিন্তু এখন যে শফিককে দেখছি সে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুবই ডিপ্রেশনের মধ্যে রয়েছে। এক কথায় তার বাইরে টাই বলে দিচ্ছে তার মানসিক যন্ত্রণা কতটা।

এরপর আমি শফিক কে তার এমন অবস্থা কেন হয়েছে সেই কথা জিজ্ঞাসা করলাম। তখন সে শুধু আমাকে একটা কথাই বলল ভাই আমি খুবই মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি। তখন আমি বললাম কি হয়েছে ? তখন সে বলল কি হয়েছে আমি বলতে পারব না কিন্তু মানসিকভাবে আমি কেন এতটা ভেঙে পড়েছি তা আমি নিজেই জানিনা। শফিকের মুখে এ কথা শুনে আমি আর তেমন কিছু বলি নাই, শুধু এতোটুকুই বলেছিলাম মানসিক যন্ত্রণা হলো নীরব ঘাতক। যাকে একবার ধরেছে তাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। আর এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হলো নিজের মনের যন্ত্রণা নিজের মনের কষ্টগুলো চেপে না রেখে কোন কাছের মানুষের সাথে শেয়ার করা এবং নিজের পরিস্থিতি সম্পর্কে সবকিছু খুলে বলা। এতে অবশ্যই অপর ব্যক্তিটি থেকে সৎ পরামর্শ পাওয়া যাবে যা কিছুটা হলেও মানসিক যন্ত্রণা থেকে প্রশান্তি দেবে।

আমার এই পরামর্শ শোনার পর শফিক তার ডিপ্রেশনের কথাগুলো আমায় শেয়ার করছিলো এবং আমি তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছি। আশা করি, সে কিছুটা হলেও উপকৃত হতে পারবে।

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62164.65
ETH 2439.44
USDT 1.00
SBD 2.67