রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি | |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে এ ধরনের ফুল বানিয়ে ঘরে সাজিয়ে রাখলে যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনি এ ধরনের পেপার ক্রাফট এর মাধ্যমে নিজের সৃজনশীল দক্ষতাকেও প্রকাশ করা যায়। আশা করি, আপনাদের কাছে রঙিন কাগজ দিয়ে তৈরিকৃত ফুলটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপকরণ সমূহ:
১.রঙিন কাগজ
২.সিজার
৪.আঠা
৫.কলম ।
ধাপ-০১
ফুল বানানোর জন্য প্রথমে একটি রঙিন কাগজ গোল করে কেটে নিয়েছি।
ধাপ-০২
এরপর গোল করা কাগজটি মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।
ধাপ-০৩
গোল কাগজটিকে মোট চার ভাজে ভাজ করে নিয়েছি।
ধাপ-০৪
এরপর একটি চাঁদার সাহায্যে ভাঁজ করা কাগজটিতে এভাবে ডট ডট করে চিহ্ন করে নিয়েছি।
ধাপ-০৫
এরপর কাগজটির উপর ডট ডট চিহ্ন বরাবর অনেকগুলো দাগ কেটে নিয়েছি।
ধাপ-০৬
এরপর দাগ বরাবর কাগজটি সুন্দরভাবে কেটে নিয়েছি।
ধাপ-০৭
এরপর কাগজটির ভাঁজ সম্পূর্ণ খুলে নিয়েছি।
ধাপ-০৮
এরপর কাগজটি মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি।
ধাপ-৯
এরপর কাগজ দুটোকে আঠা দিয়ে এভাবে মুড়িয়ে দুইটা ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি ।
ধাপ-১০
এরপর ফুলের পাপড়ি দুটো একটি অপরটির উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-১১
এরপর ফুলের মাঝখানের রেণুর অংশ তৈরি করার জন্য একটি হলুদ রঙের কাগজ লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি।
ধাপ-১২
এরপর কাগজটি লম্বালম্বি ভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১৩
এরপর ভাজ করা কাগজটি সিজার দিয়ে এভাবে কেটে নিয়েছি।
ধাপ-১৪
এরপর কাগজটি হাত দিয়ে গোল করে মুড়িয়ে আঠা লাগিয়ে দিয়েছি। এভাবে ফুলের মাঝখানের রেণুর অংশ তৈরি করে নিয়েছি।
ধাপ-১৫
এরপর ফুলের রেণুর অংশ পাপড়ির মাঝখানে বসিয়ে ফুল তৈরি করে নিয়েছি।
ফলাফল
Device | realme 8 |
---|---|
Camera | 64 mp |
Photo by | Al-Amin |
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া আপনি কিন্তু রঙিন কাগজ দিয়ে চমৎকার চমৎকার ডাই প্রজেক্ট করতে পারেন। এর আগেও আপনি অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আজকের ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আরে বাহ্ রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন তো আপনি। ভিন্ন কালারের দুটি ফুল আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও খুব পছন্দ করি। দুটি ফুল আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন, এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। সত্যি ভাই আপনার দক্ষতার প্রশংসা তো করতে হচ্ছে।
অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। আইডিয়াটা দারুন ছিল। এরকম ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।