রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।
আশা করি, রঙিন কাগজ দিয়ে তৈরিকৃত এই ওয়ালমেট টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20230122_145955.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ওয়ালমেট তৈরির প্রস্তুত প্রণালী:-

উপকরণ সমূহ:

১.রঙিন কাগজ
২.সিজার
৩.আঠা
৪.পুথি

ধাপ-০১

IMG20221211011641.jpg

প্রথমে মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG20221211011659.jpg

এরপর কাগজটি এভাবে লম্বালম্বি করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৩

IMG20221211011919.jpg

এরপর কাগজটি এভাবে কেটে নিয়েছি।

ধাপ-০৪

IMG20221211012104.jpg

এরপর কাগজটিকে একইভাবে উল্টো পাশে ভাঁজ করে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG20221211012254.jpg

এরপর কাগজটি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি।

ধাপ-০৬

IMG20221211012343.jpg

এরপর গোল করে একটি শক্ত কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০৭

IMG20221211012933.jpg

এরপর শক্ত কাগজের চারিপাশে আঠা দিয়ে কাগজের ছোট ছোট টুকরোগুলো লাগিয়ে দিয়েছি।

ধাপ-০৮

IMG20221211014340.jpg

এরপর রঙিন কাগজ থেকে কাগজের পাতা কেটে নিয়েছি।

ধাপ-০৯

IMG20221211014815.jpg

এরপর আঠা দিয়ে পাতাগুলো শক্ত কাগজের সাথে এভাবে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

IMG20221211013153.jpg

এরপর ফুল বানানোর জন্য মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-১১

IMG20221211013239.jpg

এরপর কাগজটি কে ত্রিভুজের মতো করে ভাজ করে নিয়েছি।

ধাপ-১২

IMG20221211013328.jpg

এরপর কাগজটিকে একইভাবে আরও দুইবার ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১৩

IMG20221211013608.jpg

এরপর ভাঁজ করা কাগজটি এভাবে কেটে নিয়েছি।

ধাপ-১৪

IMG20221211013438.jpg

এরপর কেটে নেওয়া কাগজটি খুলে নিতেই ফুল তৈরি হয়ে গিয়েছে।

ধাপ-১৫

IMG20221211013631.jpg

এভাবে দুটো ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৬

IMG20221211013657.jpg

এরপর একটি ফুলের উপর আরেকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে সম্পূর্ণ ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৭

IMG20221211013707.jpg

এভাবে মোট চারটি ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৮

IMG20221211015010.jpg

এরপর ফুলগুলো শক্ত কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ফলাফল

IMG_20230122_145526.jpg

এরপর ফুলের মাঝখানে আঠা দিয়ে পুথি লাগিয়ে ওয়ালমেট টি সম্পূর্ণ করে নিয়েছি।

IMG_20230122_145955.jpg

IMG_20230122_145939.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20221214_022237.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখে তো আমি একেবারেই মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। ফুল গুলোর মাঝখান বরাবর পুঁতি বসিয়ে দেওয়ার কারণে একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ওয়ালমেট এর কালার কম্বিনেশনও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। ভালোই ছিল আপনার আজকের এই ওয়ালমেট তৈরি। মাঝখানের অংশটিতে ছবি বসিয়ে দিলে আরো বেশি ভালো লাগবে।

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি আমার কাছে চমৎকার লেগেছে । খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন । কাগজের কালার চমৎকার হওয়ার কারণে আপনার ওয়ালমেট টি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ।দারুন একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ।আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন।
দেখতে খুব অসাধারণ লাগছে। আমার ক্রাফ্টিং করতে খুব ভালো লাগে। অবসর সময়ে ক্রাফ্টিং করতে ভালোবাসি।যাই হোক আপনার তৈরি ওয়ালমেটটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি অনেক নিখুঁত এবং সময় ব্যবহার করে রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় লেগে যায়। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যা দেখে যে কেউ এটি খুবই সহজে তৈরি করতে পারবে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর হয়েছে ৷ আসলে এ ধরেন ডাই পোস্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে ৷ এমন ওয়ালমেট দিয়ে ঘর সাজালে খুবই সুন্দর লাগবে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

খুব সুন্দর একটি রঙিন কাগজের ফুল বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। এই ধরনের ক্র্যাফট এর কাজ আমার দেখতে খুব ভাল লাগে। আপনি এখানে কয়েকটি সুন্দর রঙের কাগজ বাছাই করেছেন যার কারনে ফুলের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। ছোট ছোট ফুল, পাতা, পুথি সব মিলিয়ে দারুন হয়েছে রঙিন কাগজ দিয়ে বানানো আপনার ফুল। অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়ার পোস্ট অনেকদিন পরে দেখলাম।আগেও ভাইয়া সুন্দর সুন্দর ডাই তৈরি করতেন। আজকের ডাই এর কালার কম্বিনেশন টা বেশ সুন্দর হয়েছে। ওয়ালমেট টা দেখতে খুব ভালো লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। কালার কম্বিনেশন আমার কাছে ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশন বেশি সুন্দর লাগছে। যেকোনো কাজের ক্ষেত্রে কালার কম্বিনেশন ফুটিয়ে তোলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার তৈরি করা ওয়ালমেট সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58757.77
ETH 2554.49
USDT 1.00
SBD 2.52