আমার ছেলে বাবার জন্য দোয়ার দরখাস্ত

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমার ছেলে বাবু শারীরিকভাবে অসুস্, আমি বা আমার পরিবারের সদস্য কেউই ভালো নেই,

আমার ছেলে বাবুর বয়স ১৮ দিন, ৩ দিন পূর্বে বাবুর হাঁচি ও কাশির লক্ষণ প্রকাশ পাই, খুব দ্রুততার সাথে বাবুকে আদ্-দিন হসপিটালে ডাক্তার দেখানো হয়, ডাক্তারের পরামর্শ মোতাবেক বাবুকে এক্সরে এবং রক্ত টেস্ট করা হয়, এক্সরে করে দেখা যায় বাবুর বুকে কফ জমে আছে , ছোট নলের মাধ্যমে বাবুর নাক ও মুখ দিয়ে কফ তোলা হয়, ছোট নল দিয়ে নাক ও মুখের মধ্যে ঢুকিয়ে কফ তোলার সময় বাবুর যে কষ্ট হচ্ছিল তার দশগুণ হারে বুকে আঘাত হানে,

রক্তের টেস্ট আসার পর ডাক্তার সাক্ষাৎকারে বলেন বাবুর রক্তে ইনফেকশন আছে ভয়ের কোন কারণ নেই, ১২-১৫ দিন ডাক্তারের শরণাপন্ন থাকতে হবে,
বুকে থেকে কফ তোলার পর বাবুর ডান হাতে ক্যানোলা করে ট্রিটমেন্ট শুরু করার কথা বলে, ১৫ দিনের বাবুর ক্যানোলা করার চিৎকার সহ্য করার মত না, নিয়মিত বাবুর চেকআপ চলছে, দ্বিতীয় ধাপে বাবুর বাম হাতে ক্যানোলা করা হয়েছে ,

আমার ছেলে বাবু আদ্- দিন হসপিটালে ভর্তি আছে, সবাই আমার ছেলে বাবার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে,

Messenger_creation_33421b6e-d312-4965-a3fc-741b597707e0.jpeg

Messenger_creation_184adde1-2df7-4909-bb5c-b6375c335a97.jpeg

Messenger_creation_55c46f08-6c2e-44e3-b83e-cb4afd03dac5.jpeg

Messenger_creation_df24f128-6238-409f-82ea-348711733cf2.jpeg

Messenger_creation_9a6d9211-2c08-431b-9e72-ca5cb46222a8.jpeg

Devicerealme C53
Camera64 mp
Photo byAlamin-lslam

Screenshot_20240413-003008~2.png

আমি@Alamin-Islam , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার
অহংকার।

প্রয়োজনে পাশে আছি:

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

Sort:  
 8 months ago 

ইস্ এতটুকু বাচ্চার অসুখ। শুনেই তো বুকে কষ্ট হলো । দোয়া করি ভাইয়া আপনার সোনামনি বেশ তাড়াতাড়ি সেড়ে উঠুক। তবে ডাক্তারের উপদেশ অনুযায়ী ঔষধ ঠিক মত খাওয়াবেন। ধন্যবাদ এমন সমস্যার মধ্যের পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

প্রথমে আপনার সন্তানের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা করি। এখন প্রচন্ড গরমে বাচ্চাদের অনেক প্রকার সমস্যা হচ্ছে। তুই তার মধ্য থেকে চেষ্টা করতে হবে যেন সুস্থ থাকে। আমার বাবুটা ও বেশ অসুস্থ ছিল মোটামুটি এখন ভালো আছে ভাইয়া। আপনার বাবুর জন্য ডাক্তারের যেমন পরামর্শ দিবে ঠিক সেই মতামত চলবেন। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।

 8 months ago 

বাচ্চাদের এই ঠান্ডা লাগার ব‍্যাপার টার দিকে একটু বেশিই সতর্ক থাকা উচিত বাবা মায়ের। ব‍্যাপার টা শুনে খারাপ লাগছে। আশাকরি আপনার ছেলে খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবে ভাই। আপনার ছেলের জন্য শুভকামনা।

 8 months ago 

লেখার পরিমান অনেক কম হয়েছে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42