স্বরচিত কবিতা "স্তব্ধতা"| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা লিখেছি। আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না, কিন্তু "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সবাই এত সুন্দর করে কবিতা লেখে, তাই সবার লেখা কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি মাঝে মধ্যে। আজকের কবিতাটিতে আমি প্রেমিক প্রেমিকার না বলা ভালোবাসার কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছি।আর এই কবিতাটির নাম দিয়েছি "স্তব্ধত" । আশা করি, এই কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

people-3422435__480.jpg

Source

স্তব্ধতা

একদিন রঙিন আলোয়
আলোকিত করা সন্ধ্যার মতো
তোমায় পেয়েছিলাম জীবনে।
দিনটি ছিল হয়তো,
তোমার ২১ তম জন্মদিন।
উপস্থিত ছিলাম আমি
তোমার বন্ধু হয়ে নাকি,
স্পেশাল বন্ধু !
তা তো তুমিই জানো ভালো করে।
হয়তো ছিলাম তোমার মনের,
স্তব্ধতা ঘেরা কোন গোপন কক্ষে।

তোমার ঐ চোখের চাহনি বলে
কত ভালোবাসো তুমি আমায়
তবে কেনো, কেনো?
তা প্রকাশ করনি, আজও আমায়।
ভয়-ভীতি, সংকোচ সব ভুলে
যদি মুখ ফুটে বলতে আমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি!
তবে তোমায় নিয়ে পাড়ি দিতাম
সুখের রাজ্য নামক অচিনপুরে।

সেখানে শুধু তুমি আর আমি
আর আমাদের ছোট্ট সংসার।
নেই কোনো কোলাহল,
নেই কোনো বিভ্রান্তি
শুধু স্তব্ধতায় ঘেরা
তোমার আর আমার সংসার।

কিন্তু জানি, মুখ ফুটে তুমি কিচ্ছুটি
বলবে না আমায়,
হয়তো বা চোখের চাহনিতেই
বাঁধা হবে তোমার আর আমার সংসার।
তবে আমি, হারাতে দেবো না তোমায়
যুদ্ধ করে জিতে নেবো তোমায়
শুধু একবার বলো,
"ভালোবাসি তোমায়"।

IMG_20230131_215047.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি এই কবিতাটির মাধ্যমে প্রেমিক প্রেমিকার না বলা কথা গুলো তুলে ধরেছেন। আসলে এরকম কবিতা গুলো পড়তে কিন্তু একটু বেশি ভালো লাগে। আপনার কবিতা লেখার টপিক টিও বেশ ভালো ছিল। কবিতার একেকটি লাইন আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।এরকম কবিতা গুলো আমার কাছে লেখতে যেমন ভালো লাগে পড়তেও তেমনি ভালো লাগে। মনটা একেবারে ভরে গেল আপনার আজকের কবিতা টি পড়ে।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাদের ভালো লাগার মাঝেই খুঁজে পাবো কবিতা লেখার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। প্রেমিক-প্রেমিকার না বলা ভালোবাসার কথা নিয়ে খুব সুন্দর ভাবে কবিতাটি ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। আপনার সুন্দরতম মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আমিও আপনার মত সবার কবিতা দেখে অনুপ্রাণিত হয়েই কবিতা লেখা শুরু করি। আজ একটু একটু লিখতে পারি। তবে আপনার কবিতাটির নাম বেশ সুন্দর হয়েছে। আর আপনার কবিতার প্রতিটি লাইন বেশ সুন্দর। তবে আপনার কবিতার সবগুলো লাইনের মধ্যে নিচের লাইনগুলো বেশ সুন্দর-

সেখানে শুধু তুমি আর আমি
আর আমাদের ছোট্ট সংসার।
নেই কোনো কোলাহল,
নেই কোনো বিভ্রান্তি
শুধু স্তব্ধতায় ঘেরা
তোমার আর আমার সংসার।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দরতম মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

স্তব্ধতা নামক কবিতাটি দারুন হয়েছে। তবে আমার মনে হয় স্তব্ধতা না লিখে নিস্তব্ধতা লিখলে বেটার হতো। শব্দটা কেমন জানি অন্যরকম লাগছে। যাইহোক আপনি অনেক জ্ঞানী মানুষ। তাই হয়তো ভেবেচিন্তেই শব্দটি ব্যবহার করেছেন। আসলে শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনার লেখা কবিতার ভাষা দারুন ছিল ভাইয়া।

 2 years ago 

বাংলা ভাষায় বিভিন্ন অর্থের সমার্থক শব্দ রয়েছে। এই স্তব্ধতা শব্দটির অর্থ নীরবতা। আর আপনি ঠিকই বলেছেন শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ। তবে যাই হোক কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ ভাই, আপনার কবিতার ছন্দের মাধ্যমে অন্যের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ ছিলো। কবিতা পড়ে বেশ ভালো লাগলো। প্রেমিক এবং প্রেমিকা না বলার কথা কবিতা ছন্দে আমাদের মাঝে প্রকাশ করেছেন। কবিতা প্রতিটি ছন্দ চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাদের ভালোলাগার মাঝেই খুঁজে পাবো কবিতা লেখার সার্থকতা। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মনের আবেগ ভালোবাসা না বলার কথাগুলো শুধু কবিতার মাধ্যমেই প্রকাশ করা যায়।আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার মধ্যে ভালোবাসার মানুষের কিছু বর্ণনা আপনি দিয়েছেন।ভালোবাসার এ ধরনের কবিতা গুলো পড়তে বেশ মজা লাগে। আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87119.34
ETH 3264.22
USDT 1.00
SBD 2.93