রঙিন কাগজের তৈরি আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ইউনিক পোস্ট নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে কাগজের তৈরি খুবই সুন্দর আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার তৈরি করেছি এবং তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের ভালোলাগার মাঝেই খুঁজে পাবো আমার সার্থকতা।

IMG_20220213_235326.jpg

উপকরণসমূহঃ

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. কালো মার্কারি ও কমলা রঙের মার্কারি।

ধাপ-০১

IMG_20220213_215359.jpg

প্রথমে লম্বালম্বিভাবে ভাবে দুটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20220213_215253.jpg

এরপর কাগজটিকে এল সিস্টেমে আঠা দিয়ে জুড়ে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220213_215305.jpg

এরপর কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৪

IMG20220213191009.jpg

এভাবে কাগজটিকে তৈরি করে বাঘের বডির অংশ বানিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220213_215427.jpg

এরপর ইউ আকৃতি করে দুইটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০৬

IMG20220213194211.jpg

এরপর কালো মার্কারি দিয়ে ইউ আকৃতির কাগজের ওপর বাঘের গায়ের মতো ডোরাকাটা দাগের ডিজাইন করে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20220213_215442.jpg

এরপর কালো মার্কারি ও কমলা রংয়ের মার্কারি দিয়ে ডোরাকাটা দাগগুলো রং করে নিয়েছি। এভাবে বাঘের চারটি পা বানিয়ে নিয়েছি

ধাপ- ০৮

IMG20220213205612.jpg

এরপর বাঘের বডির অংশের সাথে আঠা দিয়ে পায়ের অংশটি জুড়ে দিয়েছি।

ধাপ- ০৯

IMG_20220213_215456.jpg

এরপর রঙিন কাগজের উপর কলম দিয়ে বাঘের মাথা এঁকে নিয়েছি।

ধাপ-১০

IMG_20220213_215518.jpg

এরপর দাগ বরাবর সিজার দিয়ে কাগজটি কেটে নিয়েছি।

ধাপ- ১১

IMG_20220213_215532.jpg

এরপর বাঘের নাকের অংশ কাগজ থেকে কেটে নিয়েছি।

ধাপ- ১২

IMG_20220213_215545.jpg

এরপর কালো অংশটি আঠা দিয়ে নাকের অংশের সঙ্গে জুড়ে দিয়েছি। এভাবে বাঘের সম্পূর্ণ নাক তৈরি করে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20220213_215556.jpg

এরপর নাক টি বাঘের মাথার অংশের সঙ্গে আঠা দিয়ে জুড়ে দিয়েছি।

ধাপ-১৪

IMG20220213202332.jpg

এরপর বাঘের মুখ এঁকে নিয়েছি।

ধাপ- ১৫

IMG_20220213_215611.jpg

এরপর বাঘের দুটি চোখে এঁকে সিজার দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-১৬

IMG_20220213_215623.jpg

এরপর আঠা দিয়ে চোখ গুলো লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৭

IMG_20220213_215635.jpg

এরপর কালো পেপার দিয়ে বাঘের কানের ভেতরের অংশ বানিয়ে নিয়েছি।

ধাপ-১৮

IMG20220213204246.jpg

এরপর বাঘের সম্পূর্ণ মুখে ডোরাকাটা চিহ্ন এঁকে নিয়েছি।

ধাপ-১৯

IMG_20220213_215650.jpg

এরপর বাঘের লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-২০

IMG20220213205833.jpg

এরপর বাঘের মাথা ও লেজ আঠা দিয়ে বডির অংশের সঙ্গে জুড়ে একটি সম্পূর্ণ বাঘ অর্থাৎ আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG20220213211143.jpg

IMG_20220213_210058.jpg

IMG_20220213_221534.jpg

IMG_20220213_221503.jpg

IMG20220213210501.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20220205_123258.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনের পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ ভাবে আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গলের ছবি অঙ্কন করেছেন। আপনার চিত্রাঙ্কন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

রঙিন কাগজের তৈরি রয়েল বেঙ্গল টাইগারটি খুব চমৎকার বানিয়েছেন ভাই আপনি। দেখে মনে হচ্ছে এখনই বাঘটি হামলা করবে। বাঘের পা টা খুব সুন্দর হয়েছে।চোখ দুটো দেখে মনে হচ্ছে শিকার ধরার জন্য তাক করে আছে। খুব সুন্দর বানিয়েছেন বাঘটি দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

আপনি কাগজ দিয়ে অসম্ভব সুন্দর ভাবে একটি বাঘের চিত্র অঙ্কন করেছেন। রয়েল বেঙ্গল টাইগার এক আতঙ্কের নাম তবে এটি আমাদের জাতীয় পশু। আপনি অনেক ভালো মনের একজন শিল্পী হতে পারবেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

আপনার কাগজের তৈরি বাঘটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি কাগজ দিয়ে সুন্দর ভাবে বাঘটিকে সাজিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

দূর থেকে মনে সত্যি সত্যি তাকিয়ে আছে।বেশ ভালো হয়েছে তো।কালারগুলোও একদম পারফেক্ট টাইগারের মত।কালো কালো ফোটা দেওয়াতে আরো ভালো হয়েছে।উপস্থাপনা ও কোড গুলা ভালো হয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি বাঘ তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে এটি একটি রয়েল বেঙ্গল টাইগারের শাবক বা বাচ্চা। গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি রয়েল বেঙ্গল টাইগার আপনি তৈরি করেছেন। আমি প্রথমে ভেবেছিলাম যে এটি হয়তো বাঘের ছবি। পরে ভিতরে বিস্তারিত পরে জানতে পারলাম যে এটি আপনি কাগজ দিয়ে বানিয়েছে। এত নিখুতভাবে বানিয়েছেন যে হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যে এটি ছবি না কাগজের তৈরি। খুব সুন্দর হয়েছে আপনার আপনার বাঘ তৈরিটি।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

সত্যি বলতে দারুন ছিল কাগজের তৈরি বাঘ। আসলে রয়েল বেঙ্গল টাইগার মনে হচ্ছে। এত সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

বাহ ! খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে বানানো রয়েল বেঙ্গল টাইগার । আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুটিয়ে তুলেছেন । দেখে অনেকটা বাঘের বাচ্চার মত মনে হচ্ছিল আমার কাছে । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ❤️

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

বাহ বেশ সুন্দর একটি বাঘের diy তৈরি করেছেন আপনি। ছোট বাঘ মামা কখন যেন হালুম করে ওঠে হাহা😁। খুব সুন্দর উপস্থাপনা ছিল ভাইইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58