"এসো নিজে করি"প্রিয় মানুষটিকে হ্যাট বক্স গিফট উপহার | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি খুবই সুন্দর কাগজের সাহায্যে হ্যাট গিফট বক্স তৈরি করেছি। পৃথিবীতে অনেক প্রকারের গিফট বক্স আছে। কিন্তু আমি আমার প্রিয় মানুষের জন্য হ্যাট গিফট বক্স তৈরি করেছি। এই হ্যাট গিফট বক্স এর মধ্যে আমি আমার প্রিয় মানুষের জন্য আংটি কিনে হ্যাট গিফট বক্স এর মধ্যে রেখে এই হ্যাট গিফ্ট বক্সটি আমার প্রিয় মানুষটিকে উপহার দিয়েছি।

received_252394133487274.jpeg

কাগজের সাহায্যে আমার তৈরি করা হ্যাট গিফট বক্স টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অনেক অনেক খুশি হব।

IMG_20211012_114816.jpg

উপকরণ:
১. রঙিন কাগজ
২. সিজার
৩. পেন্সিল
৪. কাটা কম্পাস
৫. আঠা

ধাপ - ০১

IMG_20211012_115857.jpg

প্রথমে মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০ ২

IMG_20211012_115914.jpg

এরপর কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে কেটে নিয়েছি।

ধাপ - ০৩

IMG_20211012_115820.jpg

এরপর কাগজটিকে গোল করে মুড়িয়ে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ - ০৪

IMG20211011195253.jpg

এরপর গোল করা কাগজটির মাপ নিয়ে গোল করে দুটো কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০৫

IMG_20211012_162553.jpg

এরপরে গোল করে কেটে রাখা কাগজ দুটি সেই মুড়িয়ে রাখা কাগজের তলায় আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে গিফট বক্স এর নিচের বাটি মতো বানিয়ে নিয়েছি।

ধাপ - ০৬

IMG_20211012_162540.jpg

এরপর গিফট বক্স এর উপরের টুপির অংশ বানানোর জন্য একই রকমভাবে কাগজ কেটে গোল করে মুড়িয়ে নিয়েছি।

ধাপ - ০৭

IMG_20211012_162621.jpg

এরপর মুড়িয়ে রাখা কাগজটির তলায় আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ - ০৮

IMG_20211011_211535.jpg

এরপর তলার অংশের মাপ নিয়ে গোল করে একটি কাগজ কেটে আঠা দিয়ে কাগজের তলায় লাগিয়ে দিয়েছি।

ধাপ - ০৯

IMG_20211012_120029.jpg

এরপর ৭ সেন্টিমিটার মাপ নিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ -১০

IMG_20211012_120052.jpg

এরপর বৃত্তটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ১১

IMG_20211012_120117.jpg

এরপর আবার মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছে।

ধাপ -১২

IMG_20211012_120133.jpg

এরপর আরো একবার বৃত্তটিকে মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ -১৩

IMG_20211012_120147.jpg

এরপর দুই পাশ থেকে বৃত্তটিকে ছবিতে দেখানো উপায়ে ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ১৪

IMG_20211012_120206.jpg
এরপর ছবিতে দেখানো উপায়ে ভাঁজ করা কাগজটি কেটে নিয়েছি।

ধাপ - ১৫

IMG_20211012_120352.jpg

এরপর কাগজটি খুলে নিয়েছি।

ধাপ - ১৬

IMG_20211012_120529.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা টুপির উপরের অংশের মাপ নিয়ে কাগজটি গোল করে কেটে নিয়েছি।

ধাপ -১৭

IMG_20211012_120850.jpg

এরপর এই গোলাকার ঘের দেওয়া কাগজটি টুপির উপরের অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ - ১৮

IMG_20211012_120552.jpg

এরপর টুপিতে ফুল লাগানোর জন্য মাপমত একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ১৯

IMG_20211012_120607.jpg

এরপর কাগজটিকে ত্রিভুজের মতো তেরছা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ২০

IMG_20211012_120626.jpg

কাগজটিকে ত্রিভুজের মত করে আরো এক ভাঁজ দিয়ে নিয়েছি।

ধাপ - ২১

IMG_20211012_120641.jpg

একইভাবে আবারো আরো এক ভাঁজ দিয়ে নিয়েছি।

ধাপ - ২২

IMG_20211012_120656.jpg

এরপর পেন্সিল দিয়ে ভাঁজ করা কাগজটির গায়ে একটি ফুলের পাপড়ি আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ২৩

IMG_20211012_120711.jpg

এরপর কেচি দিয়ে ফুলটি কেটে নিয়েছি।

ধাপ - ২৪

IMG_20211012_120724.jpg

এভাবে একই রংয়ের আরো অনেকগুলো ফুল কেটে নিয়েছি।

ধাপ - ২৫

IMG_20211012_120735.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে ফুলের একটি পাপড়ি কেটে পাশের পাপড়িতে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ - ২৬

IMG_20211012_120754.jpg

এরপর আঠা লাগানো পাপড়ির এর সাথে তার পাশের পাপড়িটি লাগিয়ে দিয়েছি। এভাবে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -২৭

IMG_20211012_120815.jpg

এরপর আঠা দিয়ে এই ফুলগুলো একটির উপর আরেকটি পরপর সাজিয়ে বসিয়ে দিয়েছি এবং রঙিন কলম দিয়ে ফুলের ভিতরে অংশ রং করে নিয়েছি। এভাবে খুব সহজেই টুপিতে লাগানোর জন্য ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ২৮

IMG_20211012_121116.jpg

এরপরে ফুলগুলো আঠা দিয়ে টুপির সাথে লাগিয়ে দিয়েছি। এভাবে খুব সহজেই তৈরি করে নিয়েছি হ্যাট গিফট বক্স।

ফলাফল

received_252394133487274.jpeg

IMG_20211012_115029.jpg

IMG_20211012_114816.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211012_133657.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিকাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি,আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  

প্রিয় মানুষটিকে হ্যাট বক্স গিফট উপহার তৈরি টা দেখতে খুব সুন্দর লাগছে। শুভেচ্ছা রইল আপনার প্রিয় মানুষের জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ভাই আপনার ডাইটি অনেক সুন্দর হয়েছে। বক্সটি একেবারে অপরূপ হয়েছে। ধন্যবাদ ভাই।

 3 years ago 

সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া‌ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর গিফ্ট বক্স তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার গিফট বক্স অসাধারণ হয়েছে। আপনার প্রতিটি কাজই ইউনিক। ডাই ওয়ার্ক হিসাবে দারুন। অনেক ধন্যবাদ

 3 years ago (edited)

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

প্রিয় মানুষটার জন্য তৈরি উপহার সবসময় স্পেশাল হয়। আর তা যদি নিজ হাতে তৈরি হয় তাহলে কিন্তু তার স্পেশালিটি আরও বেড়ে যায়। হ‍্যাট বক্সটা খুব সুন্দর হয়েছে ভাই। খুব সুন্দর পোস্ট।।

 3 years ago 

আমার তৈরিকৃত হ্যাট গিফ্ট বক্সটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ,ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনার প্রিয় মানুষটির জন্য উপহারটি খুবই সুন্দর করে তৈরি করেছেন। সত্যিই প্রিয় মানুষটিরকে উপহার দেওয়ার জন্য খুবই আকর্ষণীয় একটি উপহার আপনি নিজ হাতে তৈরি করেছেন। নিজ হাতে তৈরি করার উপহার দেওয়া মধ্যে অনেক আনন্দ কয়েছে।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনার প্রিয় মানুষটির জন্য অত্যন্ত সুন্দর একটি বক্স বানিয়েছেন জানিনা প্রিয় মানুষটিকে তবে সে যেই হোক তার জন্য আমি যে পরিশ্রম করে উপহারটি স্পেশাল। আপনার প্রিয় মানুষটির ভালোবাসা সারা জীবন পান এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার জন্য এবং আপনার প্রিয় মানুষটির জন্য দোয়া রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

প্রিয় মানুষটিকে হ্যাট বক্স গিফট উপহার দেওয়ার জন্য এমন একটি ইউনিক জিনিস তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনার প্রিয় মানুষটিকে হ্যাট বক্স গিফট উপহার আমার খুব পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। বেশ ভালো লেগেছে আমার। শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

অনবদ্য একটি ডাই বানিয়েছেন ভাই। সত্যি এটি একটি ইউনিক আইডিয়া ছিলো। আমার বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরিকৃত হ্যাট গিফ্ট বক্সটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ,ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69229.38
ETH 3686.26
USDT 1.00
SBD 3.43