Hope truck / আশার তরী (Poem/কবিতা) #22

in #esteem7 years ago

images.jpg

Hope truck

- Muhammad Mridha Shaheen

The river that had left the shore,
Slow the mast in the middle ocean.
I thought it was Tufan Tufan,
some day
Come back to the pit again.
In that hope book
I gave a dream berbondha,
If the river fills.
Varani broke the river,
Mirat did a lot of pain

You have not lost any hope
Maybe a little bit away
Forgetting sadness in memory
If you think you can come.
So waiting for today,
The way of the road, the bird of prey,
Dhaka is the sun,
Happy Dillon Kavu Uuci

The trunk is drowning today,
He will not return and will not return
At the right ..
That favorite today has been another,
He will not come and not come,
_Which forgets happiness
=========================
=================================

আশার তরী

- মুহাম্মদ মৃধা শাহীন

যে তরী কূল ছেড়ে গিয়ে ছিলো,
মাঝ সমুদ্রে মাস্তুল ছিড়ে।
ভেবে ছিলাম তুফানে তুফানে,
কোন এক দিন
আসিবে আবার কূলে ফিরে।
সেই আশায় বুক বেঁধে
দিয়েছি স্বপ্নেরর বেরিবাঁধ,
যদি হয় নদীর ভরাট।
ভরেনি নদী ভেঙ্গেছে কিনার,
দুখ খুড়ে অন্তর করেছে মরাট।

হারিয়ে গেছো বলে হইনি নিরাস
হয়তো আছো একটু দুরে।
স্মৃতির টানে দুঃখ ভুলে,
আসতে পারো কভু যদি মনে পরে।
তাই আজো অপেক্ষায়,
দুর পথ চেয়েছি হয়ে চাতক পাখি।
কুয়াশায় ঢাকা জীবনের সূর্য,
সুখ দিলোনা কভু উুকি।

সেই তরী আজ গিয়াছে ডুবে,
সে ফিরবে না আর ফিরবে না
_ এ কূলে।।
সেই প্রিয় আজ হয়েছে অন্যের,
সে আসবে না আর আসবে না,
_ কভু সুখ ভুলে।।

Sort:  

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (05/03/2018) link

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63478.31
ETH 2604.35
USDT 1.00
SBD 2.83