বাঙালি রেসিপি : জিওল মাছের ঝাল || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @akash09
আজ মঙ্গলবার , জানুয়ারি ৪/২০২২❤️❤️


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20220104_160541.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব অর্থাৎ জিওল মাছের ঝাল তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা মাছে ভাতে বাঙালি। যেখানে খাওয়া-দাওয়ার প্রসঙ্গ আসে সেখানে মাছ ছাড়া আমরা কোন কিছু যেন ভাবতেই পারি না। গরম গরম ভাত ও মাছ কথাটি ভাবলে জিভে জল চলে আসে। বাঙালি কিন্তু মাছ খায় না এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে সত্য কথা বলতে আমি মাছ একটু কম খাই কারণ মাছের কাটা, কিন্তু দিন দিন যত বড় হচ্ছি মাছের প্রতি একটা ভালোবাসা বেড়েই যাচ্ছে। এখন মাছ খেতে যথেষ্ট ভালো লাগে। জিওল মাছের কাঁটা নেই তাই জিওল মাছ আমার খুব পছন্দ। আর মাছ যদি ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। তো চলুন শুরু করা যাক।


জিওল মাছ রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে


20220103_130151.jpg

20220103_130218.jpg

নংউপকরণ
পেঁয়াজ কুচি
শুকনো মরিচ গুঁড়ো
ধনেগুঁড়ো
জিরা গুঁড়ো
হলুদ
পরিমাণ মতো লবণ
সয়াবিন তেল
তেজপাতা
রসুন বাটা
১০কাঁচা মরিচ কুচি


এবার চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করলাম

ধাপ ১


প্রথমে মাছ গুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম।

20220103_125211.jpg

ধাপ ২


তারপর করাই গরম হয়ে এলে সয়াবিন তেল ঢেলে দিলাম।

20220103_130423.jpg

ধাপ ৩


তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যেহেতু জিওল মাছের ঝাল সেজন্য কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছে।

20220103_130508.jpg

ধাপ ৪


তারপর এরমধ্যে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরেগুঁড়ো ধনেগুঁড়ো, লবণ, তেজপাতা, আদা বাটা দিয়ে দিলাম।

20220103_130738.jpg

ধাপ ৫


তারপর মসলাগুলো ভালোভাবে ভুনা করে নিলাম।

20220103_130852.jpg

ধাপ ৬


ভোনা করা মসলার মধ্যে জিওল মাছ গুলো দিয়ে দিলাম।

20220103_130931.jpg

ধাপ ৭


মাছগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম।

20220103_131658.jpg

ধাপ ৮


তারপর যেহেতু বেশি ঝোল রাখবো না সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য।

20220103_131726.jpg

ধাপ ৯


ঝোল একটু গাঢ় হয়েছে। এদিকে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জিওল মাছ খাওয়ার জন্য প্রস্তুত।

20220103_132212.jpg

ধাপ ১০


কড়াই থেকে একটি পাত্রে মাছগুলো নামিয়ে নিলাম।

20220103_133940.jpg

20220103_133841.jpg

দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভাল লাগবে।



আজ আর নয় অন্য কোন একদিন আবার দেখা হবে
🥰সবাইকে ধন্যবাদ 🥰



আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।

Sort:  
 2 years ago 

ওয়াও ভাই অনেক দিন পরে এই রেসিপি টা দেখলা খুব সুন্দর হয়েছে প্রতিটা ধাপ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা খেতে অনেক সুস্বাদু। রান্না করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনি শিং মাছ গুলো অনেক সুন্দর রান্না করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে। এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই মাছটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভালো লাগলো

আপনি খুবই সুন্দর করে মজাদার একটি রেসিপি রান্নাকরেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। এই মাছটা আমার কাছে খেতে অনেক দারুণ লাগে। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ধাপ সুন্দর করে করেছেন উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভালো লাগলো

Loading...
 2 years ago 

আমার খুবই পছন্দের এবং প্রিয় মাছ হচ্ছে জিওল মাছ। আপনার রেসিপিটি দেখে আমার মাছ খাওয়ার ইচ্ছা জাগছে।আপনি বেশ সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জিওল মাছের ঝাল এর অনেক সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। জিওল মাছ আমার কাছে যে কতটা ভালো লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আলু দিয়ে জিওল মাছ ভুনা করলে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্য পড়ে সত্যি খুব ভাল লাগলো।

 2 years ago 
  • জিওল মাছের রেসিপিটা খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার জিওল মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে এই রেসিপিটি উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জিওল মাছ খুবই টেস্টি হয়ে থাকে। এই মাছগুলো আমার খুব ফেভারিট ।আপনার জিওল মাছের রেসিপি টি খুবি সুন্দর হয়েছে। রেসিপিটি আমার কাছে খুবই লোভনীয় লাগছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বর্ণনা দিয়েছেন ।এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62604.24
ETH 3437.54
USDT 1.00
SBD 2.50