DIY-এসো নিজে করি || কাগজ দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @akash09
আজ মঙ্গলবার , ডিসেম্বর ২৮/২০২১❤️❤️


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20211228_151528.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের একটি DIY অর্থাৎ কাগজের ওয়ালমেট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যাইহোক এই ওয়ালমেট তৈরি করার জন্য আমি বিভিন্ন ধরনের কাগজ ব্যবহার করেছি। ওয়ালমেটটি তৈরি করার জন্য লাল ও কালো রঙের কাগজ ব্যাবহার করেছি।

কাগজের ওয়ালমেট তৈরি করতে যা যা লাগবে

20211227_151556.jpg

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • আঠা



এবার চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে আমি ওয়ালমেট তৈরি করলাম

ধাপ ১


প্রথমে সমানভাবে অনেকগুলো কাগজ কেটে নিলাম।

20211227_152513.jpg

ধাপ ২


তারপর কাগজটি সমানভাবে কোনাকুনি করে দুই পাশে ভাজ করে দিলাম। আর প্রতিটি ধাপ কিভাবে ভাঁজ করেছি তা নিচের ছবির মাধ্যমে দেখা যাচ্ছে।

20211228_151845.jpg

ধাপ ৩


তারপর কাগজটিকে রুল দিয়ে মার্ক করে নিলাম। এবং কেচি দিয়ে কেটে দিলাম। ব্যাস আমার ফুলটি তৈরি হয়ে গেল।

20211228_151938.jpg

ধাপ ৪


প্রথমে একটি কাগজ লম্বা করে কেটে নিলাম। তারপর কাগজটি কেচি দিয়ে কুচি কুচি করে কাটলাম। তারপর রোল করে ঘুরিয়ে দিলাম। ব্যাস এভাবে আবার ফুলের কলি তৈরি হয়ে গেল।

20211228_154139.jpg

ধাপ ৫


এরপর আরেকটি কাগজ দিয়ে রোল করে লম্বা লাঠির মত বানিয়ে নিলাম।

20211228_154322.jpg

ধাপ ৬


এবার বানিয়ে নেওয়া দুটি পাপড়ি একত্র করলাম।

20211227_164732.jpg

ধাপ ৭


এবার কাগজ দিয়ে বানিয়ে নেওয়া কাঠিগুলো একত্র করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20211227_163154.jpg

ধাপ ৮


কাঠিগুলো ডাবল করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20211227_164513.jpg

ধাপ ৯


এবার আটা দিয়ে বাড়িয়ে নেওয়া ফুল গুলো লাগিয়ে দিচ্ছি।

20211227_165725.jpg

ধাপ ১০


একইভাবে আরেক সাইডে ফুল লাগিয়ে দিলাম।

20211227_170829.jpg

শেষ ধাপ


ব্যাস এভাবে আমার ওয়ালমেট অলরেডি তৈরি হয়ে গেল। ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। কয়েকটি ছবি দিয়ে দিলাম।

20211227_170847.jpg

20211227_170345.jpg



দেখুন কি সুন্দর আমার ওয়ালমেট অলরেডি তৈরি। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভাল লাগবে।

❤️সবাইকে ধন্যবাদ❤️



আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।

Sort:  
 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

কাগজ দিয়ে দারুন সূর্যমুখী ফুল তৈরি করেছেন এবং দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। আর এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে অসাধারণ লাগে এবং ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 3 years ago 

চমৎকার একটি ওয়ালমাট বানিয়েছেন । আপনার পোস্টের উপস্থাপনা ও সুন্দর হয়েছে। চেষ্টা করুন নতুন কিছু বানাতে। নিজের সৃজনশীলতা প্রয়োগ করতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার প্রতিটি কথা আমার অনেক ভালো লাগে। এবং কিছু শিক্ষণীয় বিষয় দেওয়ার জন্য আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🥰

 3 years ago 

সূর্যমুখী ফুলের ওয়ালমেট টা অনেক দক্ষতার সাথে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে । অনেক ভালো হয়েছে আপনার ওয়ালম্যাট টা দারুন ছিল সব মিলিয়ে । আমি প্রায় চেষ্টা করি এমন ওয়ালম্যাট বানাতে কিন্তু কোনো একটা পর্যায় গিয়ে বিফল হই । আপনার পোস্ট টা দেখে একবার চেষ্টা করা যেতে পারে । ধন্যবাদ ভাই ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। চেষ্টা করলে মানুষ কি না পারে। আপনিও পারবেন চেষ্টা করবেন ভাইয়া। 🥰

অনেক সুন্দর হয়েছে ভাই রঙিন পেপার দিয়ে ওয়ালমেট টি । ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দরভাবে । তবে সূর্যমুখী 🌻🌻 ফুলগুলো অসাধারণ হয়েছে । ধন্যবাদ আপনাকে । শুভকামনা রইল ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অনেক সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করেছেন। যার অনেকটাই ইউনিক ছিল ।সুন্দর পেরেছেন ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67164.91
ETH 3518.77
USDT 1.00
SBD 2.71