রেসিপি : সবজি খিচুড়ি || কপি,বেগুন,সিম ও আলু দিয়ে সুস্বাদু খিচুড়ি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @akash09
আজ বুধবার , জানুয়ারি ৫/২০২২❤️❤️


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20220104_123352.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রেসিপির নাম সবজি খিচুড়ি এই রেসিপিটি বানানোর জন্য কয়েকটি সবজি নিয়েছি এগুলো হলো কপি, আলু, শিম, বেগুন। আসলেই খিচুড়ি বানানোর কোন প্ল্যান ছিল না বললেই চলে। আপনার হয়তো সবাই জানেন এখন প্রচন্ড ঠান্ডা। কিন্তু অবাক করার বিষয় হলো এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে‌। সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে খিচুড়ি খাওয়ার প্রবণতা কাজ করলো। তবে অবাক করা বিষয় হলো শীতের সময় বৃষ্টি। আসলে আবহাওয়ার লীলা খেলা দেখে সত্যিই আমি অনেক অবাক। যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো চলুন শুরু করা যাক।

সবজি খিচুড়ি রান্না করতে যা যা উপকরণ লাগবে

20220105_154553.jpg

নংউপকরণপরিমাণ
পেঁয়াজ কুচি
শুকনো মরিচ গুঁড়ো২ চামচ
ধনিয়া গুড়া১.৫ চামচ
জিরা গুঁড়ো১.৫ চামচ
হলুদ১ চামচ
পরিমাণ মতো লবণ-
সরিষা তেল-
তেজপাতা-
রসুন বাটা-
১০বারো মিশালি মসলা১ চামচ
১১ছোট এলাচ৪ টি
১২কাঁচামরিচ কুচি-
১৩সিম২০০ গ্রাম
১৪আলু১৫০ গ্রাম
১৫বেগুনবড় দুইটি
১৬কপি১৫০ গ্রাম
১৭ঘি৫০ গ্রাম
১৮চাউল৪০০ গ্রাম
১৯ছোলার ডাল৩০০ গ্রাম


প্রস্তুত প্রণালীঃ



ধাপ ১


চাউল গুলো ভালভাবে পরিষ্কার করে নিলাম।

20220104_110811.jpg

তারপর আলু, বেগুন, কপি, সিম ছোট ছোট করে কেটে নিলাম দেখতেই পারছেন।

20220104_105940.jpg

প্রথমে ছোলার ডাল পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম।

20220104_105900.jpg

ধাপ ২


একটি কড়াইতে সরিষার তেল ও ঘি নিয়ে নিলাম।

20220104_112540.jpg

ধাপ ৩


তারপর এরমধ্যে মসলা গুলো দিয়ে দিলাম।

20220104_112623.jpg

ধাপ ৪


এবার পিঁয়াজ কুচি দিয়ে দিলাম। ও ভালোভাবে মসলাগুলো ভুনা করে নিলাম।

20220104_112734.jpg

20220104_112906.jpg

ধাপ ৫


এবার এর মধ্যে কপি, আলু🥔, শিম, বেগুন 🍆 এগুলো মসলার মধ্যে দিয়ে দিলাম।

20220104_113056.jpg

ধাপ ৬


এবার একটু কষিয়ে নিলাম।

20220104_113208.jpg

ধাপ ৭


তারপর ছোলার ডাল দিয়ে দিলাম।

20220104_113354.jpg

ধাপ ৮


তারপর ধুয়ে রাখা চাউল গুলো দিয়ে দিলাম।

20220104_113635.jpg

ধাপ ৯


এবার সবগুলো একসাথে ভালো ভাবে কষিয়ে নিলাম।

20220104_114228.jpg

ধাপ ১০


এবার পরিমান মত পানি দিয়ে দিলাম। তবে পানি গরম করে দিলে ভালো হয়। তাই আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম।

20220104_114344.jpg

ধাপ ১১


নিশ্চয়ই দেখতে পারছেন খিচুড়ি সুন্দর ভাবে রান্না হয়ে গিয়েছে।

20220104_120620.jpg

ধাপ ১২


এবার পরিবেশনের জন্য একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম।

20220104_123249.jpg

20220104_123352.jpg

দেখুন কি সুন্দর আমার রান্না করা খিচুড়ি অলরেডি তৈরি। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভাল লাগবে।



আজ আর নয় অন্য কোন একদিন আবার দেখা হবে
🥰সবাইকে ধন্যবাদ 🥰



আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারন একটি লোভনীয় রেসিপি আপনি তৈরি করেছেন আপনার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে খেতে দারুন মজা হবে কিশোরী আমার এমনিতেই খুব প্রিয় আবার সাথে যদি বেগুন ভাজি থাকে তাহলে তো কথাই নেই ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন। সবজি আমার অনেক পছন্দ, সেই সবজি দিয়ে যদি সবজি খিচুড়ি রান্না করা হয় তাহলে সেটা খেতে আরো বেশি পছন্দের হয়। এবং এটা খেতে অনেক বেশি মজার হয়। আপনার খিচুড়ি খুবই লোভনীয় লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67160.08
ETH 3517.35
USDT 1.00
SBD 2.70