বৃষ্টির দিনে আম কুড়ানোর গল্প।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে আপনাদের সবার সাথে বৃষ্টির দিনে আম কুড়ানোর গল্প শেয়ার করব। অনেকদিন আগের ঘটনা আমি যখন ছোট ছিলাম তখনকার ঘটনা। ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বৃষ্টির দিনে বের হয়ে যেতাম আম কুড়ানোর জন্য সেই গল্পটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব।

IMG-20230427-WA0028.jpg

ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের বয়সের অনেক ছেলে মেয়ে ছিল বাড়ির মধ্যে সবাই মিলে স্কুলে যেতাম। স্কুল থেকে আসার পর খেলাধুলা করতাম অনেক দুষ্টামি করতাম এবং অনেক মজা করতাম। মাঝেমধ্যে স্কুল থেকে আসার সময় আশেপাশের বাড়ির বিভিন্ন গাছপালা থেকে আম নিয়ে আসতাম।

একদিন অনেক বৃষ্টি হচ্ছিল স্কুল থেকে আসার সময়। বৃষ্টির মধ্যে যেন বইগুলি না ভিজে হয় সেজন্য বইগুলিকে একটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিলাম। আমরা ছেলে মেয়ে কয়েকজন একসাথে বের হলাম বৃষ্টির মধ্যে বাড়ি যাবো।যাওয়ার সময় বাড়ির পাশে একটি বাগান ছিল আম বাগানের ভিতর দিয়ে গেলাম। যাওয়ার সময় দেখলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আম গাছ রয়েছে গাছ থেকে অনেকগুলি আম নিচে পড়ে রইল না।

আমরা যারা বৃষ্টির মধ্যে বাগান দিয়ে যাচ্ছিলাম শুধু তারাই এই আম গুলো লক্ষ্য করলাম। আমরা আম গুলো কুড়িয়ে নিলাম সবাই এবং সবাই মিলে একসাথে ভাগাভাগি করে পরবর্তীতে ঘরে নিয়ে গেলাম। এটা ছিল আমার বৃষ্টির দিনে আম কুড়ানো ঐদিন প্রথম ঘটনা। এরপর থেকে প্রায় বৃষ্টি হলে এরকম সবাই মিলে সবাই মিলে বই খাতা পলিথিন এর মধ্যে ঢুকিয়ে বৃষ্টি মধ্যে চলে যেতাম আম কুড়ানোর জন্য।

শুধু যে বৃষ্টির দিনে আম কুড়াতাম তা না বৃষ্টির দিনে আমরা সবাই মিলে খেলাধুলা করতাম এবং সবাই মিলে একসাথে বিভিন্ন ফল গাছের নিচে গিয়ে দেখতাম কোন ফল গাছ থেকে পড়ছে কিনা ।ওইদিকে লক্ষ্য রাখতাম এবং সবাই মিলে একসাথে গোসল করতাম আরো অনেক মজা করতাম। ছোটবেলার অনেক স্মৃতি মাঝেমধ্যে অনেক বেশি মনে পড়ে যদি অতীতে ফিরে যাওয়া কখনোই সম্ভব না। তারপরও সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে মন চায় অতীতে আবার ফিরে যাই।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে আম কুড়ানোর মজাই আলাদা ।আপনার ঘটনাটি পড়ে আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবারই মনে হয় বৃষ্টির দিনে আম কুড়ানোর একটা স্মৃতি রয়েছে। বই খাতা গুলো পলিথিনে না ঢুকালে ভিজে একাকার হয়ে যেত। ভালোই হয়েছে বৃষ্টি ভিজে রওনা দেওয়ার কারণে আমগুলো আপনারা পেয়েছিলেন। আর এখন তো বৃষ্টি নামলে বাইরে বের হওয়াই যায় না বিদ্যুত চমকানোর ভয়ে।

 2 years ago 

আসলে আম কুড়ানোর গল্পটা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে রয়েছে। ছোটবেলায় এভাবেই স্কুল থেকে আসার সময় এবং স্কুলে যাওয়ার সময় এরকম বৃষ্টির মধ্যে আম কুড়াতাম আমরা। সেই মুহূর্তগুলো ছিল একেবারেই অন্যরকম এখন মনে পড়লে খুবই কষ্ট লাগে। আসলে ইচ্ছে করে সেই অতীতে ফিরে যেতে কিন্তু এটা কখনো সম্ভব না। আপনার আম কুড়ানোর গল্পটা পড়ে ভালোই লাগলো আমার কাছে।

 2 years ago 

বৃষ্টির দিন নিয়ে আমাদের সকলের জীবনে অনেক রকমের স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশেষ করে আম কুড়ানোর বিষয়টা নিয়ে একটু বেশি স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় যখন বৃষ্টি হত স্কুলে যাওয়া আসার সময় এবং কি বাড়িতে থাকলেও আমকুড়ানোর জন্য চলে যেতাম সবাই মিলে। সবাই মিলে এভাবে আম কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে ভর্তা তৈরি করে খেতাম আবার মাঝে মাঝে আম্মুরা আচার দিত সেই আমগুলো দিয়ে। আপনার আম কুড়ানোর গল্পটা কিন্তু খুবই ভালো ছিল ভীষণ ভালো লেগেছে পড়ে।

 2 years ago 

ছোটবেলা আমিও স্কুল থেকে আসার সময় বৃষ্টি হলে আম কুড়িয়ে নিতাম। বৃষ্টির দিনে আম কুড়ানোর মজাই আলাদা। যদিও ছোট কালে আমরা আম পেতাম সবাই যে যা পেতাম নিয়ে নিতাম। আপনারা তো সবাই মিলে ভাগ করে নিতেন আম। তবে আজকে আপনার পোস্টটি পড়ে ছোটকালের আম কুড়ানোর কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর করে গুছিয়ে ছোটকালে আম কুড়ানোর স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ছোটকালে আম পুড়ানো মজাই আলাদা। ছোটকালে স্কুল থেকে আসার সময় বৃষ্টি হলে বইগুলো প্লাস্টিকের মধ্যে রেখে আম করে নিতাম আমি নিজেও। এবং অন্যান্য ফল পেলে ও নিয়ে নিতাম। আপনার ছোটকালের আম কুড়ানো স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার কারণে আমারও ছোটকালে অনেক কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ছোটকালের আম পোড়ানোর স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03