সন্তানের প্রতি বাবার ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বাবা ভালোবাসা বহিঃপ্রকাশের অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20231102225727.jpg

গত বৃহস্পতিবার সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। তাই স্টিমিট প্লাটফর্মে কাজ করতে পারে নি । রাত আটটার দিকে বাহির থেকে বাসায় ফিরে আসি। ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে হ্যাংআউট শুনার জন্য বসে পড়লাম। হ্যাংআউট শুনে পোস্ট লেখার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি। চেষ্টা করছি রাত বারোটার পূর্বে পোস্ট করার জন্য। আমার বাবা প্রায় সময় রাতে এশারের নামাজ পড়ে বাজারে যায়। কারণ রাতের বেলায় বাজারে গেলে জিনিসপত্র কিছুটা কম দামে পাওয়া যায়। যদিও রাতে বাজার করাটা উত্তম নয়। অনেক সময় জিনিসপত্র নষ্ট বা, পঁচা হয়ে থাকে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে কম দামে জিনিসপত্র কেনা ছাড়া কোন উপায় নেই। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই প্রতিনিয়ত জীবন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। রাত প্রায় ১১ টা ২০ বাজে আমি পোস্ট কিছুটা লিখে শেষ করেছি‌‌। বাবা বাজার থেকে আসছে কিছুক্ষণ হলো। হঠাৎ করে দেখি বাবা আমার রুমে দুটি প্লেট নিয়ে চলে আসলো। প্লেটের মধ্যে চিকেন চাপ এবং রুটি দেখে আমি অবাক হলাম। বাবাকে জিজ্ঞেস করলাম বাবা চিকেন চাপ কোথায় পেলেন? বাবা বললো তোর জন্য নিয়ে আসলাম । তুই আমাকে কিছুদিন আগে বলেছিলি চিকেন চাপ নিয়ে আসার জন্য। বাবা প্লেট দুটি রেখে আমাকে বললো এগুলো খেয়ে নেয়।

IMG20231102225750 (1).jpg

এটা বলে বাবা রুম থেকে চলে গেলো। আমি তার কথা শুনে একে বারে বিস্মিত হলাম । বাবাকে কখন চিকেন চাপের জন্য বলেছি তা মনে নেই। ঐ মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলাম না। আসলে আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তারপরেও বাবা আমার জন্য চিকেন চাপ নিয়ে এসেছে এটা সত্যি আমার জন্য অনেক বড় কিছু। আমি কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর বাবার রুমে গিয়ে জিজ্ঞেস করলাম বাবা আমি আপনাকে কখন বললাম চিকেন চাপ নিয়ে আসার জন্য? বাবা বললো আরে তুই আমাকে অনেক আগে বললি হয়তো তোর মনে নেই। আমি একদিন বাজার থেকে শাকসবজি তরকারি আর বুট ভাজি পেঁয়াজু নিয়ে এসেছি ।

IMG20231102225801.jpg

IMG20231102225810.jpg

তখন তুই আমাকে বললি বাবা বুট ভাজি কেন আনলেন ? চিকেন চাপ পরোটা নিয়ে আসলে খাওয়া যেতো। তোর কথা আমার মনে রয়ে গেলো তাই আজ আমি নিয়ে আসলাম। ‌ যদিও রুটি এনেছি দোকানে পরোটা না থাকার কারণে। তারপর বাবাকে বললাম বাবা আপনি খাবেন না? বাবা বললো তুই তো জানিস আমি এগুলো খাই না । তারপর কোন কথা না বলে রুমে চলে আসলাম। আসলে বাবার কথা গুলো আমার হৃদয়ের খুব গভীরে ছুঁয়ে গেলো। আমি চোখের জল নিয়ে চিকেন চাপ রুটি খাচ্ছি আর ভাবছি বাবার ভালোবাসা অসাধারণ। তার কোন তুলনাই হয় না। বাবা নিজের জন্য কোন কিছুই করে না সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সন্তানের প্রতিটি কথা বাবা মনে রাখে । সন্তানের চাহিদা পূরণের জন্য বাবা সর্বোচ্চ চেষ্টা করে । বাবা হচ্ছে বটবৃক্ষের মতোন নিজে রোদে পুড়ে সন্তানদের কে ছায়া দেয়। এই জীবনে বাবা ভালোবাসা কোন তুলনা হয় না বাবা হচ্ছে মহান।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আসলে ভাইয়া সত্যি বাবার ভালোবাসার কোন তুলনা হয় না। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যি ভাই বাবা ভালোবাসার কখনো তুলনা হয় না ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনি আনতে বলে আপনি ভুলে গেলেন অথচ আপনার বাবা কিন্তু কথাটা ভুলে নাই। আসলে এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা বাবা মা কখনোই সন্তানের কোন আবদার না রেখে থাকতে পারে না। শত কষ্টের মধ্যেও তা পূরণ করার চেষ্টা করে নিজের সাধ্যমত। আপনার পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছে ভাইয়া। আপনার বাবাকে চিকেন চাপ আনতে বলেছিলেন মনে করে সেটা নিয়ে এসেছে আর্থিক অবস্থা একটু খারাপ থাকা সত্ত্বেও । আসলে সন্তানের প্রতি বাবার ভালোবাসা একটি অমূল্য সম্পদ। যার বাবা নেই সেই এই বিষয়টা সব থেকে বেশি ভালো বোঝে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনি ঠিক বলেছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা একটি অমূল্য সম্পদ। ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে আমার খুব কষ্ট হচ্ছিল। এমন একদিন ছিল যেদিন আমার বাবাও আমাকে এভাবে খাবার খাওয়াতো। আপনার পোস্ট পড়ে যেন বাবার কথা মনে পড়ে গেল আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আপনি অনেক আগে চিকেন চপ খাওয়ার কথা বলেছেন আর এত দিন পর আপনার বাবা সেটা মনে রেখে নিয়ে এসেছে শুনে খুব ভালো লাগলো। এরই নাম বাবা। ঠিক বলেছেন ভাইয়া বাজারে জিনিসপত্রের যেই হারে দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকদের রাতে একটু কম দামে বাজার করা ছাড়া উপায় নেই।

 11 months ago 

জ্বী আপু, প্রিয়জন হারিয়ে গেলে প্রিয়জনের রেখে যাওয়া স্মৃতি গুলো চোখের অশ্রু ঝরায়। এতো আবেগময় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

বাবা তো বাবাই বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আসলে প্রতিটি বাবা চান তাদের সন্তানের সকল আবদার পূরণ করার জন্য। সত্যি বাবারা সবকিছু উজাড় করে দেন সন্তানের জন্য। সন্তান ভালো থাকলেই তাদের কাছে সব সুখ। আপনি কবে বলেছেন আপনার মনে নেই অথচ আপনার বাবা ঠিকই মনে করে কিনে নিয়ে এসেছে। দোয়া করি পৃথিবীর সকল বাবা তার সন্তানের কাছে বেঁচে থাকুক।

 11 months ago 

সত্যিই আপু বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 11 months ago 

কি একটা অনুভূতি শেয়ার করলেন ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না। সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। সত্যি বলছেন আসলে এই বর্তমান সময়ের জিনিসের ঊর্ধ্বগতি সবকিছু হাতের নাগালেই চলে যাচ্ছে। বাবার ভালোবাসা আহা কত মধুর! বাবা বলে কথা এত রাতে ছেলের জন্য চিকেন চাপ নিয়ে আসলো। সত্যি বাবার তুলনা হয় না। আশা করি আপনি বাবা মায়ের সেই ভালোবাসাটুকুর মূল্যায়ন ধরে রাখবেন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 11 months ago 

জি আপু, বাবা মায়ের ভালোবাসা মূল্যায়ন ধরে রাখতে চেষ্টা করবো । কারণ তারা ছাড়া পৃথিবী অন্ধকার। ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

আসলেই একজন বাবা আমাদের মাথার উপর বটগাছের মতো ছায়া দেয় সবসময়। যার বাবা নেই একমাত্র সে ই বুঝে বাবা না থাকার কষ্ট। যাইহোক আপনি আপনার বাবাকে কতদিন আগে বলেছিলেন চিকেন চাপ এর কথা, সেটা আপনি ভুলে গেলেও,আপনার বাবা ঠিকই মনে রেখেছে। তাই আপনাকে চিকেন চাপ এনে দিয়েছে দেরিতে হলেও। পৃথিবীর প্রতিটি বাবা বেঁচে থাকুক যুগ যুগ ধরে সেই কামনা করছি। আপনার পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56