নাটক রিভিউ : " ঝামেলা আনলিমিটেড" ( ৭ থেকে ৯ পর্ব )
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নাটক রিভিউ ঝামেলা আনলিমিটেড (৭ থেকে ৯ পর্ব) সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
নাটক সসম্পর্কে কিছু তথ্য :-
নাটকের নাম | "ঝামেলা আনলিমিটেড " |
---|---|
পর্ব | ১ থেকে ৬ |
রচনা | আহসান আলমগীর |
টাইটেল ও সম্পাদনা | মনির সরকার |
অভিনয়ে | মোশারফ করিম , ফজলুর রহমান বাবু, আ.খ.ম হাসান , ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা, সোনিয়া হোসেন, কল্যাণ কুরাইশী, তারেক স্বপন, নূরে আলম নয়ন, আমানুর হক হেলার, আকাশ রঞ্জন, ইফফাত তৃষা, শৈলি, এবং মামুনুর রশীদ। |
গানের কথা | রেজা শানূ |
সুর এবং সংগীত | যে.কে মজলিস |
কন্ঠ | সমরজিৎ রায় |
চিত্রগ্রহণ | মশিউর রহমান, কাউসার রাজিব |
মূল কাহিনী
নাটকের সপ্তম পর্বের শুরুতে দেখা যাচ্ছে আ খ ম হাসানের চার হাজার টাকা মোশারফ করিম বালিশের কভারের মধ্যে পেয়েছে। বাসায় রাত্রে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখন মোশারফ করিম চুরি করার উদ্দেশ্যে মানিব্যাগ বালিশের কাভারের টাকা-পয়সা খুঁজতেছে। হঠাৎ করে বালিশ কভার মধ্যে হাছানের টাকা পেয়েছে। সকাল বেলা ফারুক আহমেদ যখন ঘুম থেকে উঠে তারেক স্বপনকে বলছে যেই সে হাসানের টাকা চুরি করে নিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। এরই মধ্যে হাসানের ফোন এসেছে গ্রামে বাড়ি থেকে তার মা তাকে টাকা পাঠানোর জন্য বলছে। তখন হাসান তার মাকে বললো টাকা কেউ চুরি করে নিয়ে গেছে কি করে পাঠাবো।
পরবর্তীতে মোশারফ করিম হাসানের মায়ের কথা শুনে তাকে তার টাকা ফেরত দিলো। মোশারফ করিম হাসানকে টাকা ফেরত দিতে মনে হচ্ছে যেন মোশারফ করিম দয়া করে হাসানকে তার নিজের পকেটের টাকা ফেরত দিচ্ছে । নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় মোশারফ করিম বাসার মধ্যে আছে তার মামি বাহির থেকে বাসার মধ্যে আসলো।। কিন্তু মোশারফ করিম তার মামিকে চিনতে পারে নি। একে অন্যজনকে না চিনার কারণে মোশারফ করিম তার মামীকে বাসার মধ্যে ঢুকতে দিচ্ছে না তার মামী তো অবাক শুধু বলতেছে তুমি কে তুমি বাসার মধ্যে কিভাবে এলে? এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া আরম্ভ হলো। পরবর্তীতে তাদের মধ্যে পরিচয় হলো।
ফারুক আহমেদ বাসায় ছাদের উপরে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওয়াহিদা মল্লিক জলি এসে ফারুকের সাথে নানা ভাবে কথা বলতেছে। ওয়াহিদা মল্লিক জলি নানা কৌশল মাধ্যমে কথা বলে তার প্রশংসা করে ফারুকের কাছ থেকে টাকা কিংবা অন্য কিছু আদায় করতে চায়। ফারুক ও খুব কৌশলে তার কথার উত্তর দিলো সে বুঝতে পারলো তার প্রশংসা করার অর্থ হচ্ছে তার থেকে কোন কিছু আদায় করে নেওয়া। ফারুক মনে মনে বলছে সবই হচ্ছে ধান্দা করে টাকা পয়সা আদায় করার কৌশল। ওয়াহিদা মল্লিক জলি গেলো তার প্রেমিকের সাথে দেখা করতে সেখানে যাওয়ার পরে তাদের মধ্যে আলাপচারিতা হলো তার প্রেমিককে বললো একটি হাতের আংটি কিনে দেওয়ার জন্য।
তার প্রেমিক হাতের আংটি কিনে দেওয়ার জন্য জুয়েলারি দোকানে গেলো। দোকানে গিয়ে দেখল তার পূর্বে হারিয়ে যাওয়া আন্টির সাথে দোকানের কোন আংটি মিল নেই এই নিয়ে তার সাথে তার প্রেমিকা বেশ ঝামেলা হলো। পরে অন্য একটি আংটি তারা দোকান থেকে নিলো। হাতের আংটি কেনার পর জলি প্রেমিক তাকে ব্ল্যাকমেইল করার জন্য তাদের বাসায় নিয়ে আসলো। বাসার মধ্যে তার প্রেমিক সিসি ক্যামেরা সেট করলো। প্রেমিক নানাভাবে কৌশলে তার সাথে রোমান্স করতে চাচ্ছে। পরবর্তীতে রোমান্সের ভিডিও দেখিয়ে যেন থাকে ব্ল্যাকমেইল করতে পারে। জলি এই বিষয়টি বুঝতে পেরে কৌশলে তার কাছ থেকে এড়িয়ে গেলো।
ফজলুর রহমান বাবু মোশারফ করিমকে খুঁজতেছে। মোশারফ করিম, বাবু চোর দলের সদস্য তাই মোশারফ করিমকে দিয়ে চুরি করানোর জন্য ফজলুর রহমান বাবু তাকে পাগলের মতো খুজতেছে। তাকে একটি বাসার ছাদে দেখতে পেলো। ফজলুর রহমান বাবু তারেক স্বপনের সাথে তর্ক-বিতর্ক করে বাসের মধ্যে ঢুকে পরলো। এবং বাসায় ছাদে উঠে মোশারফ করিমকে খুঁজতে লাগলো। মোশারফ করিম বাবুকে দেখে নিজেকে রক্ষা করার জন্য লুকিয়ে বেড়াচ্ছে। পরবর্তী মোশারফ করিম একটি রুমের মধ্যে ঢুকে পড়লো না। মোশারফ করিম লুকিয়ে যাওয়ার কারণে ফজলুর রহমান বাবু তাকে অনেক খোঁজাখুঁজি করে দেখতে পেল না।
ব্যক্তিগত মতামত
নাটকটি থেকে অনেক বিষয় উপলব্ধি করা যায়। প্রথমত মোশারফ করিমের অভিনয় থেকে বুঝা যায় চুরি করলে যে কোন সময় ধরা খাওয়ার আশঙ্কা থাকে। এবং সব সময় নিজের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। যে কোনো খারাপ কাজে নিজেকে জড়িয়ে দিলে তার থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। নাটকটি থেকে আরেক টি বিষয় লক্ষ্য করা যায় আমরা টাকা পয়সা জিনিসপত্র এক জায়গায় রাখি কিন্তু খুঁজি অন্য জায়গায় আর যদি না পাই তাহলে আমরা আমাদের আশেপাশের লোকজনকে চোর হিসেবে সাব্যস্ত করে থাকি। কিন্তু সত্যিকার অর্থে আশেপাশের লোকজন ঐ টাকার ব্যাপার কিছুই জানে না। আমাদের জীবনে সমস্যা থাকবে কিন্তু তা সমাধান করে চলতে হবে ঝামেলা ছাড়া কারো জীবন থাকতে পারে না।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের ভিডিও লিংক
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/MdAgim17/status/1676481734244974594?s=20
বাহ! মোশারফ করিমের নাটক মানে হচ্ছে অসাধারণ। আমার কাছে তো বেশ ভালোই লাগে মোশারফ করিমের নাটক গুলো। আমিও প্রায় সময় দেখে থাকি আমার মোবাইলে মোশারফ করিমের নাটক। আপনার নাটক রিভিউ টা পড়েছি অনেক ভালো লেগেছে পড়ে। আশা করি একদিন দেখে নিতে হবে সময় করে। অসাধারণ একটি রিভিউ শেয়ার করলেন খুব সুন্দর একটি নাটক ঝামেলা আনলিমিটেড।
জি মোশারফ করিমের নাটক গুলো আমার কাছে খুব ভালো লাগে। এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
ঝামেলা আনলিমিটেড নাটকটির ৭ থেকে ৯ পর্ব পর্যন্ত আজকে আমাদের মাঝে রিভিউ তুলে ধরেছেন দেখে পড়ে খুব ভালো লেগেছে। এরকম নাটকের রিভিউ গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মোশারফ করিমের নাটক আগে দেখা হতো তবে এখন তেমন দেখা হয় না। দেখা যাক পরবর্তী পর্বে কি হয় এ নাটকটির।
নাটকটি দেখে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফজলুর রহমান বাবু অনুশারফ করিম আমার অনেক পছন্দের অভিনেতা। তাদের অভিনয় গুলো দেখতে ভীষণ ভালো লাগে। নাটকটি আমার দেখা হয়নি সময় পেলে অবশ্যই দেখবো।
জ্বী আপু, মোশারফ করিমের অভিনয় বেশ অসাধারণ। এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।আমারও আগ্রহ বেড়ে গেল নাটকটি দেখার।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ জানাই এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য।