আমার তোলা কাঁচা লঙ্কার আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কাঁচা লঙ্কার সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
কাঁচা লঙ্কার আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
কাঁচা লঙ্কা আমাদের সকলের বেশ পরিচিত। কাঁচা লঙ্কা কে আমরা অনেকেই কাঁচা মরিচ বলে থাকি। কাঁচা লঙ্কা এক প্রকারের ফল যা মসলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। অনেকে আমরা ঝাল খেতে বেশ পছন্দ করি। কাঁচা লঙ্কা বিভিন্ন খাবার তৈরিতে বেশ ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে সালাত এবং ঝাল যুক্ত খাবারে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়ে থাকে। কাঁচা লঙ্কার অনেক জাত রয়েছে। জাত ভেদে কাঁচা লঙ্কার আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। বিভিন্ন জাতের উপর নির্ভর করে কাঁচা মরিচের ঝাল কম বেশি হয়ে থাকে। ক্যাপসিকাম জাতীয় মরিচ গুলো সবজি হিসাবে রান্না করা হয়। কাঁচা মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাঁচা মরিচ বেশ কার্যকরী ভূমিকা পালন করে। দেহের ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের সংক্রমণ কমাতে কাঁচা মরিচ বেশ সহায়ক ভূমিকা পালন করে। গাছের ঝুলন্ত অবস্থায় কাঁচা মরিচ দেখতে খুবই সুন্দর লাগে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1853310110116016286?t=-pQICHr6VoO3gDcwUrwktQ&s=19
Seeing these photographs made me feel better. Thank you very much for capturing the photographs from different angles and presenting them beautifully.
Many greetings and good wishes to you.