আমার তোলা কাঁচা মরিচের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativitylast month

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কাঁচা মরিচ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

কাঁচা মরিচের আলোকচিত্র

1000062744.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20240528113541.jpg

কাঁচামরিচ আমাদের সকলের খুব পরিচিত। কাঁচামরিচ এক প্রকারের ফল যা মসলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। ঝাল স্বাদের জন্য যে কোনো তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করা হয়। কাঁচামরিচ যে কোন ফল মাখানো এবং সালাত তৈরিতে ঝাল স্বাদের জন্য দেওয়া হয়। কাঁচা মরিচ, কাঁচা অবস্থায় সবুজ থাকে পাকলে হলুদ এবং লাল বর্ণ হয়ে থাকে। কাঁচামরিচ সারা বছর পাওয়া যায়। তবে শীতকালে বেশি উৎপাদন হয়ে থাকে। সকলের বাসা বাড়িতে কমবেশি কাঁচামরিচ রোপণ করা হয়ে থাকে। কাঁচা মরিচের অনেক পুষ্টি উপাদান রয়েছে। কাঁচা মরিচে ভিটামিন এ, যা রাতকানা নিরাময় এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি, যা চোখের জন্য ভালো। কাঁচামরিচ ওজন কমাতে সাহায্য করে। সর্দি–কাশি হলে নাক বন্ধ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়, মরিচ নাক বন্ধ দূর করে।

IMG20240528113449.jpg

IMG20240528113313.jpg

IMG20240528112207.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

আমরা একে কাঁচালঙ্কা বলে চিনি। প্রথমে মরিচ দেখে ভেবেছিলাম হয়তো গোলমরিচের ছবি দিয়েছেন। কিন্তু পরে দেখলাম লঙ্কার ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আসলে এক এক দেশে এক এক ধরনের নাম। পৃথিবীর মধ্যে বৈচিত্রের অভাব নেই। তবে আপনি খুব সুন্দর করে ছবিগুলি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 85990.63
ETH 2131.32
USDT 1.00
SBD 0.91