আমার লেখা কবিতা "কল্পনার অনুভূতিতে ভাসি "

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা কল্পনার অনুভূতিতে ভাসি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং আমাদের প্রিয় দাদাকে নিয়ে মনের অনুভূতি প্রকাশ করেছি। আমাদের দাদাকে নিয়ে হৃদয়ের অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে খুবই ভালো লাগছে।

1000064927.jpg
source

কল্পনার অনুভূতিতে ভাসি

আমার বাংলা ব্লগ শুধু
একটি কমিউনিটি নয়
হৃদয়ের প্রত্যাশা এবং ভালোবাসা।
আমার বাংলা ব্লগ
জীবনের পথ চলার
নতুন এক সম্ভাবনা।

আমার বাংলা ব্লগ
হৃদয়ের বাগানে ফোঁটা
ফুটন্ত লাল গোলাপ।
আমার বাংলা ব্লগ আমাদের হৃদয়ে
একটি নতুন সকালের
নতুন প্রত্যাশার আলো।

আমার বাংলা ব্লগ
হৃদয়ের স্বপ্ন পূরণে
আঁধার রাতে পূর্ণিমার আলো।
আমার বাংলা ব্লগ
জীবনকে উপভোগ করার
হাসি আনন্দের মেলা।

আমার বাংলা ব্লগ
হৃদয়ের আবেগ অনুভূতিগুলোকে
বাঁধাহীন ভাবে প্রকাশ করা।
আমার বাংলা ব্লগ
প্রতিটি সদস্যের হৃদয়ের সম্পর্কের
মাতৃত্বের অটুট ভালোবাসার বন্ধন।

আমার বাংলা ব্লগ
যার হাত ধরে গড়ে উঠা
তিনি শ্রদ্ধেয় প্রিয় আরএমই দাদা।
শ্রদ্ধেয় প্রিয় আরএমই দাদা
শুধু পরিচিত মুখ নয়
অন্তরের মনিকোঠায় আস্থা এবং ভালোবাসা।

যিনি আমাদের শ্রদ্ধেয় দাদা
তিনি মহানুভবতা, উদারতা এবং
মানবিকতার উজ্জল প্রতিচ্ছবি।
শ্রদ্ধেয় প্রিয় দাদা শুধু মুখের
কথা দিয়ে নয় কাজে সফলতার
সাক্ষ্য রেখেছে প্রতি পদক্ষেপে।

শ্রদ্ধেয় প্রিয় দাদা যার
সুদূরপ্রসারী দূরদর্শী নেতৃত্বে
আমার বাংলা ব্লগ কমিউনিটি সবাই সেরা।
শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
বাংলা ভাষার মর্যাদা এবং
সম্মান অক্ষুন্ন রেখেছে সবাই মাঝে।

শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
দেখিয়ে দিয়েছেন কিভাবে
ব্যর্থতাকে সফলতার রূপান্তর করতে হয়।
শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
আমার বাংলা ব্লগ কমিউনিটিকে
নিয়ে যাবেন সফলতার দূর থেকে বহু দূরে।

শ্রদ্ধেয় প্রিয় দাদা যিনি
আমাদের সবাইকে আগলে
রেখেছেন মানবিক হৃদয়ের
আন্তরিকতা এবং ভালোবাসার ছায়ায়।

সেই সুশীতল ছায়ায় আমরা হাজারো স্বপ্ন দেখি
কত রকম কল্পনার অনুভূতিতে ভাসি
হৃদয়ের ক্যাম্পাসে ছবি আঁকি
আপনাকে ভালোবেসে প্রিয় দাদা ‌ ।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 months ago 

1000064931.jpg

1000064933.jpg

1000064932.jpg

 2 months ago 

এই কবিতাটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতি এক গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ। এতে ব্লগের মাধ্যমে হৃদয়ের আবেগ, সাফল্য, সম্পর্ক এবং নেতৃত্বের মূল্য তুলে ধরা হয়েছে। বিশেষভাবে, শ্রদ্ধেয় প্রিয় আরএমই দাদার মহানুভবতা ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করা হয়েছে, যিনি ব্লগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কবিতার প্রতিটি শব্দে এক অসীম ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি প্রকাশ পেয়েছে, যা কমিউনিটির সকল সদস্যদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু এই কবিতাটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতি এক গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ আমার। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

দাদাকে নিয়ে হৃদয়ের অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়।

সঠিক বলেছেন ভাই। আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এবং দাদা কে নিয়ে গভীর অর্থবহ একটি কবিতা লিখেছেন। যেখানে শ্রদ্ধেয় দাদা এবং আমাদের প্রিয় কমিউনিটিকে নিয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিটা লাইন আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 months ago 

কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 months ago 

আপনার আজকের কবিতাটা লেখার টপিক অনেক সুন্দর ছিল। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনার কবিতার সবগুলো লাইন ছিল খুব দারুণ। দাদাকে নিয়ে মনের অনুভূতিগুলো খুব সুন্দর করে কবিতার মধ্যে তুলে ধরলেন। সত্যি বলেছেন এই অনুভূতিগুলো প্রকাশ করার মতো নয়।

 2 months ago 

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ভাইয়া ।

 2 months ago 

আপনার লেখা কবিতাটি আবৃত্তি করে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর একটি বিষয় নির্বাচন করে কবিতাটি লিখেছেন।প্রতিটি লাইন খুবই চমৎকার হয়েছে।এই প্রিয় কমিউনিটি, প্রিয় দাদাকে নিয়ে খুব সুন্দর ভাবে কবিতাটি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। কবিতাটি আবৃত্তি করেছেন শুনে খুশি হলাম।

 2 months ago 

বাহ ভাইয়া আপনি তো আমাদের দাদাকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।কল্পনার অনুভূতিতে ভাসি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এবং কবিতার মাধ্যমে আমাদের দাদাকে নিয়ে সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

অনেক দারুণ কবিতা লিখেছেন ভাই। আপনি আমাদের প্রিয় দাদাকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই এত দারুন একটি কবিতা লিখে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

আমার বাংলা ব্লগ নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। যেটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই আমার বাংলা ব্লগের কারণে আমরা অনেক কিছু আশাবাদথে পারি ।এখানে কাজ না করলে হয়তো এই আশাটুকু বাধার কোন শক্তি থাকত না ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের
মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ কবিতা টি পড়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলেই বড় দাদা আমাদের সবাইকে আগলে রেখেছেন। দাদা আমাদের অভিভাবকের মতো। দাদার কোনো তুলনা হয় না। এমন একটা কমিউনিটিতে কাজ করতে পেরে আমরা ভীষণ খুশি। যাইহোক দারুণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি ভাই, শ্রদ্ধেয় বড় দাদা আমাদের সবাইকে আগলে রেখেছেন। দাদা আমাদের অভিভাবকের মতো। ধন্যবাদ আপনাকে ভাই ‌ ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 84536.61
ETH 1588.78
USDT 1.00
SBD 0.78