আমার তোলা মেঘের ☁️ আলোকচিত্র 📸
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা মেঘ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
মেঘের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- Redmi note 7
পড়ন্ত বিকেলে নীল আকাশের নিচে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করতেছি। চারপাশের পরিবেশ খুব চমৎকার। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে । হঠাৎ আকাশের সাদা মেঘের বেলা ভেসে আসলো। নীল আকাশে তুলার মতো সাদা মেঘ মালা ভেসে বেড়াচ্ছে। মেঘ ভেসে যাওয়ার অসাধারণ দৃশ্য খুব ভালো লাগলো। প্রকৃতির পরিবেশ এতো চমৎকার সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেলো। মাঝে মাঝে মনে হয় দূরে মেঘে পাহাড় ভেসে উঠেছে। সাধারণত বাতাসে ভাসমান ছোট ছোট পানিকণা বা, তুষারকণাকে মেঘ বলে। অর্থাৎ বায়ুতে ভাসমান জলীয়বাষ্প শীতল হয়ে যখন অতিক্ষুদ্র পানিকণা ও তুষার কণায় পরিণত হয়ে তখন তার মেঘ হয়ে ধীরে ধীরে ভেসে বেড়ায়।
মেঘ সাধারণত সাদা এবং কালো রঙ্গে দেখা যায়। সাদা রঙ্গে মেঘ দেখতে খুবই সুন্দর। প্রত্যেকদিন নীল আকাশে সাদা মেঘ মালা ভেসে বেড়ানোর অসাধারণ সৌন্দর্য দেখা যায় না। মাঝে মাঝে দেখা যায় । প্রকৃতির অপরূপ বৈচিত্র্যময় এত চমৎকার সৌন্দর্য উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ওয়াও অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন আপনি দেখতে অনেক সুন্দর লাগতাছে।