আমার তোলা সমুদ্র সৈকতের আলোকচিত্র 📸
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
সমুদ্র সৈকতের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- Redmi note 7
প্রকৃতির সৌন্দর্যের অন্যতম উৎসাহের কেন্দ্রবিন্দু হলো সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের দৃষ্টিনন্দন নান্দনিক সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে যায়। সমুদ্র সৈকতে অপূর্ব সৌন্দর্য এতোটা মনোমুগ্ধকর যা বারবার দেখার জন্য হৃদয়ে ব্যাকুল হয়ে ওঠে। দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকাময় সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। নীল আকাশে সাদা মেঘের ভেলা সমুদ্র সৈকতের উত্তাল ঢেউয়ের তরঙ্গ বেশ অসাধারণ। সমুদ্র সৈকতের সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ দেখে মন জুড়ে যায়। সমুদ্রের উপকূলে সারি সারি ঝাউ বনের সবুজের অপরূপ সৌন্দর্য সত্যিই খুব দুর্দান্ত। সমুদ্র সৈকতের বৈচিত্রময় অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে।
কয়দিন আগে আমি যখন সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম তখন এই আলোকচিত্র গুলো মোবাইলে ক্যামেরা বন্দী করি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করছিলাম। প্রকৃতির সৌন্দর্যের অপরূপ দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। সমুদ্র তীর হতে ছুটে চলা ছোট ছোট নৌকা, স্পিডবোর্ড জার্নি বেশ অসাধারণ।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

You shared some stunning photographs of the beach. Thank you for sharing these amazing views with us.
I hope you are well brother? I am really glad to receive your comment. Actually I am very happy that you commented on my post. Brother, thank you from the bottom of my heart for sharing your wonderful feelings. Be well brother.