কিছু রেনডম ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কয়েকটি আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
- এটা হচ্ছে হলুদ কালারের একটি ফুলের ফটোগ্রাফি। আসলে এই হলুদ কালারের ফুলটির নাম আমার জানা নেই। এই হলুদ কালারের ফুলটি ছোট হলেও আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছিল। হলুদ কালারের ফুল হওয়ার কারণে এর সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছিল ফটোগ্রাফি করার পরে। আমি বেশিরভাগ সময় নার্সারিতে গিয়ে ফটোগ্রাফি করি বিভিন্ন রকম ফুলের। এই ফটোগ্রাফি টাও সেখান থেকে করেছিলাম। আমি যখন এই ফটোগ্রাফিটি দেখি তখন আমার কাছেও অসম্ভব ভালো লেগেছিল দেখতে। আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে।
- টাইম ফুলের সাথে আমরা সবাই পরিচিত। টাইম ফুল অনেক রকমের হয়। এরকম টাইম ফুল দেখতে আমি ভীষণ পছন্দ করি। আমি আমাদের বাড়িতে অনেক রকমের টাইম ফুলের গাছ রোপন করেছি। আমি আমাদের বাড়িতে গোলাপি রং এবং সাদা রঙের এবং হলুদ রঙের টাইম ফুলের গাছ রোপ করেছি। আমি এই ফটোগ্রাফিটা আমার রোপন করা ফুল গাছ থেকে করেছি। আসলে নিজের গাছের ফুল হওয়ার কারণে ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লেগেছিল। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছিল কিন্তু এমনিতে আমার গাছের এই টাইম ফুল এর ফটোগ্রাফি।
- এখানে আমি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। পিটুনিয়া ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর কালার একেবারে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। এই পিটুনিয়া ফুলটির কালার লাল এবং সাদা রঙের হওয়ার কারণে ফটোগ্রাফি করার পরে আরো বেশি আকর্ষণীয় লেগেছিল দেখতে। যা দেখে আমি নিজেই অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি এমনিতেই যে কোন কিছুর থেকে ফুলের ফটোগ্রাফি একটু বেশি করতে পছন্দ করি। ফুলের ফটোগ্রাফি করলে মনটাও একেবারে ভালো হয়ে যায়। এই ফুলটির ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছিলাম।
- জিনিয়া ফুলের সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছি। অনেকেরই পছন্দের একটি ফুল হচ্ছে জিনিয়া ফুল। জিনিয়া ফুল আমার এমনিতে একটু বেশি পছন্দের। জিনিয়া ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি যদি জিনিয়া ফুল দেখি তখন চেষ্টা করেছি জিনিয়া ফুলের ফটোগ্রাফি করার। জিনিয়া ফুলের পাপড়ি গুলো একগুচ্ছ হয়ে থাকার কারণে সেগুলোর ফটোগ্রাফি করার পরে আরো বেশি ভালো লাগছিল দেখতে। আমি আশা করছি আপনাদের কাছে দেখতে ভীষণ ভালো লাগবে এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি।
- এটি হচ্ছে জিনিয়া ফুলের ভিন্ন একটা জাতের ফটোগ্রাফি। আসলে জিনিয়া ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলো সম্পর্কে কারো কোন ধারণা নেই। জিনিয়া ফুল অনেক রকমের এবং সেগুলোর প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কালার হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগে। এই জিনিয়া ফুলটির কালার গোলাপি রঙের ছিল যার কারণে যখন আমি ফটোগ্রাফি করেছিলাম তখন জাস্ট সুন্দরভাবে ফুটে উঠেছিল ফটোগ্রাফিটি। ফুলের মাঝখানের অংশটি একটু বেশি সুন্দরভাবে ফুটে উঠেছিল। এই ফুলটির ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছিলাম যখন আমি একটি ফুল গাছ কিনতে গিয়েছিলাম সেখানে।
- এটি হচ্ছে খুবই সুন্দর একটা কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল গুলো একটু ভিন্ন রকমের। কিন্তু কসমস ফুলের অনেক রকমের জাত রয়েছে। ফুল অনেকেই পছন্দের কসমস ফুল ও অনেকের পছন্দ। কসমসের বিভিন্ন জাত রয়েছে যেগুলোর বিভিন্ন কালার। কয়েকদিন আগে আমি একটি জায়গায় গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য যেখানে একটি ফুল বাগান ছিল। আমি যদি ফুল দেখি তখন নিজেকে সামলাতে পারি না। তাই তো ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি আমি।
- আমাদের সবারই অতি পরিচিত একটি ফুলের নাম হচ্ছে ডালিয়া। আমার কাছে এই ফুলটি অনেক বেশি সুন্দর লাগে কারণ ডালিয়া ফুলগুলো অনেক বড় হয়ে থাকে। আমি ছোটবেলায় ডালিয়া এবং সূর্যমুখী ফুলগুলো অনেক গুলিয়ে ফেলতাম, কারণ এই দুটি ফুলই অনেক বড় জাতের। বর্তমানে এই ফুলগুলো বেশিরভাগ জায়গায় দেখা যায় না। এই ফুলগুলো একটু কম জায়গায় দেখা যায়। বিশেষ করে বিভিন্ন অফিসের সামনে এই ফুল গাছগুলো থাকে। কয়েকদিন আগে আমি একটি অফিসের সামনে থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।
লোকেশন 1 লোকেশন
লোকেশন
লোকেশন
লোকেশন
লোকেশন
লোকেশন
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





.jpg)







ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে । প্রতিটি ফুলের ফটোগ্রাফি এতটা স্পষ্ট হয়েছে যে দেখেই ভালো লাগছে ।আর প্রথম ফুলের নামটি হচ্ছে পর্তুলিকা ফুল । এটি আমার বাগানেও রয়েছে । দেখতে ভীষণ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।
চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া ৷ বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতেই অনেক ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
প্রতিটি ফুলের ফটোগ্রাফি মনমুগ্ধকর ছিল ভাই। পিটুনিয়া ও কসমস ফুল তো দেখতে ভীষণ ভারী সুন্দর লাগছিল আমার কাছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। হলুদ ফুলটি দেখতে সুন্দর তবে নামটা জানতে পারলে ভালো হতো। আর আপনি যেগুলোকে টাইম ফুল বলছেন ওগুলো হয়তো পুর্তুলিকা ফুল। এই ফুল গুলো অনেক ভালো লাগে। প্রত্যেকটা ফুলের অনেক সুন্দর হয়েছে পিটিনিয়া ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুল আমার খুবই প্রিয় তাই ফটোগ্রাফি দেখলে ভালো লাগে।
মোবাইল ফোনের ফটোগ্রাফি যদি এত সুন্দর হয় তাহলে কোন স্পেশাল ক্যামেরা দিয়ে করলে তো দারুণ হবে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। বিশেষ করে হলুদ কালারের ফুলটি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। এ ছাড়া জিনিয়া ফুলের ফটোগ্রাফি, পিটুনিয়া ফুল এবং টাইম ফুলের ফটোগ্রাফি অসাধারণ নিয়েছেন।
জানা অজানা বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আজ। আপনার করা ফটোগ্রাফির মধ্যে বেশ কিছু ফুলের নাম আমার জানা নেই। তবে আপনার প্রতিট ফটোগ্রাফি কিন্তু অসাধারন ছিল ভাইয়া। আশা করবো আগামীতে আরও সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দিবেন।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। নার্সারিতে গেলে অনেক ধরনের ফুল দেখা যায়। আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো প্রথম নাম না জানা ফুলের ফটোগ্রাফি ও পিটুনিয়া ফুলের এবং কসমস ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনি অনেক সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি হাত খুব চমৎকার। আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো পিটুনিয়া ফুল এবং কসমস ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।