আমার তোলা বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের আলোকচিত্র |
---|
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশের প্রত্যেক ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্নতার লক্ষ করা যায়। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ হয়ে থাকে। বর্ষাকে প্রকৃতির রাণী বলা হয়ে থাকে। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের পরে বর্ষার রূপ, রস, সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে। বর্ষা অবিরাম বৃষ্টিতে প্রকৃতির সাজে নতুন রূপে প্রকৃতির সবকিছু সবুজ হয়ে উঠে। বর্ষাকালে যেদিকে তাকায় সে দিকে সবুজ আর সবুজ দেখতে পাওয়া যায়। বর্ষার বৃষ্টিতে প্রকৃতিকে সতেজ, সিগ্ধ, কোমল করে তোলে। বর্ষায় বাহারি রঙের সুগন্ধি ফুল সবার নজর কাড়ে। বাংলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের ঋতু হলো বর্ষাকাল। সবুজ শ্যামল বাংলার প্রকৃতি নতুন প্রাণের সজীবতায় হয় বৃষ্টিময় বর্ষার ছোঁয়াতে। বর্ষাকাল মানেই আকাশে কালো মেঘের ঘনঘটা উপভোগ করার সেরা মুহূর্ত।
লোকেশন
Device :- realme C55
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
বর্ষাকালিন দৃশ্যগুলি দেখতে চমৎকার লাগে। আপনার ফোটোগ্রাফি গুলি অনেক সুন্দর লাগে। ধন্যবাদ বন্ধু।
I was inspired by this photograph you took. I also want to do professional photography like you. Thanks for sharing these great photographs you took.