কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কিছু রেনডম ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1686278078131.jpg

মাকড়সার আলোকচিত্র

IMG_20230507_144805.jpg
লোকেশন
Device :- Redmi note 7

আমরা প্রায় সময় বিভিন্ন রকমের মাকড়সা দেখে থাকি। মাকড়সা এক ধরনের কীট। অনেক রকমের মাকড়সা দেখতে পাওয়া যায়। মাকড়সা জাল দেখতে অত্যন্ত সুন্দর। মাকড়সা খুবই নিখুঁত ভাবে জাল তৈরি করে। পৃথিবীতে অনেকে জাতের মাকড়সা রয়েছে। কিছু কিছু মাকড়সা জাল বুনে আবার কিছু কিছু মাকড়সা জাল বুনে না। বৈচিত্র্যময় মাকড়সা দেখতে খুবই সুন্দর। মাকড়সা তরল পদার্থ গহন করে থাকে। ছোট ছোট মাকড়সা শরীরের বিভিন্ন জায়গায় সময় বসে থাকে। গ্রাম অঞ্চলে একটি প্রবাদ প্রচল রয়েছে। মুরুব্বিরা বলতে শুনেছি শরীরের উপর যে রঙের মাকড়সা বসে ওই রঙের নাকি জামা কাপড় কিছুদিনের মধ্যে পাওয়া যায়।

মাশরুমের আলোকচিত্র

IMG_20220512_181422.jpg

IMG_20220512_181456.jpg
লোকেশন
Device :- Redmi note 7

মাশরুম আমাদের সকালে বেশ পরিচিত। মাশরুম এক প্রকার ছত্রাক। আমরা প্রায় সময় বিভিন্ন রকমের মাশরুম দেখতে পাই। বনে জঙ্গলে শুকনো পাতা, মৃত গাছের উপর বিভিন্ন রকম মাশরুম দেখতে পাওয়া যায়। মাশরুমের অনেক জাত রয়েছে। সকল মাশরুম খাওয়ার উপযোগী নয়। কিছু কিছু জাতের মাশরুম চাষ করা হয়ে থাকে‌। মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মানবদেহের জন্য মাশরুম খুবই পুষ্টিকর খাবার। মাশরুমে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাশরুম খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের দেশে মাশরুমে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রজাপতির আলোকচিত্র

IMG_20221206_121803 (1).jpg
লোকেশন
Device :- Redmi note 7

প্রজাপতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। প্রজাপতির সৌন্দর্য আমাদের নজর কাড়ে। প্রজাপতির উজ্জ্বল রঙের জন্য দেখতে অত্যন্ত আকর্ষণীয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রজাপতি দেখতে পাই‌। বিশেষ করে গ্রাম অঞ্চলে রাস্তায় পাশে বনে জঙ্গলে কৃষি জমিতে নানা রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায়। প্রজাপতি দেখতে খুবই সুন্দর। অনেক রকমের প্রজাপতি রয়েছে। প্রজাপতি এক ধরনের কীট। শুঁয়োপোকা প্রজাপতি তে রুপান্তরিত হয়। প্রজাপতি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। প্রজাপতির আলোকচিত্র করতে কিছুটা সময় লাগে। কারণ প্রজাপতি সারাক্ষণ এদিক থেকে অধিক উড়াউড়ি করে থাকে।

গোলাপী আজেলিয়া ফুলের আলোকচিত্র

IMG_20230301_103743 (1).jpg

লোকেশন
Device :- Redmi note 7

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের সবসময় মুগ্ধ করে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ফুল দেখতে পাই। ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের নজর কাড়ে। পৃথিবীতে জানা অজানা অনেক রকমের ফুল রয়েছে। কিছু কিছু ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। ফুলের এই আলোচিত হলো গোলাপী আজেলিয়া ফুলের। গোলাপী আজেলিয়া ফুল দেখতে খুবই সুন্দর। পাঁচ পাপড়ি বৈশিষ্ট্য সাদা এবং গোলাপি রঙের ফুল গুলো সৌন্দর্য সত্যি খুব অসাধারণ। গোলাপী আজেলিয়া ফুল আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। এই ফুল গুলো সৌন্দর্যের কারণে দিন দিন আমাদের দেশে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

কসমস ফুলের আলোকচিত্র

IMG_20230406_091950.jpg
লোকেশন
Device :- Redmi note 7

কসমস ফুল আমাদের দেশে সর্বত্র দেখা যায়। কসমস ফুল দেখতে গাঁদা ফুলের মতোন মনে হয়। কসমস ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি বেশ অসাধারণ। কসমস ফুল গুলো দেখতে খুবই সুন্দর। কসমস ফুল নানা ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত উজ্জ্বল কমলা-হলুদ কসমস ফুল দেখে থাকি ‌। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমস ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। কসমস সাধারণত বহুবর্ষজীবী উদ্ভিদ।

বন্য পেটুনিয়া ফুলের আলোকচিত্র

IMG_20230406_100627.jpg

IMG_20230406_100635.jpg

লোকেশন
Device :- Redmi note 7

এই ফুল গুলো হচ্ছে বন্য পেটুনিয়া। বন্য পেটুনিয়া ফুল আমাদের সকলের অতি পরিচিত। আমাদের দেশে সর্বত্রই পেটুনিয়া ফুল দেখতে পাওয়া যায়। বেগুনি রঙের ফুল গুলো সৌন্দর্য আমাদের নজর কাড়ে। পেটুনিয়া ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি খুব দুর্দান্ত। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো দেখতে খুবই সুন্দর। শোভা বর্ধনের জন্য ফুল গুলো সবার নিকট বেশ জনপ্রিয়। বেগুনি রং আমার খুব পছন্দের। আসলেই ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তাই পেটুনিয়া ফুল দেখলে ফটোগ্রাফি করতে কখনো ভুল করি না। আসলে ফুল গুলো সত্যি আমার কাছে খুবই দুর্দান্ত মনে হয়।

হাসিমুখে ফুল হাতে দাঁড়িয়ে থাকা বালিকার আলোকচিত্র

IMG_20230301_174637.jpg

লোকেশন
Device :- Redmi note 7

গ্রামের মানুষেরা সব সময় খুবই সহজ সরল হয়ে থাকে। তারা সবসময় খুবই সাধারণ জিনিসে খুশি হয়ে থাকে। বিশেষ করে ছোট ছেলে মেয়েরা কোন কিছু পেলে
খুবই আনন্দিত হয়। শহরের ছেলে মেয়েরা বিভিন্ন রকমের খেলনা নিয়ে খেলে থাকে। তারা বাসার মধ্যে আবদ্ধ জীবন যাপন করে থাকে। কিন্তু গ্রামের ছেলে মেয়েরা খেলনা নিয়ে খেলতে সুযোগ পায় না। তারা সব সময় সবুজ প্রকৃতির মাঝে দুরন্তপনায় বেড়ে উঠে। এই বালিকা ফুল নিয়ে খেলতেছে আমি যখনই বলছি তোমার একটি ছবি উঠিয়ে দিই। তখন মেয়েটির মুখে কি অসাধারণ হাসি। আসলে হাসি দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। এই চমৎকার হাসি লাখ টাকা দিয়ে কেন সম্ভব নয়।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তোলা কিছু রান্না ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভাল লেগেছে। আসলে প্রকৃতির ফটোগ্রাফি দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি এক ধরনের শিল্প। সত্যি বলতে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব অসাধারণ হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগলো ছোট মাকড়সার ফটোগ্রাফি। আমি তো আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য ভাই আপনার অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রজাপতির ফটোগ্রাফি টা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আর এই ধরনের ফটোগ্রাফি করতে অনেক কষ্ট হয়ে থাকে। সব মিলিয়ে খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে আরও ভালো লাগে।।
আপনি অনেক সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে মাকড়সা প্রজাপতি এবং ছোট্ট বাচ্চার নিষ্পাপ হাসি।।

 2 years ago 

ফটোগ্রাফি দেখে এত চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দুর্দান্ত মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

random ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। কোথাও ঘুরতে গেলে এই ফটোগ্রাফি গুলো অনেক বেশি করা হয় আর কমিউনিটি সকলেই এখন অনেক সুন্দর ফটোগ্রাফি করে। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে কোনটা রেখে কোনটা প্রশংসা করব ভেবেই পাচ্ছিনা তবে আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই নিখুঁত হয়েছে। হাতের মধ্যে মাকড়সার ফটোগ্রাফিটা খুবই সুন্দর ছিল। তাছাড়া হলুদ রঙের কসমস ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া শেষের ফটোগ্রাফি খুবই মূল্যবান লাগছে আমার কাছে। ফুল হাতে একটি মেয়ে হাসছে সে হাসিটা খুবই ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। হ্যাঁ সত্যি মেয়েটি হাসি খুব দারুন ছিলো। এত চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক সুন্দর এবং রেনডম ফটোগ্রাফি গুলো নিয়ে আপনি হাজির হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে মাশরুমের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগলো। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনি খুব সুন্দর ভাবে নিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 117205.90
ETH 4517.59
SBD 0.87