কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1691721966131.jpg

কচি কাঁকরোলের আলোকচিত্র

IMG20230801101940.jpg
লোকেশন
Device :- realme C55

কাঁকরোল সবজি হিসেবে আমাদের সকলের পরিচিত। কাঁকরোল আমাদের সবাই নিকট বেশ
জনপ্রিয় সবজি। সাধারণত কাঁকরোল বর্ষাকালে পাওয়া যায়। কাঁকরোল দেখতে খুবই সুন্দর। কাঁকরোল ফুলও দেখতে খুবই অসাধারণ। কাঁকরোল সবুজ এবং হলুদ বর্ণের দেখা যায়। কাঁকরোল দিয়ে বেশ মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায় । বিশেষ করে কাঁকরোল দিয়ে মাছ রান্না করলে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। কাঁকরোল দেখতে খুবই সুন্দর। বিশেষ করে কচি অবস্থায় কাঁকরোল দেখতে বেশ ভালো লাগে।

লাল কাঁচা মরিচের আলোকচিত্র

IMG20230802103707 (1).jpg
লোকেশন
Device :- realme C55

মরিচ বা, কাঁচা লঙ্কা আমাদের সকলের বেশ পরিচিত। মরিচ মসলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। আসলে মরিচ ছাড়া অধিকাংশ তরকারি রান্না করলে স্বাদে পরিপূর্ণতা পায় না। মরিচ অনেক জাতের রয়েছে। জাত ভেদে মরিচের ঝাল কম বেশি হয়ে থাকে। মরিচ কাঁচা অবস্থায় সবুজ থাকে পাকলে লাল বর্ণ ধারণ করে। মরিচ গাছে সবুজ পাতার মাঝে যখন লাল মরিচ দেখা যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। সবুজের মাঝে লাল মরিচের সৌন্দর্য অসাধারণ।

পোকার আলোকচিত্র

IMG20230807163903.jpg

লোকেশন
Device :- realme C55

আমরা প্রায় সময় ছোট বড় বিভিন্ন ধরনের পোকা দেখে থাকি। কিছু কিছু পোকা খুবই ছোট হয়ে থাকে তবে দেখতে খুব সুন্দর লাগে। সাধারণত সবুজ ঘাস, লতাপাতা, গাছ গাছালি এবং ফসলি জমিতে সবচেয়ে বেশি পোকা দেখা যায়। এই পোকাটির নাম আমার জানা নেই তবে প্রায় সময় বিভিন্ন সবুজ লতা পাতার উপর দেখে থাকি । পোকাটি দেখতে খুবই সুন্দর। পোকাটি সাধারণত স্থির ভাবে কোন জায়গায় বসে থাকে না সারাক্ষণ উড়াউড়ি করে থাকে ।

পাতার উপর বৃষ্টির ফোঁটার আলোকচিত্র

IMG20230802094821.jpg

IMG20230802101212.jpg
লোকেশন
Device :- realme C55

বর্ষা ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য বেশ অসাধারণ হয়ে থাকে। চারদিকে সবুজের সমাহার। বৃষ্টির দিনে বাহিরে বের হলে বেশ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে আকাশের ঘন কালো মেঘ, শান্ত পরিবেশ, ঝিরঝির বৃষ্টি, পাতার উপর বৃষ্টির ফোটা অসাধারণ দৃশ্য আমাদের নজর কাড়ে। পাতার উপর ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো বৃষ্টির ফোঁটা গড়িয়ে নিচে পড়ে না। স্থির ভাবে পাতার সাথে লেগে থাকে। সবুজ পাতার উপর বৃষ্টির ফোঁটার নান্দনিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে।

কামিনী ফুলের আলোকচিত্র

IMG20230803142042.jpg
লোকেশন
Device :- realme C55

কামিনী ফুল আমাদের সকলের বেশ পরিচিত। সাধারণত এই ফুলকে কমলা জুঁই হিসেবে সবাই চিনে থাকে। কামিনী হলো চিরহরিৎ গাছ যা সারা বছর ধরে ফুল ফুটে থাকে। এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর ও সুবাসিত‌। কামিনী ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে দেয়। কামিনী ফুলের পাতা লিবু পাতার মতোন। সাদা পাপড়ির বৈশিষ্ট্য ফুল দেখতে খুবই সুন্দর। এক ফুলের থোকায় অনেক গুলো ফুল ফুটে থাকে। কামিনী ফুল থেকে ফল হয়। ফল দেখতে ছোট কমলার মতোন মনে হয়।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20230801110352.jpg

IMG20230801110519.jpg
লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো হচ্ছে বুনো ফুল। যারা গ্ৰাম অঞ্চলে বসবাস করে তারা এই ফুল গুলো সাথে বেশ পরিচিত। গ্রাম অঞ্চলের রাস্তার ধারে, পুকুর পাড়ে, বনে জঙ্গলে সর্বত্রই ফুল গুলো দেখা যায়। হলুদ পাপড়ির ফুল গুলো দেখতে খুবই চমৎকার। গ্রামের ছোট ছেলে মেয়েরা এই ফুল গুলো দিয়ে খেলে থাকে ‌। আসলে বুনো ফুল হলেও এই ফুলের সৌন্দর্য সবার নজর কাড়ে। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকালে এই ফুল গুলো ফুটে থাকে‌। এই ফুল গুলো থেকে ফল হয় । ফল দেখতে মাসকলাই এর মতন মনে হয়। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ।

ঢোল কলমি ফুলের আলোকচিত্র

IMG20230801103033.jpg
লোকেশন
Device :- realme C55

কলমি ফুল আমাদের সকলের বেশ পরিচিত। কলমি গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের দেশে সর্বত্রই ঢোল কলমি ফুল দেখা যায়। ফসলের জমি বা, বাড়ির চারপাশে বেড়ার জন্য ঢোল কলমি ব্যবহার করা হয়ে থাকে। ঢোল কলমি জলে এবং স্থলে উভয় স্থানে টিকে থাকতে পারে। ঢোল কলমির উদ্ভিদের অনেক ভেষজ গুণ রয়েছে। অনেকে বিভিন্ন রোগের জন্য ঢোল কলমির পাতা এবং ফুলের রস ব্যবহার করে থাকে। কলমি ফুল দেখতে খুবই সুন্দর। গোলাপি রঙ্গের এই ফুল গুলো সৌন্দর্য সবার নজর কাড়ে।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

বর্ষাকালের প্রকৃতি, ফুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।আপনি আজ দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারণ হয়েছে আপনার আলোকচিত্রগুলো।আপনি বুনো ফুলের চিত্রটিও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

বুনো ফুল দেখতে সত্যি বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আজকে অসাধারণ অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করলেন। এত চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে কলমি ফুল টা দেখতে অনেক চমৎকার লাগলো। আপনি তো নিখুঁতভাবে বিভিন্ন রকম ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোগ্রাফি কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

বাহ্ আপনি খুব চমৎকার করে রেনডম ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো কাঁকরোল ফুলের ফটোগ্রাফি ও পাতার মধ্যে পোকার ফটোগ্রাফি এবং বন্য ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ভাইয়া চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রেয়ালমি ফোনের ক্যামেরা গুলো অনেক ভালো। ভালো ছিলো ফটোগ্রাফি গুলো। আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করে প্রশংসা করার জন্য।

 last year 

বর্ষাকালে সব কিছুর সৌন্দর্য অনেক বেড়ে যায়।কামিনী ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

ভাইয়া সাধারণ কিছু ফটোগ্রাফি আপনি অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বৃষ্টির সময় পানির ফোঁটা গুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। কামিনী ফুলটি দেখতেও চমৎকার ছিল। সত্যি আপনার ফটোগ্রাফির তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

আপনি জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। পাতার উপর বৃষ্টির ফোটা পড়ে আছে এই ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া ফুলগুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে বুনো ফুলের ফটোগ্রাফি এবং কাঁকরোল এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47