Better Life with Steem || TE DIARY GAME || 12 October 2022 ||

in Steem For Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম
আজ ১২ অক্টোবর
প্রিয় স্টিমিট বন্ধুরা
আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও ভালো আছেন।তাহলে আজকে শুরু করা জাক।আজকের ডেইরি গেমের কথা।আশা করি ভালো লাগবে।ইনশাআল্লাহ।

সকাল


প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে কাজ করে নেই।তারপর মেয়ে ঘুম থেকে উঠলো।বাবু উঠেই কিছু খাওয়ার জন্য বায়না ধরে।তাই একটা ললিপপ হাতে দেই।তা চুটকাতে থাকে।কিছুখন পর বাবুর জন্য নুডুলস রান্না করি।নুডুলস বাবুর অনেক প্রিয় খাবার।তাই অনেক সময় রান্না করে দিতে হয়।মেয়ে আমার অনেক দুষ্ট।যখন যার যেটা দেখে।তাই খেতেই বায়না ধরে।মেয়ে কে খাওয়ালাম

IMG_20221012_084949_290.jpg
আমাদের ও তো খেতে হবে তাই খিচুরি রান্না করলাম

IMG_20221008_130540_001.jpg

আমাদের বাড়িতে খিচুরি সবার ই অনেক পছন্দের।তাই খিচুরিটা মাঝে মাঝে সকাল বেলা রান্না করি।

দুপুর


আজকে দুপুরে রান্না করিনি।তাই দুপুরে মেয়েকে সুয়ালাম এবং আমি নিজেও একটু ঘুমালাম।এক ঘন্টার মতো।তারপর মেয়ে কে গোসল করালাম। কিছুখন পর আমি গোসল করলাম।তারপর মেয়ে কে জুস খাওয়ালাম।তারপর দোকানের ওইখান দিয়ে ঘরতে বের হলাম আমি আমার মেয়ে।বাবুুর জন্য কিছু কিনতে।আসার পথে দেখলাম।কিছু সবজি।
IMG_20221012_132903_227.jpg
যা দেখে অনেক ভালো লাগলো।গ্রাম তো অনেক সবজি আবাদ হয়।এবং আবাদি ফসল সবাই অনেক পছন্দ করে।আমার ও গ্রাম এর বাড়ি ভালো লাগে।গ্রাম তরতাজা অনেক সবজি পাওয়া যায়।
IMG_20221012_133821_574.jpg
যা খেতে অনেক সুসাধু।ঢেরস এটা কিন্তু সবাই কম বেশি ভালবাসে।তবে আমার অনেক পছন্দের খাবার।এটা রান্না করলেও বেশ মজা লাগে বরতা ও।বাজি তো কনো কথায় নেই।ঢেরস লালশাক আমাদের এইখানে চাষ করা হয়।
IMG_20221012_132812_312.jpg
আরও অনেক প্রজাতির সবজি।এইভাবে কিছু সময় ওখানে দিয়ে আসি।

বিকাল


রান্না করতে করতে সময় পার হয়ে গেল।
প্রতিদিন বিকালবেলা ঘুরাঘুরি করি।আজকে আর তা হলো না। কি রান্না করবো এটা ভেবে পাচ্ছি না।তাই কিছু খন চুপ করে বসে রইলাম।তারপর ভাবলাম কিছু একটা রান্না তো করতেই হবে।তাই আমাদের পেপে গাছ আছে।পেপে বাজি তো করতেই পারি তাই না।তাই পেপে বাজি করলাম
IMG_20221012_191110_188.jpg
।তারপর ভাবলাম এক তরকারি দিয়ে খাওয়া হবে না।তাই আবার নিরামিষ ভোনা করলাম।
IMG_20221012_175417_631.jpg
এভাবে ভেবে ভেবে আমার রান্না টা শেষ হয়ে গেল।রান্না টা শেষ না হতেই সন্ধ্যা নেমে আসলো।সন্ধ্যা হলে মেয়ে কারো কাছে থাকে না।তাই তারাতারি কাজ সেরে নেই।তারপর মেয়ে কে কিছু খাবার খাওয়াইলাম।খেয়ে মেয়ে আমার নিরবে ঘুমিয়ে পরলো।তাই আমি একটু না অনেক টা ফ্রী হলাম।তাই সবার সাথে আমি একটু গল্প করি।মানুষের সাথে গল্প করতেও আমার ভালো লাগে।আমি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারি।আমি মানুষের সাথে মিশে বলি সবাই আমাকেও অনেক ভালোবাসে।এবং আমিও এটা কে খুব পছন্দ করি।কারন সব মানুষ ই মানুষের সাথে মিশতে পারেনা।মানুষের সাথে মিশতে পারাটাও একটা ভালো কাজ

IMG_20221012_133409_852.jpg

রাত


আজকে রাতের আকাশ টা কিনতু বেশ মেঘ জমা।আজকে আকাশ টা তেমন ভালো না দুপুরের পর থেকে হালকা হালকা বৃষ্টি। কালো মেঘ জমছে।হালকা হালকা বৃষ্টির কারনে অনেকটা শীত ও লাগতাছে।তাই কি আর করবো।সুয়ে পরার প্রস্তুতি নেই।কি আর করবো।মেঘলা আকাশ ঠান্ডা রাত।আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ

From #bangladesh
@afrinn

Sort:  
 2 years ago 

খুব সুন্দর ভাবে আপনি আপনড় প্রতিটি মূহুর্ত উপস্থাপন করেছেন। ফোটগ্রাফি গুলো বেশ ভালো ছিলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।কমেন্ট করার জন্য। দোয়া করবেন আরও যেন সুন্দর সুন্দর পোস্ট উপহার দিতে পারি।সব সময়

 2 years ago 

আপনার আজকের সারাদিন কাটানোর মুহূর্ত গুলো অনেক সুন্দর ভাবে কেটেছে।আপনার করল্লা, আর ফুলের ফোটোগ্রাফি অনেক সুন্দর হইছে।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।জি সারাদিন কাটানো মুহূর্ত আমার ও ভালো লাগছে।করল্লা আর ফুলের ফোটগ্রাফি সুন্দর হইছে শুনে আমার ও ভালো লাগলো।ধন্যবাদ মনির ভাইয়া

অপরাজিতা ফুলটি খুব সুন্দর লাগছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

welcome.

 2 years ago 

You have presented very nicely. Photography was so beautiful. Good luck to you.

 2 years ago 

Thanks vaiya..apnar jonno o shovo kamona roilo

 2 years ago 

Thanks vaiya amr photography prosongsa korar jonno.apnar prosongsa sune amr onk valo laglo.donnobad

 2 years ago 

আপনার দিনের মুহূর্ত গুলোকে অনেক সুন্দর ভাবে উপোস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার জন্য ও শুভ কামনা রইলো

 2 years ago 

অনেক সুন্দর করে আপনার কাটানো সময় দিন সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করছেন আপু ফটোগুলো অনেক সুন্দর ছিল

 2 years ago 

Donnobad vaiya ami asole sadaron akti meye.pokriter maje somoy katate valobasi.apnar prosongsa shune amr onk valo laglo

 2 years ago 

প্রথমে ভাবলাম খুব বেশি সুন্দর হবে না,বা ভালো হবে না।
কিন্তু সত্যিকারর্থে আপনার বর্ণনাশৈলী আর চমৎকার ফটোগ্রাফি মুগ্ধতা চড়াচ্ছে। আর খাবার গুলা দেখে তো লোভে পড়ে গেলাম। যার কারণ হচ্ছে,আমি এই হাই প্রোটিন খাবারের চেয়ে, গ্রাম্য সাধারণ খাবার গুলা আমার খুব প্রিয়। শুভ কামনা রইলো এগিয়ে যান।

 2 years ago 

Apnar prosongsa sune ami nijei mugdho hoye gelam.jii vaiya amr o grammo sadaron khabar khete valo lage.tai ami maje maje ranna kore khai.donnobad vaiya amk ato sundhor akti montobbo korar jonno.dua korben amr jonno ami jno agiye jete pari.r apnar jonno o shuvo kamona roilo

 2 years ago 

ধন্যবাদ আপু।

আপু আপনার ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে আপনি যে খিচুড়ি কথা বললেন না খিচুড়ি আমারও খুব প্রিয় যাইহোক সব মিলাইয়া খুব ভালো হয়েছে।

 2 years ago 

Donnobad ami asole maje maje khichuri ranna kore khai.amr o khub priyo khichuri

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61491.31
ETH 3387.53
USDT 1.00
SBD 2.50